ETV Bharat / bharat

শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে - Jharkhand Hospital Fire

Fire breaks out at Jharkhand Hospital: ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদে এসএনএমএমসিএইচ হাসপাতালে আগুন লাগে ৷ ডায়ালিসিস বিভাগ থেকে আগুন ছড়িয়ে পড়ে স্ত্রী রোগ বিভাগেও ৷ যদিও হতাহতের খবর নেই ৷

ETV Bharat
ঝাড়খণ্ডের হাসপাতালে ভয়াবহ আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:56 AM IST

Updated : Mar 2, 2024, 9:50 AM IST

ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন

ধানবাদ, 2 মার্চ: সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন ৷ যদিও কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ রোগীরা সকলেই সুরক্ষিত আছে ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদে এসএনএমএমসিএইচ হাসপাতালে আগুন লাগে ৷ রাজ্যে এটিই সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ৷ প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলে ডায়ালিসিস বিভাগে আগুন লাগে ৷ সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে স্ত্রী রোগ বিভাগেও ৷ তড়িঘড়ি রোগীদের বের করে আনা হয় ৷

দ্রুত রোগীদের উদ্ধার করে আনার পাশাপাশি দমকলের দু'টি ইঞ্জিনও সময়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷ কীভাবে আগুন লেগেছিল, সেই কারণ স্পষ্ট নয় ৷ তবে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে ৷ রোগীদের আত্মীয়-পরিজনরা জানিয়েছেন, ডায়ালিসিস ওয়ার্ডের পাশেই স্ত্রী রোগীদের ওয়ার্ড রয়েছে ৷ সেখানে প্রায় 15 থেকে 20 জন রোগী চিকিৎসাধীন ছিলেন ৷ কয়েকজন রোগীকে হাসপাতালের বাইরে রাখা হয়েছে ৷ আর কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ধোঁয়া উপরের এনআইসিইউ ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ এর ফলে ওই ওয়ার্ডের শিশুদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷

গত বছর 28 জানুয়ারি ধানবাদের হাজরা ক্লিনিকে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ সেই অগ্নিকাণ্ডে এক চিকিৎসক দম্পতি-সহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয় ৷ ওই আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালটিতে আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা হত ৷ ওই ক্লিনিকেই ডাঃ বিকাশ হাজরা এবং তাঁর স্ত্রী প্রেমা হাজরা থাকতেন ৷ আনুমানির রাত 2টোর সময় আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলে স্টোররুমে আগুন লেগেছিল ৷ সেবার দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে চিকিৎসক দম্পতি, তাঁদের পরিচারিকা এবং অন্য দুই আত্মীয়ের মৃত্যু হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ এমনকী চিকিৎসক দম্পতির একটি পোষা কুকুরেরও মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা
  2. বাংলাদেশের বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত কমপক্ষে 43
  3. মহম্মদ আলিপার্কের কাছে তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন, মৃত চালক

ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন

ধানবাদ, 2 মার্চ: সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন ৷ যদিও কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ রোগীরা সকলেই সুরক্ষিত আছে ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদে এসএনএমএমসিএইচ হাসপাতালে আগুন লাগে ৷ রাজ্যে এটিই সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ৷ প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলে ডায়ালিসিস বিভাগে আগুন লাগে ৷ সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে স্ত্রী রোগ বিভাগেও ৷ তড়িঘড়ি রোগীদের বের করে আনা হয় ৷

দ্রুত রোগীদের উদ্ধার করে আনার পাশাপাশি দমকলের দু'টি ইঞ্জিনও সময়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷ কীভাবে আগুন লেগেছিল, সেই কারণ স্পষ্ট নয় ৷ তবে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে ৷ রোগীদের আত্মীয়-পরিজনরা জানিয়েছেন, ডায়ালিসিস ওয়ার্ডের পাশেই স্ত্রী রোগীদের ওয়ার্ড রয়েছে ৷ সেখানে প্রায় 15 থেকে 20 জন রোগী চিকিৎসাধীন ছিলেন ৷ কয়েকজন রোগীকে হাসপাতালের বাইরে রাখা হয়েছে ৷ আর কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ধোঁয়া উপরের এনআইসিইউ ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ এর ফলে ওই ওয়ার্ডের শিশুদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷

গত বছর 28 জানুয়ারি ধানবাদের হাজরা ক্লিনিকে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ সেই অগ্নিকাণ্ডে এক চিকিৎসক দম্পতি-সহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয় ৷ ওই আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালটিতে আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা হত ৷ ওই ক্লিনিকেই ডাঃ বিকাশ হাজরা এবং তাঁর স্ত্রী প্রেমা হাজরা থাকতেন ৷ আনুমানির রাত 2টোর সময় আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলে স্টোররুমে আগুন লেগেছিল ৷ সেবার দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে চিকিৎসক দম্পতি, তাঁদের পরিচারিকা এবং অন্য দুই আত্মীয়ের মৃত্যু হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ এমনকী চিকিৎসক দম্পতির একটি পোষা কুকুরেরও মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা
  2. বাংলাদেশের বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত কমপক্ষে 43
  3. মহম্মদ আলিপার্কের কাছে তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন, মৃত চালক
Last Updated : Mar 2, 2024, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.