পুলওয়ামা, 3 জুন: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা ৷ সোমবার সকালে পুলওয়ামার নিহামা এলাকায় শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এনকাউন্টারের কথা জানান হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফে ৷
সূত্রের খবর, এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা ও স্থানীয় পুলিশের যৌথ বাহিনী ৷ নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ ফলে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ শেষ পাওয়া তথ্যের ভিত্তিতে, ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে এলাকায় এখনও এনকাউন্টার চলছে ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশিও ৷
সাম্প্রতিক সময়ে নতুন করে নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ৷ সম্প্রতি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুপওয়ারায় তল্লাশি অভিযান চালায় সেনা-স্থানীয় পুলিশের যৌথ বাহিনী ৷ সেই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন কোট নালা' ৷ অভিযানে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি এবং যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজনীয় এমন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিরাপত্তাবাহিনী ৷ ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে চিনার কর্পস্ ৷ ওই পোস্টে জানান হয়, কুপওয়ারা, আওরার ঘন জঙ্গল এলাকায় অত্যাধুনিক এই সমস্ত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা ৷ ভারতে কোনও বড়সড় আক্রমণের জন্য এই চেষ্টা চলছিল বলে অনুমান নিরাপত্তাবাহিনীর ৷
অন্যদিকে, গত 6 মে কুলগামের এনকাউন্টারে 4 জঙ্গিকে খতম করে সেনাবাহিনী ৷ নিরাপত্তাবাহিনীর তরফে সেই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন রেদওয়ানি পাইন' ৷ এই বিষয়ে এক্স হ্যান্ডেলের পোস্টে চিনার কর্পস্ জানায়, "জঙ্গিদের খোঁজে কুলগামের রেদওয়ানি পাইন এলাকায় প্রায় 40 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় ৷ দীর্ঘ অভিযানের পর 4 জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী ৷" ঘটনাস্থাল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান হয় সেনার তরফে ৷