ETV Bharat / bharat

মোদির জন্য তৈরি হচ্ছে বিশেষ রাখি, পাঠানো হবে জওয়ানদেরও - Special Rakhi for PM Modi - SPECIAL RAKHI FOR PM MODI

Special Rakhi of Patwa Toli: ছাত্রীরা গয়ার পাটোয়া টলিতে আইআইটি হাবে নিজে হাতে রাখি তৈরি করছেন ৷ এবার তাঁদের তৈরি রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠানো হবে । এখান থেকে গত কয়েক বছর ধরে সীমান্তে মোতায়েন সেনাদের কাছেও হাজার হাজার রাখি পাঠানো হয় ।

Special Rakhi for PM Modi
প্রধানমন্ত্রীর জন্য বিশেষ রাখি বানালেন ছাত্রীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 2:12 PM IST

গয়া, 6 অগস্ট: আর কয়েকদিন পরেই রাখিবন্ধন উৎসব ৷ বিহারের গয়ায় চলছে রাখির জোর প্রস্তুতি । মনপুরে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামে একটি সংস্থা রয়েছে, যারা শিক্ষার্থীদের বিনামূল্যে আইআইটি প্রস্তুতি প্রদান করে । সেখানে পাঠরত ছাত্রীরা রাখিবন্ধন উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ রাখি তৈরি করছেন । এই রাখি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে ।

ছাত্রী শোভা কুমারীর কথায়, "এবারও আমি প্রধানমন্ত্রীকে রাখি পাঠাব । প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য অনেক কিছু করেছেন । মহিলাদের উন্নতির জন্যও অনেক কিছু করেছেন ৷ মহিলারা তাঁর জন্য ঘর থেকে বেরিয়ে চাকরি করছেন । একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশে, যা প্রধানমন্ত্রী এনেছেন ৷ এর প্রত্যক্ষ সুফল পাচ্ছেন মহিলা ও ছাত্রীরা ।"

Special Rakhi for PM Modi
গয়ার পাটোয়া টলিতে আইআইটি হাবে তৈরি হচ্ছে রাখিগুলি (নিজস্ব ছবি)

এক ছাত্রী বলেন, প্রধানমন্ত্রী দাদার মতো কাজ করছেন ৷ তাই বোনেরা তাঁর জন্য রাখি পাঠিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে চলেছে । আরেক ছাত্রী খুশি রানির কথায়, "আমরা নিজেরাই প্রধানমন্ত্রীর জন্য রাখি তৈরি করছি । রাখির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আনা হয়েছে এবং তা সুতোয় বাঁধা হচ্ছে । প্রধানমন্ত্রী মোদির জন্য একটি বিশেষ রাখি তৈরি করা হচ্ছে । তিনি আমাদের জন্য একজন দাদা ৷ যিনি ছাত্রীদের সাহায্য করেন । আমরা আমাদের প্রতিভা দিয়ে লক্ষ্য অর্জন করছি ।"

Special Rakhi for PM Modi
প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষ রাখি (নিজস্ব ছবি)

সেনা জওয়ানদের জন্যও রাখি তৈরি

সীমান্তে মোতায়েন সেনাদের জন্য হাজার হাজার রাখি তৈরি করছেন ছাত্রীরা । এখনও পর্যন্ত 3500 রাখি তৈরি করা হয়ে গিয়েছে । এই সব ছাত্রীরা গত কয়েকদিন ধরে এই রাখি তৈরি করছেন । প্রতিদিন শিক্ষার্থীরা 2 ঘণ্টা সময় দেন এই রাখি তৈরির পিছনে । এই রাখিগুলো পাঠানো হবে ভারত ও পাকিস্তান সীমান্তে কর্মরত সেনাদের কাছে । এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এবং ভারত-চিন সীমান্তে মোতায়েন সেনাদের কাছেও এই রাখি পাঠানো হবে ।

Special Rakhi for PM Modi
রাখিগুলি তৈরি করছেন ছাত্রীরা (নিজস্ব ছবি)

রাখি তৈরি নিয়ে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । গত 4 বছর ধরে এখানকার ছাত্রীদের তৈরি রাখি সীমান্তে মোতায়েন সেনাদের জন্য পাঠানো হচ্ছে । বিভিন্ন কোড-সহ সেনা জওয়ান ও অফিসারদের কাছে রাখি পাঠানো হয় । অনলাইন থেকে জানার পর এখানকার বোনেরা সৈনিক দাদাদের জন্য রাখি পাঠান । আগে 1000 রাখি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু যেভাবে রাখি তৈরি হচ্ছে তাতে এই বোনেরা সীমান্তে কর্মরত সৈনিক ভাইদের আরও বেশি করে রাখি পাঠাবেন ।

Special Rakhi for PM Modi
ওই রাখি চলে যাবে সেনা জওয়ানদের কাছেও (নিজস্ব ছবি)

ছাত্রীরা জানাচ্ছেন, গত মাস থেকে তাঁরা রাখি তৈরি করছেন । সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা রাখিতে তাঁদের বাড়িতে আসতে পারেন না ৷ কারণ তাঁরা দেশ রক্ষা করতে ব্যস্ত থাকেন । এমতাবস্থায় ওই সব বোনেরা হাজার হাজার রাখি পাঠান জওয়ানদের যাতে তাঁরা বোনেদের অভাব অনুভব না করেন । এভাবে গত কয়েক বছর ধরে ওই ছাত্রীরা তাঁদের সৈনিক ভাইদের জন্য রাখি তৈরি করে ডাক বিভাগের মাধ্যমে পাঠাচ্ছেন ।

Special Rakhi for PM Modi
এই রাখি পরবেন মোদি (নিজস্ব ছবি)

এই বিষয়ে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' সংস্থার সচিব যুগেশ্বর প্রসাদ বলেছেন, "গত 4 বছর ধরে এখানে অধ্যয়নরত ছাত্রীরা সীমান্তে মোতায়েন সেনাদের জন্য নিজের হাতে রাখি তৈরি করছেন এবং তাঁদের পাঠাচ্ছেন ৷ হাজার হাজার রাখি পোস্টের মাধ্যমে সেনাদের কাছে পাঠানো হয় । এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও রাখি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীরা ৷"

পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে বিখ্যাত

বিহারের গয়ার পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে পরিচিত । এখান থেকে শত শত শিক্ষার্থী পড়ে রাজ্যে, দেশে ও বিদেশে নিজেদের প্রতিভা তুলে ধরছেন । 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামের একটি সংগঠন এক দশকেরও বেশি সময় ধরে ছাত্রীদের হাতে কলমে কাজ শেখাচ্ছে । এই সংস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে IIT-NEET প্রস্তুতি প্রদান করা হয় । এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস নেন । গুরুত্বপূর্ণ বিষয় হল, এখান থেকে পড়ে বিপুল সংখ্যক ছাত্রী ইঞ্জিনিয়ার হচ্ছে । এই এলাকাটি আইআইটি হাব হিসাবে পরিচিত হয়েছে ।

গয়া, 6 অগস্ট: আর কয়েকদিন পরেই রাখিবন্ধন উৎসব ৷ বিহারের গয়ায় চলছে রাখির জোর প্রস্তুতি । মনপুরে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামে একটি সংস্থা রয়েছে, যারা শিক্ষার্থীদের বিনামূল্যে আইআইটি প্রস্তুতি প্রদান করে । সেখানে পাঠরত ছাত্রীরা রাখিবন্ধন উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ রাখি তৈরি করছেন । এই রাখি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে ।

ছাত্রী শোভা কুমারীর কথায়, "এবারও আমি প্রধানমন্ত্রীকে রাখি পাঠাব । প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য অনেক কিছু করেছেন । মহিলাদের উন্নতির জন্যও অনেক কিছু করেছেন ৷ মহিলারা তাঁর জন্য ঘর থেকে বেরিয়ে চাকরি করছেন । একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশে, যা প্রধানমন্ত্রী এনেছেন ৷ এর প্রত্যক্ষ সুফল পাচ্ছেন মহিলা ও ছাত্রীরা ।"

Special Rakhi for PM Modi
গয়ার পাটোয়া টলিতে আইআইটি হাবে তৈরি হচ্ছে রাখিগুলি (নিজস্ব ছবি)

এক ছাত্রী বলেন, প্রধানমন্ত্রী দাদার মতো কাজ করছেন ৷ তাই বোনেরা তাঁর জন্য রাখি পাঠিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে চলেছে । আরেক ছাত্রী খুশি রানির কথায়, "আমরা নিজেরাই প্রধানমন্ত্রীর জন্য রাখি তৈরি করছি । রাখির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আনা হয়েছে এবং তা সুতোয় বাঁধা হচ্ছে । প্রধানমন্ত্রী মোদির জন্য একটি বিশেষ রাখি তৈরি করা হচ্ছে । তিনি আমাদের জন্য একজন দাদা ৷ যিনি ছাত্রীদের সাহায্য করেন । আমরা আমাদের প্রতিভা দিয়ে লক্ষ্য অর্জন করছি ।"

Special Rakhi for PM Modi
প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষ রাখি (নিজস্ব ছবি)

সেনা জওয়ানদের জন্যও রাখি তৈরি

সীমান্তে মোতায়েন সেনাদের জন্য হাজার হাজার রাখি তৈরি করছেন ছাত্রীরা । এখনও পর্যন্ত 3500 রাখি তৈরি করা হয়ে গিয়েছে । এই সব ছাত্রীরা গত কয়েকদিন ধরে এই রাখি তৈরি করছেন । প্রতিদিন শিক্ষার্থীরা 2 ঘণ্টা সময় দেন এই রাখি তৈরির পিছনে । এই রাখিগুলো পাঠানো হবে ভারত ও পাকিস্তান সীমান্তে কর্মরত সেনাদের কাছে । এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এবং ভারত-চিন সীমান্তে মোতায়েন সেনাদের কাছেও এই রাখি পাঠানো হবে ।

Special Rakhi for PM Modi
রাখিগুলি তৈরি করছেন ছাত্রীরা (নিজস্ব ছবি)

রাখি তৈরি নিয়ে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । গত 4 বছর ধরে এখানকার ছাত্রীদের তৈরি রাখি সীমান্তে মোতায়েন সেনাদের জন্য পাঠানো হচ্ছে । বিভিন্ন কোড-সহ সেনা জওয়ান ও অফিসারদের কাছে রাখি পাঠানো হয় । অনলাইন থেকে জানার পর এখানকার বোনেরা সৈনিক দাদাদের জন্য রাখি পাঠান । আগে 1000 রাখি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু যেভাবে রাখি তৈরি হচ্ছে তাতে এই বোনেরা সীমান্তে কর্মরত সৈনিক ভাইদের আরও বেশি করে রাখি পাঠাবেন ।

Special Rakhi for PM Modi
ওই রাখি চলে যাবে সেনা জওয়ানদের কাছেও (নিজস্ব ছবি)

ছাত্রীরা জানাচ্ছেন, গত মাস থেকে তাঁরা রাখি তৈরি করছেন । সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা রাখিতে তাঁদের বাড়িতে আসতে পারেন না ৷ কারণ তাঁরা দেশ রক্ষা করতে ব্যস্ত থাকেন । এমতাবস্থায় ওই সব বোনেরা হাজার হাজার রাখি পাঠান জওয়ানদের যাতে তাঁরা বোনেদের অভাব অনুভব না করেন । এভাবে গত কয়েক বছর ধরে ওই ছাত্রীরা তাঁদের সৈনিক ভাইদের জন্য রাখি তৈরি করে ডাক বিভাগের মাধ্যমে পাঠাচ্ছেন ।

Special Rakhi for PM Modi
এই রাখি পরবেন মোদি (নিজস্ব ছবি)

এই বিষয়ে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' সংস্থার সচিব যুগেশ্বর প্রসাদ বলেছেন, "গত 4 বছর ধরে এখানে অধ্যয়নরত ছাত্রীরা সীমান্তে মোতায়েন সেনাদের জন্য নিজের হাতে রাখি তৈরি করছেন এবং তাঁদের পাঠাচ্ছেন ৷ হাজার হাজার রাখি পোস্টের মাধ্যমে সেনাদের কাছে পাঠানো হয় । এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও রাখি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীরা ৷"

পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে বিখ্যাত

বিহারের গয়ার পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে পরিচিত । এখান থেকে শত শত শিক্ষার্থী পড়ে রাজ্যে, দেশে ও বিদেশে নিজেদের প্রতিভা তুলে ধরছেন । 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামের একটি সংগঠন এক দশকেরও বেশি সময় ধরে ছাত্রীদের হাতে কলমে কাজ শেখাচ্ছে । এই সংস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে IIT-NEET প্রস্তুতি প্রদান করা হয় । এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস নেন । গুরুত্বপূর্ণ বিষয় হল, এখান থেকে পড়ে বিপুল সংখ্যক ছাত্রী ইঞ্জিনিয়ার হচ্ছে । এই এলাকাটি আইআইটি হাব হিসাবে পরিচিত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.