বারাণসী, 20 জানুয়ারি: সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সকাল 9টার পর পরিষ্কার করা হল জ্ঞানবাপী মসজিদ এলাকায় সিল করা জলের ট্যাংক ৷ সকাল 9টা থেকে বেলা 11টার কিছু বেশি সময় পর্যন্ত জলের ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে ৷ যাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছিল বারাণসী জেলা প্রশাসন ৷ জেলাশাসকের নেতৃত্বে পুরো কাজ করা হয় ৷
এদিন পুলিশের অতিরিক্ত বাহিনীর উপস্থিতিতে এই পরিষ্কারের কাজ করা হয় ৷ উল্লেখ্য, এস রাজ লিঙ্গমের তত্ত্বাবধানে হিন্দুপক্ষ, অঞ্জুমন ইনতেজামিয়া এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মিলে গত বৃহস্পতিবার একটি বৈঠক করে ৷ সেখানে ঠিক হয়, সুপ্রিম কোর্টের আদেশ মেনে জেলাশাসক-সহ বারাণসী পৌরনিগম কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবে ৷ তাঁদের সামনেই জলের ট্যাংকটি পরিষ্কার করা হবে ৷ সেই মতো আজ সকাল 9টার আগেই পুরো এলাকায় ও জ্ঞানবাপী মসজিদ ঘিরে ফেলে পুলিশ ৷
মসজিদের যে অংশ জলের ট্যাংকটি রয়েছে, তার আশেপাশে এমনকী মসজিদ চত্বরে এ দিন কাউকে ঢুকতে দেওয়া হয়নি ৷ বেলা এগারোটার মধ্যে পুরো জলের ট্যাংক পরিষ্কার করে মরা মাছগুলি ফেলে দেওয়া হয় ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাংক ও তার আশেপাশের পরিসর সিল করে দেওয়া হয়েছিল 2 বছর আগেই ৷ এর পিছনে প্রধান কারণ, ওই জলের ট্যাংকের ভিতর শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট একটি পাথর পাওয়া গিয়েছিল ৷
মূলত, জ্ঞানবাপী পরিসরের ভিতরে কমিশনের তদন্তের সময় 2021 সালে অগস্ট মাসে হাত-পা ধোয়ার জলের ট্যাংকে ওই শিবলিঙ্গের আকৃতির পাথরটি দেখা যায় ৷ হিন্দুদের তরফে সেটিকে শিবলিঙ্গ বলে দাবি করা হয় ৷ তবে, মসজিদ কমিটি দাবি করেছিল, সেটি একটি ঝর্ণা ৷ এর পর বিষয়টি নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন আদালতের দ্বারস্থ হয় ৷ নিম্ন আদালতে মামলার শুনানির পর, সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে জলের ট্যাঙ্ক-সহ এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল ৷
সম্প্রতি ওই জলের ট্যাঙ্কে মরা মাছ দেখতে পাওয়া যায় ৷ শিব ও হিন্দু আবেগের যুক্তিতে সংগঠনগুলি জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ ট্যাঙ্ক পরিষ্কার করা নিয়ে মসজিদ কমিটির আইনজীবীও কোনও আপত্তি জানাননি ৷ এর পর গত 16 জানুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জেলাশাসকের নজরদারিতে জলের ট্যাঙ্কটি পরিষ্কার করার অনুমতি দেয় ৷
আরও পড়ুন: