ETV Bharat / bharat

কড়া নিরাপত্তায় পরিষ্কার হল জ্ঞানবাপী মসজিদের সিল করা জলের ট্যাঙ্ক

Gyanvapi Water Tank Cleans Under Tight Security: আদালতের নির্দেশ মেনে কঠোর নিরাপত্তায় পরিষ্কার করা হল জ্ঞানবাপী মসজিদের জলের ট্যাঙ্ক ৷ গত 16 জানুয়ারি বারাণসীর জেলাশাসকের নজরদারিতে মসজিদের বিতর্কিত অংশে সিল করা জলের ট্যাঙ্ক ৷

ETV BHARAT File
ETV BHARAT File
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 5:52 PM IST

বারাণসী, 20 জানুয়ারি: সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সকাল 9টার পর পরিষ্কার করা হল জ্ঞানবাপী মসজিদ এলাকায় সিল করা জলের ট্যাংক ৷ সকাল 9টা থেকে বেলা 11টার কিছু বেশি সময় পর্যন্ত জলের ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে ৷ যাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছিল বারাণসী জেলা প্রশাসন ৷ জেলাশাসকের নেতৃত্বে পুরো কাজ করা হয় ৷

এদিন পুলিশের অতিরিক্ত বাহিনীর উপস্থিতিতে এই পরিষ্কারের কাজ করা হয় ৷ উল্লেখ্য, এস রাজ লিঙ্গমের তত্ত্বাবধানে হিন্দুপক্ষ, অঞ্জুমন ইনতেজামিয়া এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মিলে গত বৃহস্পতিবার একটি বৈঠক করে ৷ সেখানে ঠিক হয়, সুপ্রিম কোর্টের আদেশ মেনে জেলাশাসক-সহ বারাণসী পৌরনিগম কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবে ৷ তাঁদের সামনেই জলের ট্যাংকটি পরিষ্কার করা হবে ৷ সেই মতো আজ সকাল 9টার আগেই পুরো এলাকায় ও জ্ঞানবাপী মসজিদ ঘিরে ফেলে পুলিশ ৷

মসজিদের যে অংশ জলের ট্যাংকটি রয়েছে, তার আশেপাশে এমনকী মসজিদ চত্বরে এ দিন কাউকে ঢুকতে দেওয়া হয়নি ৷ বেলা এগারোটার মধ্যে পুরো জলের ট্যাংক পরিষ্কার করে মরা মাছগুলি ফেলে দেওয়া হয় ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাংক ও তার আশেপাশের পরিসর সিল করে দেওয়া হয়েছিল 2 বছর আগেই ৷ এর পিছনে প্রধান কারণ, ওই জলের ট্যাংকের ভিতর শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট একটি পাথর পাওয়া গিয়েছিল ৷

মূলত, জ্ঞানবাপী পরিসরের ভিতরে কমিশনের তদন্তের সময় 2021 সালে অগস্ট মাসে হাত-পা ধোয়ার জলের ট্যাংকে ওই শিবলিঙ্গের আকৃতির পাথরটি দেখা যায় ৷ হিন্দুদের তরফে সেটিকে শিবলিঙ্গ বলে দাবি করা হয় ৷ তবে, মসজিদ কমিটি দাবি করেছিল, সেটি একটি ঝর্ণা ৷ এর পর বিষয়টি নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন আদালতের দ্বারস্থ হয় ৷ নিম্ন আদালতে মামলার শুনানির পর, সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাঙ্ক-সহ এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল ৷

সম্প্রতি ওই জলের ট্যাঙ্কে মরা মাছ দেখতে পাওয়া যায় ৷ শিব ও হিন্দু আবেগের যুক্তিতে সংগঠনগুলি জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ ট্যাঙ্ক পরিষ্কার করা নিয়ে মসজিদ কমিটির আইনজীবীও কোনও আপত্তি জানাননি ৷ এর পর গত 16 জানুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জেলাশাসকের নজরদারিতে জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার অনুমতি দেয় ৷

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি সুপ্রিম কোর্টের
  2. জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টের
  3. জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল এএসআই

বারাণসী, 20 জানুয়ারি: সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সকাল 9টার পর পরিষ্কার করা হল জ্ঞানবাপী মসজিদ এলাকায় সিল করা জলের ট্যাংক ৷ সকাল 9টা থেকে বেলা 11টার কিছু বেশি সময় পর্যন্ত জলের ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে ৷ যাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছিল বারাণসী জেলা প্রশাসন ৷ জেলাশাসকের নেতৃত্বে পুরো কাজ করা হয় ৷

এদিন পুলিশের অতিরিক্ত বাহিনীর উপস্থিতিতে এই পরিষ্কারের কাজ করা হয় ৷ উল্লেখ্য, এস রাজ লিঙ্গমের তত্ত্বাবধানে হিন্দুপক্ষ, অঞ্জুমন ইনতেজামিয়া এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মিলে গত বৃহস্পতিবার একটি বৈঠক করে ৷ সেখানে ঠিক হয়, সুপ্রিম কোর্টের আদেশ মেনে জেলাশাসক-সহ বারাণসী পৌরনিগম কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবে ৷ তাঁদের সামনেই জলের ট্যাংকটি পরিষ্কার করা হবে ৷ সেই মতো আজ সকাল 9টার আগেই পুরো এলাকায় ও জ্ঞানবাপী মসজিদ ঘিরে ফেলে পুলিশ ৷

মসজিদের যে অংশ জলের ট্যাংকটি রয়েছে, তার আশেপাশে এমনকী মসজিদ চত্বরে এ দিন কাউকে ঢুকতে দেওয়া হয়নি ৷ বেলা এগারোটার মধ্যে পুরো জলের ট্যাংক পরিষ্কার করে মরা মাছগুলি ফেলে দেওয়া হয় ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাংক ও তার আশেপাশের পরিসর সিল করে দেওয়া হয়েছিল 2 বছর আগেই ৷ এর পিছনে প্রধান কারণ, ওই জলের ট্যাংকের ভিতর শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট একটি পাথর পাওয়া গিয়েছিল ৷

মূলত, জ্ঞানবাপী পরিসরের ভিতরে কমিশনের তদন্তের সময় 2021 সালে অগস্ট মাসে হাত-পা ধোয়ার জলের ট্যাংকে ওই শিবলিঙ্গের আকৃতির পাথরটি দেখা যায় ৷ হিন্দুদের তরফে সেটিকে শিবলিঙ্গ বলে দাবি করা হয় ৷ তবে, মসজিদ কমিটি দাবি করেছিল, সেটি একটি ঝর্ণা ৷ এর পর বিষয়টি নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন আদালতের দ্বারস্থ হয় ৷ নিম্ন আদালতে মামলার শুনানির পর, সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাঙ্ক-সহ এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল ৷

সম্প্রতি ওই জলের ট্যাঙ্কে মরা মাছ দেখতে পাওয়া যায় ৷ শিব ও হিন্দু আবেগের যুক্তিতে সংগঠনগুলি জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ ট্যাঙ্ক পরিষ্কার করা নিয়ে মসজিদ কমিটির আইনজীবীও কোনও আপত্তি জানাননি ৷ এর পর গত 16 জানুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জেলাশাসকের নজরদারিতে জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার অনুমতি দেয় ৷

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি সুপ্রিম কোর্টের
  2. জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টের
  3. জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল এএসআই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.