ETV Bharat / bharat

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইটিভি ভারতের বরিষ্ঠ সাংবাদিক - ইটিভি ভারত

ETV Bharat Journalist Passes Away: হাসপাতালে চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইটিভি ভারতের বরিষ্ঠ সাংবাদিক মনোরঞ্জন সাহুর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 12:12 PM IST

ভুবনেশ্বর, 22 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইটিভি ভারতের সিনিয়র ভিডিয়ো সাংবাদিক মনোরঞ্জন সাহু ৷ শুক্রবার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 49 বছর ৷ 20 সেপ্টেম্বর 2020 থেকে ইটিভি ভারতে কর্মরত ছিলেন তিনি ৷ পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী এবং এক পুত্র ৷ মৃত্যু সংবাদ জানার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে । বরিষ্ঠ কর্মীকে হারিয়ে শোকসন্তপ্ত ইটিভি ভারত ৷

ইটিভি ভারতের এই বরিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে ওড়িশার মিডিয়া পরিবারের প্রতি সমবেদনা জানায় ৷ ওড়িশা বিজেপি টুইটারে লিখেছেন, "প্রয়াত সাহু ছিলেন মিষ্টিভাষী, পরোপকারী, জনপ্রিয় ভিডিয়ো সাংবাদিক । ইটিভি ভারতে কর্মরত এই সাংবাদিক কর্তব্যপরায়ণ ও সময়নিষ্ঠ ব্যক্তি ছিলেন । বিজেপির রাজ্য সভাপতি শ্রী মনমোহন সামল এবং বিরোধী দলের নেতা শ্রী জয়নারায়ণ মিশ্র এই বরিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ।

এই ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, "প্রবীণ ভিডিয়ো সাংবাদিক মনোরঞ্জন সাহুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । কর্তব্যে অত্যন্ত ন্যায়পরায়ণ, মিষ্টভাষী, ছিলেন তিনি । এই দুঃখজনক সময়ে তাঁর শোকাহত পরিবার এবং বন্ধুদের অসীম ধৈর্য দান করার জন্য ভগবান শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করছি ।"

আরও পড়ুন :

  1. ইটিভি ভারতের খবরের জের, আমূল বদলে গেল জাতীয় বক্সারের জীবন
  2. 26 বসন্ত পেরিয়েই থামল লেখনী ! দুর্ঘটনায় প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক
  3. ইটিভি ভারতের সাংবাদিক নিবেদিতা সুরজের শেষকৃত্য

ভুবনেশ্বর, 22 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইটিভি ভারতের সিনিয়র ভিডিয়ো সাংবাদিক মনোরঞ্জন সাহু ৷ শুক্রবার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 49 বছর ৷ 20 সেপ্টেম্বর 2020 থেকে ইটিভি ভারতে কর্মরত ছিলেন তিনি ৷ পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী এবং এক পুত্র ৷ মৃত্যু সংবাদ জানার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে । বরিষ্ঠ কর্মীকে হারিয়ে শোকসন্তপ্ত ইটিভি ভারত ৷

ইটিভি ভারতের এই বরিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে ওড়িশার মিডিয়া পরিবারের প্রতি সমবেদনা জানায় ৷ ওড়িশা বিজেপি টুইটারে লিখেছেন, "প্রয়াত সাহু ছিলেন মিষ্টিভাষী, পরোপকারী, জনপ্রিয় ভিডিয়ো সাংবাদিক । ইটিভি ভারতে কর্মরত এই সাংবাদিক কর্তব্যপরায়ণ ও সময়নিষ্ঠ ব্যক্তি ছিলেন । বিজেপির রাজ্য সভাপতি শ্রী মনমোহন সামল এবং বিরোধী দলের নেতা শ্রী জয়নারায়ণ মিশ্র এই বরিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ।

এই ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, "প্রবীণ ভিডিয়ো সাংবাদিক মনোরঞ্জন সাহুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । কর্তব্যে অত্যন্ত ন্যায়পরায়ণ, মিষ্টভাষী, ছিলেন তিনি । এই দুঃখজনক সময়ে তাঁর শোকাহত পরিবার এবং বন্ধুদের অসীম ধৈর্য দান করার জন্য ভগবান শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করছি ।"

আরও পড়ুন :

  1. ইটিভি ভারতের খবরের জের, আমূল বদলে গেল জাতীয় বক্সারের জীবন
  2. 26 বসন্ত পেরিয়েই থামল লেখনী ! দুর্ঘটনায় প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক
  3. ইটিভি ভারতের সাংবাদিক নিবেদিতা সুরজের শেষকৃত্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.