ETV Bharat / bharat

রেমালের প্রভাবে বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, অসমে বন্যার কবলে 2 লক্ষ মানুষ - ASSAM FLOOD - ASSAM FLOOD

Flood in Assam: ঘূর্ণিঝড় রেমালের জেরে অসম ও উত্তরপূর্বের বিভিন্ন জায়গায় অনবরত বৃষ্টির জেরে বিধ্বংস্ত একাধিক এলাকা ৷ অসমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ৷ ভোগান্তির শিকার প্রায় 2 লাখ মানুষ ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের ৷

Flood in Assam
অসমে বন্যার কবলে 2 লাখ মানুষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 2:04 PM IST

গুয়াহাটি, মে 31: একদিকে ঘূর্ণিঝড় রেমাল অন্যদিকে সময়ের আগে বর্ষা ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে ৷ রবিবার থেকে অনবরত বৃষ্টির জেরে অসমের বিভিন্ন নদী ও উপনদীতে বেড়েছে জলস্তর ৷ যার ফলে রাজ্যের বিভিন্ন জেলা চলে গিয়েছে জলের তলায় ৷ অসম বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, নয়টি জেলায় বন্যার কবলে পড়েছে ৷ বন্যা কবলিত জেলায় ভোগান্তির শিকার প্রায় 2 লাখ মানুষ ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷ বরাকের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে কপিলি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে গিয়েছে ৷ অসমের পাশাপাশি উত্তরপূর্বের জেলাগুলিতে আগামী পাঁচদিন অনবরত বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার ৷

রাজ্যের নগাঁও, হাইলাকান্দি, পশ্চিম কার্বি আংলং, করিমগঞ্জ, কাছাড়, হোজাই, গোলাঘাট, ডিমা-হাসাও এবং কার্বি আংলং জেলাগুলি বন্যার কবলে পড়েছে। নয়টি জেলার 386টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাছাড় জেলার 150টি এবং করিমগঞ্জ জেলার 100টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2 লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ যার মধ্যে রয়েছে করিমগঞ্জ জেলা ৷ সেখানে 36 হাজার 959 জন বন্যার কবলে পড়েছেন ৷ প্রায় 3 হাজার 239 হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে ৷ নয়টি জেলায় বন্যা কবলিতদের জন্য 110টি ত্রান শিবির তৈরি করা হয়েছে ৷ নিরাপদ আশ্রয়স্থলে রয়েছেন 35 হাজার 640 জন ৷ যার মধ্যে 10 জন অন্তঃসত্ত্বা মহিলা ও একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন ৷

ইতিমধ্যেই বন্যা কবলিতদের উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ এসডিআরএফ, অগ্নি ও এমারজেন্সি সার্ভিস, স্থানীয় প্রশাসন, সিভিল ডিফেন্স উদ্ধার কাজ শুরু করেছে ৷ 200-র বেশি দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গা নিয়ে যাওয়া হয়েছে ৷ বন্য কবলিতদের জন্য ত্রান হিসাবে 582 কুইন্টাল চাল, 499 কুইন্টাল ডাল, 27 কুইন্টাল নুন ও 3 হাজার 140 লিটার সরষের তেল বিলি করা হয়েছে ৷

গুয়াহাটি, মে 31: একদিকে ঘূর্ণিঝড় রেমাল অন্যদিকে সময়ের আগে বর্ষা ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে ৷ রবিবার থেকে অনবরত বৃষ্টির জেরে অসমের বিভিন্ন নদী ও উপনদীতে বেড়েছে জলস্তর ৷ যার ফলে রাজ্যের বিভিন্ন জেলা চলে গিয়েছে জলের তলায় ৷ অসম বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, নয়টি জেলায় বন্যার কবলে পড়েছে ৷ বন্যা কবলিত জেলায় ভোগান্তির শিকার প্রায় 2 লাখ মানুষ ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷ বরাকের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে কপিলি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে গিয়েছে ৷ অসমের পাশাপাশি উত্তরপূর্বের জেলাগুলিতে আগামী পাঁচদিন অনবরত বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার ৷

রাজ্যের নগাঁও, হাইলাকান্দি, পশ্চিম কার্বি আংলং, করিমগঞ্জ, কাছাড়, হোজাই, গোলাঘাট, ডিমা-হাসাও এবং কার্বি আংলং জেলাগুলি বন্যার কবলে পড়েছে। নয়টি জেলার 386টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাছাড় জেলার 150টি এবং করিমগঞ্জ জেলার 100টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2 লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ যার মধ্যে রয়েছে করিমগঞ্জ জেলা ৷ সেখানে 36 হাজার 959 জন বন্যার কবলে পড়েছেন ৷ প্রায় 3 হাজার 239 হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে ৷ নয়টি জেলায় বন্যা কবলিতদের জন্য 110টি ত্রান শিবির তৈরি করা হয়েছে ৷ নিরাপদ আশ্রয়স্থলে রয়েছেন 35 হাজার 640 জন ৷ যার মধ্যে 10 জন অন্তঃসত্ত্বা মহিলা ও একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন ৷

ইতিমধ্যেই বন্যা কবলিতদের উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ এসডিআরএফ, অগ্নি ও এমারজেন্সি সার্ভিস, স্থানীয় প্রশাসন, সিভিল ডিফেন্স উদ্ধার কাজ শুরু করেছে ৷ 200-র বেশি দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গা নিয়ে যাওয়া হয়েছে ৷ বন্য কবলিতদের জন্য ত্রান হিসাবে 582 কুইন্টাল চাল, 499 কুইন্টাল ডাল, 27 কুইন্টাল নুন ও 3 হাজার 140 লিটার সরষের তেল বিলি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.