ETV Bharat / bharat

19-র ছায়ায় 24! বারাণসীতেই মোদি-গান্ধিনগরে শাহ, প্রার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর - Amit Shah

BJP Candidates for Lok sabha election 2024: 28 জন মহিলা ও 47 জন যুব প্রার্থী রেখে চব্বিশের ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ ৷ হেভিওয়েট প্রার্থীদের খুব বেশি বদল করা হল না ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 7:30 PM IST

Updated : Mar 2, 2024, 10:30 PM IST

প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, 2 মার্চ: উনিশের পথ ধরেই চব্বিশ ৷ লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বিজেপির বিশেষ চমক দেখা গেল না ৷ বিশেষ করে তিন হেভিওয়েট প্রার্থীর আসন বদলাচ্ছে না। প্রত্যাশা মতোই বারাণসী থেকেই ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরনো ছক বজায় রেখেই গুজরাতের গান্ধিনগর থেকেই প্রার্থী হলেন অমিত শাহ ৷ পাশাপাশি,যোগীরাজ্যের রাজধানী শহর লখনউ থেকেই প্রার্থী হলেন রাজনাথ সিং ৷ জোরদার একটি সরলরেখায় বিজেপির প্রার্থীতালিকার ত্রিফলায় থেকে গেলেন মোদি-শাহ-রাজনাথ ৷ বারাণসীতে প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা হতেই অকাল দীপাবলি যোগীরাজ্যে ৷ বাজি ফাটিয়ে আনন্দ জাহির করতে পিছু পা হলেন না বিজেপির কর্মী-সমর্থকদের ৷ তালিকা প্রকাশিত হওয়ার পর করে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনির সন্ধ্যায় প্রকাশিত প্রথম তালিকায় 195 জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি ৷ 195 জনের মধ্যে 34 জনই কেন্দ্রীয় মন্ত্রী ৷ শাহ-রাজনাথ ছাড়াও বদলের ছবি দেখা গেল না আমেঠী কেন্দ্রেও ৷ উনিশের মতোই মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠীর প্রার্থী ৷ অন্যদিকে, গতবারের মতোই মথুরা থেকে প্রার্থী হলেন সাংসদ হেমা মালিনী ৷ একইভাবে উনিশের মতো চব্বিশেও স্পিকার ওম বিরলা রাজস্থানের কোটা থেকে প্রার্থী হলেন ৷

এছাড়াও বিজেপির প্রার্থী তালিকায় যে মন্ত্রীদের নাম জ্বল জ্বল করল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য , কিরণ রিজিজু যিনি দক্ষিণ অরুণাচল থেকে প্রার্থী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা থেকে লড়বেন, অর্জুণ মুন্ডা ঝাড়খণ্ডের খুঁটি কেন্দ্র থেকে দাঁড়াবেন ৷ জ্যোতিরাদিত্যের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে বলা যায় উনিশের ভোটে গুনা কেন্দ্র থেকেই লড়েছিলেন জ্যোতিরাদিত্য ৷ এবার পার্থক্য দলে ৷ উনিশে সিন্ধিয়া ছিলেন কংগ্রেসে,চব্বিশে তিনি বিজেপিতে ৷

টান টান প্রার্থী তালিকায় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মোট 28 জন মহিলা ও 47 জন যুব প্রার্থীকে রেখেছে বিজেপি ৷ দুই পূর্ব মুখ্যমন্ত্রী ছাড়াও এসসি- 27, এসটি- 18, ওবিসি- 57 জনের নাম প্রথম তালিকায় থাকছে ৷ পূর্ব মুখ্যমন্ত্রীদের মধ্যে এবারে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের বিদিশা থেকে ও অসমের ডিব্রুগড় থেকে লড়বেন সর্বানন্দ সোনেওয়াল ৷

শনিবার প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওডা জানান, বিজেপি 370 এবং এনডিএ 400 পার সংকল্প নিয়ে দেশবাসীর সামনে যেতে হবে, এটাই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল ৷ ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রথম প্রার্থী তালিকায় সেই রণকৌশলের ছাপ স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা
  2. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
  3. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির

প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, 2 মার্চ: উনিশের পথ ধরেই চব্বিশ ৷ লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বিজেপির বিশেষ চমক দেখা গেল না ৷ বিশেষ করে তিন হেভিওয়েট প্রার্থীর আসন বদলাচ্ছে না। প্রত্যাশা মতোই বারাণসী থেকেই ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরনো ছক বজায় রেখেই গুজরাতের গান্ধিনগর থেকেই প্রার্থী হলেন অমিত শাহ ৷ পাশাপাশি,যোগীরাজ্যের রাজধানী শহর লখনউ থেকেই প্রার্থী হলেন রাজনাথ সিং ৷ জোরদার একটি সরলরেখায় বিজেপির প্রার্থীতালিকার ত্রিফলায় থেকে গেলেন মোদি-শাহ-রাজনাথ ৷ বারাণসীতে প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা হতেই অকাল দীপাবলি যোগীরাজ্যে ৷ বাজি ফাটিয়ে আনন্দ জাহির করতে পিছু পা হলেন না বিজেপির কর্মী-সমর্থকদের ৷ তালিকা প্রকাশিত হওয়ার পর করে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনির সন্ধ্যায় প্রকাশিত প্রথম তালিকায় 195 জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি ৷ 195 জনের মধ্যে 34 জনই কেন্দ্রীয় মন্ত্রী ৷ শাহ-রাজনাথ ছাড়াও বদলের ছবি দেখা গেল না আমেঠী কেন্দ্রেও ৷ উনিশের মতোই মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠীর প্রার্থী ৷ অন্যদিকে, গতবারের মতোই মথুরা থেকে প্রার্থী হলেন সাংসদ হেমা মালিনী ৷ একইভাবে উনিশের মতো চব্বিশেও স্পিকার ওম বিরলা রাজস্থানের কোটা থেকে প্রার্থী হলেন ৷

এছাড়াও বিজেপির প্রার্থী তালিকায় যে মন্ত্রীদের নাম জ্বল জ্বল করল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য , কিরণ রিজিজু যিনি দক্ষিণ অরুণাচল থেকে প্রার্থী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা থেকে লড়বেন, অর্জুণ মুন্ডা ঝাড়খণ্ডের খুঁটি কেন্দ্র থেকে দাঁড়াবেন ৷ জ্যোতিরাদিত্যের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে বলা যায় উনিশের ভোটে গুনা কেন্দ্র থেকেই লড়েছিলেন জ্যোতিরাদিত্য ৷ এবার পার্থক্য দলে ৷ উনিশে সিন্ধিয়া ছিলেন কংগ্রেসে,চব্বিশে তিনি বিজেপিতে ৷

টান টান প্রার্থী তালিকায় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মোট 28 জন মহিলা ও 47 জন যুব প্রার্থীকে রেখেছে বিজেপি ৷ দুই পূর্ব মুখ্যমন্ত্রী ছাড়াও এসসি- 27, এসটি- 18, ওবিসি- 57 জনের নাম প্রথম তালিকায় থাকছে ৷ পূর্ব মুখ্যমন্ত্রীদের মধ্যে এবারে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের বিদিশা থেকে ও অসমের ডিব্রুগড় থেকে লড়বেন সর্বানন্দ সোনেওয়াল ৷

শনিবার প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওডা জানান, বিজেপি 370 এবং এনডিএ 400 পার সংকল্প নিয়ে দেশবাসীর সামনে যেতে হবে, এটাই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল ৷ ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রথম প্রার্থী তালিকায় সেই রণকৌশলের ছাপ স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা
  2. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
  3. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির
Last Updated : Mar 2, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.