আনেকাল (বেঙ্গালুরু), 25 জানুয়ারি: বহুতলের 29 তলা থেকে পড়ে মৃত্যু নাবালিকার ৷ বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হুলিমাভু এলাকার বেগুরু-কোপ্পা প্রধান সড়কের উপর অবস্থিত একটি বহুতলে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ জানা গিয়েছে, মৃত নাবালিকার বয়স 12 বছর ৷ পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা ৷ সে তামিলনাড়ুর এক দম্পতির একমাত্র মেয়ে ৷
নিহত মেয়েটির বাবা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মা গৃহবধূ । বেগুরু-কোপা মেইন রোডের একটি প্রাইভেট অ্যাপার্টমেন্টের 29 তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা ৷ তাঁদের মেয়ে স্থানীয় ব্যানারঘাটা রোডের একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত । জানা গিয়েছে, ভোরের দিকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড উপর থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পান। কী পড়ল জানতে করিডোরে ছুটে আসেন তিনি। তখনই ঘটনাটি জানা যায় ।
এই বিষয়ে এক পুলিশ কর্তা জানান, বুধবার ভোর সাড়ে 4টে নাগাদ মেয়েটি ঘুম থেকে উঠলে মা তাঁকে কোনও একটি বিষয় নিয়ে কিছু প্রশ্ন করেন ৷ তারপর মেয়েটি আবার ঘুমাতে যাচ্ছে বলে নিজের ঘরে চলে যায় । কিন্তু, নিরাপত্তারক্ষী বিকট আওয়াজ শুনে দেখেন, মেয়েটি উপর থেকে পড়ে মারা গিয়েছে । সঙ্গে সঙ্গে তিনি অ্যাপার্টমেন্টের সভাপতিকে বিষয়টি জানান । পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন । এই ঘটনায় হুলিমাভু থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে । মেয়েটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে ৷ আত্মহত্যা নাকি অন্যকিছু তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন :