ETV Bharat / bharat

'দুর্নীতির বিরোধী কঠোর পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছি', রাজ্য়সভায় মোদির এজেন্সি-দাবি - PM MODI SPEAKS ON CENTRAL AGENCIES

author img

By PTI

Published : Jul 3, 2024, 6:26 PM IST

PM MODI ON CORRUPTION: দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে আরও কঠোর অভিযান হবে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে তাঁর আশ্বাস, প্রতিটি এজেন্সি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করেছে তাঁর সরকার ৷

PM MODI ON CORRUPTION
রাজ্যসভায় দাবি মোদি (সৌ: রাজ্যসভা)

নয়াদিল্লি, 3 জুলাই: দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি এজেন্সিগুলিকে ৷ বিরোধীরা এজেন্সি-রাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরও রাজ্যসভায় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

রাষ্ট্রপতির জবাবি ভাষণে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে আরও কঠোর অভিযানের বার্তা দিয়েছেন ৷ তিনি আরও একবার জানিয়েছেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্তিশালী কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ৷

প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতি যুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না।" রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবে, মোদি জোর দিয়ে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এনডিএ সরকারের একটি লক্ষ্য ৷ এটা কোনও নির্বাচনী লাভের বিষয় নয়।" প্রধানমন্ত্রী আরও বলেন, " বিনা দ্বিধায় দেশবাসীকে এটাও বলতে চাই, আমি দুর্নীতিবাজদের ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাগুলিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এক্ষেত্রে সরকার কোথাও কোনও হস্তক্ষেপ করবে না ৷"

একই সঙ্গে তিনি এও বলেন, "তদন্ত সংস্থাগুলির সততার সঙ্গে কাজ করা উচিত। শুধু নিষ্ঠা এবং স্বাধীনভাবে কাজ করবে এজেন্সিগুলি ৷ দুর্নীতিতে জড়িত কোনও ব্যক্তি আইনের হাত থেকে রেহাই পাবে না। এটা মোদির গ্যারান্টি ৷" সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বলে বিরোধী সাংসদরা বারবার অভিযোগ করেছে ৷ তার পালটা মোদি এদিন প্রয়াত মুলায়ম সিং যাদবের মতো বিরোধী নেতাদের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে জানান, এঁরা ইউপিএ সরকারের বিরুদ্ধেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআই ব্যবহার করার অভিযোগ তুছিলেন। মোদি আরও বলেন, "এমনকী সুপ্রিম কোর্টও সিবিআইকে খাঁচাবন্দী তোতাপাখি বলে করেছিল।" অন্যদিকে, বিরোধীরা বারবার অভিযোগের সুরে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "আপ মদ কেলেঙ্কারি করে, দুর্নীতি করে, শিশুদের জন্য ক্লাসরুম তৈরিতে কেলেঙ্কারি করে, এমনকী আপ জল কেলেঙ্কারি করেছে বলে কংগ্রেস অভিযোগ করেছিল ৷ অথচ আপ-কে আদালতে টেনে এনে ব্যবস্থা নেওয়া হলে তারা মোদিকেই গালি দেয় ৷” তিনি আরও বলেন, "এখন আপ এবং কংগ্রেস অংশীদার হয়েছে ৷" এদিন মোদি জোর দিয়ে জানান, তিনি 2014 সালে ক্ষমতায় এসেছিলেন সরকার দরিদ্রদের কল্যাণে কাজ করবে এবং দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই প্রতিশ্রুতি দিয়ে ৷ তিনি এদিন বলেন, "দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ আমাদের জন্য একটি মিশন। এটা আমাদের জন্য নির্বাচনে জয়-পরাজয়ের বিষয় নয় ৷” (পিটিআই)

নয়াদিল্লি, 3 জুলাই: দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি এজেন্সিগুলিকে ৷ বিরোধীরা এজেন্সি-রাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরও রাজ্যসভায় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

রাষ্ট্রপতির জবাবি ভাষণে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে আরও কঠোর অভিযানের বার্তা দিয়েছেন ৷ তিনি আরও একবার জানিয়েছেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্তিশালী কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ৷

প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতি যুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না।" রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবে, মোদি জোর দিয়ে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এনডিএ সরকারের একটি লক্ষ্য ৷ এটা কোনও নির্বাচনী লাভের বিষয় নয়।" প্রধানমন্ত্রী আরও বলেন, " বিনা দ্বিধায় দেশবাসীকে এটাও বলতে চাই, আমি দুর্নীতিবাজদের ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাগুলিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এক্ষেত্রে সরকার কোথাও কোনও হস্তক্ষেপ করবে না ৷"

একই সঙ্গে তিনি এও বলেন, "তদন্ত সংস্থাগুলির সততার সঙ্গে কাজ করা উচিত। শুধু নিষ্ঠা এবং স্বাধীনভাবে কাজ করবে এজেন্সিগুলি ৷ দুর্নীতিতে জড়িত কোনও ব্যক্তি আইনের হাত থেকে রেহাই পাবে না। এটা মোদির গ্যারান্টি ৷" সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বলে বিরোধী সাংসদরা বারবার অভিযোগ করেছে ৷ তার পালটা মোদি এদিন প্রয়াত মুলায়ম সিং যাদবের মতো বিরোধী নেতাদের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে জানান, এঁরা ইউপিএ সরকারের বিরুদ্ধেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআই ব্যবহার করার অভিযোগ তুছিলেন। মোদি আরও বলেন, "এমনকী সুপ্রিম কোর্টও সিবিআইকে খাঁচাবন্দী তোতাপাখি বলে করেছিল।" অন্যদিকে, বিরোধীরা বারবার অভিযোগের সুরে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "আপ মদ কেলেঙ্কারি করে, দুর্নীতি করে, শিশুদের জন্য ক্লাসরুম তৈরিতে কেলেঙ্কারি করে, এমনকী আপ জল কেলেঙ্কারি করেছে বলে কংগ্রেস অভিযোগ করেছিল ৷ অথচ আপ-কে আদালতে টেনে এনে ব্যবস্থা নেওয়া হলে তারা মোদিকেই গালি দেয় ৷” তিনি আরও বলেন, "এখন আপ এবং কংগ্রেস অংশীদার হয়েছে ৷" এদিন মোদি জোর দিয়ে জানান, তিনি 2014 সালে ক্ষমতায় এসেছিলেন সরকার দরিদ্রদের কল্যাণে কাজ করবে এবং দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই প্রতিশ্রুতি দিয়ে ৷ তিনি এদিন বলেন, "দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ আমাদের জন্য একটি মিশন। এটা আমাদের জন্য নির্বাচনে জয়-পরাজয়ের বিষয় নয় ৷” (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.