ETV Bharat / bharat

হিমাচলের তাশিগাংগে বিশ্বের সর্বোচ্চ নির্বাচনী বুথ, ভোটার সংখ্যা 62 - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লাহৌল-স্পিতি জেলার কাজা মহকুমার তাশিগাংগের বুথে ভোটার সংখ্যা মোটে 62 জন ৷ এই বুথটি হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার মান্ডি লোকসভার অন্তর্গত ৷ এই বুথটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ৷

ETV BHARAT
লাহৌল-স্পিতির তাশিগাংগ বুথ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 2:35 PM IST

তাশিগাংগ (হিমাচল প্রদেশ), 1 জুন: হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার কাজা মহকুমায় 29টি বুথ রয়েছে ৷ তার একটি বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন প্রেম লাল ৷ তিনি যে কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, সেটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি নির্বাচন কেন্দ্র ৷ যে এলাকায় এই নির্বাচন হচ্ছে, সেই জায়গার নাম তাশিগাংগ ৷ এই বুথের মোট ভোটার সংখ্যা মাত্র 62 জন ৷ তাও আবার দু’টি গ্রাম মিলিয়ে ৷

বৃহস্পতিবার সকালে লাহৌল-স্পিতির মহকুমা দফতরে পৌঁছান প্রিসাইডিং অফিসার প্রেম লাল, সেই সময় কনকনে ঠান্ডা হাওয়া বইছিল, সঙ্গে চড়া রোদ ৷ তীব্র ঠান্ডার মধ্যেই চোখে রোদ-চশমা পরে ঘুরতে হচ্ছে সকলকে ৷ আর সেখানেই মহকুমা শাসক বান্ডিল করা কাগজ খুলে প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের নাম ডাকছিলেন, আর তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন ৷ প্রেম লাল এবং তাঁর পাঁচ সঙ্গীকে তাশিগাংগের বুথে দায়িত্ব দেওয়া হয় ৷ হিমাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়ের কোলে একটি গ্রাম হল তাশিগাংগ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত ৷ আর এই গ্রামে যে কেন্দ্রে ভোট হয়, সেটি বিশ্বের সর্বোচ্চ নির্বাচনী বুথ বলে পরিচিত ৷

মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই স্পিতি উপত্য়কা ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত ৷ এই মান্ডি লোকসভা হিমাচলের চারটি কেন্দ্রের মধ্যে একটি ৷ এমনকি দেশের 543টি লোকসভার মধ্যে দ্বিতীয় সর্ব বৃহৎ লোকসভা কেন্দ্র এটি ৷ উল্লেখ্য, এই মান্ডি কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ৷ উল্লেখ্য, তাশিগাংগ গ্রামের এই বুথের মোট ভোটার সংখ্যা মাত্র 62 জন ৷ তাও আবার দু’টি গ্রাম মিলিয়ে ৷ তাশিগাংগ ও গেটে গ্রামের ভোটাররা এখানে ভোটদান করেন ৷

কাজা মহকুমা থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লাগে এই গ্রামে পৌঁছাতে ৷ কাজা মহকুমা দফতর থেকে পাহাড়ে গা-বেয়ে উঠে যাওয়া রাস্তা ধরে সেখানে পৌঁছাতে হয় ৷ গ্রামটি কাজা মহকুমা দফতরের সামনে পাহাড়ের উলটোদিকে অবস্থিত ৷ তীব্র ঠান্ডা হাওয়ার মধ্যে সরু পাহাড়ি রাস্তা দিয়ে গ্রামে পৌঁছাতে হয় ৷ তবে, প্রেম লাল এবং তাঁর বাকি পাঁচ সদস্যের জন্য তাশিগাংগ গ্রামের বুথে নির্বাচনী দায়িত্ব পালন করা সম্মানের ৷ এমনটাই জানিয়েছেন, তাঁরা ৷ যেখানে নির্বাচনকে নিয়ে নেই কোনও হিংসা বা কড়াকড়ি ৷ গ্রামবাসীরা নিজেদের মতো করে এসে একে একে নাগরিক কর্তব্য পালন করেন সেখানে ৷

তাশিগাংগ (হিমাচল প্রদেশ), 1 জুন: হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার কাজা মহকুমায় 29টি বুথ রয়েছে ৷ তার একটি বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন প্রেম লাল ৷ তিনি যে কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, সেটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি নির্বাচন কেন্দ্র ৷ যে এলাকায় এই নির্বাচন হচ্ছে, সেই জায়গার নাম তাশিগাংগ ৷ এই বুথের মোট ভোটার সংখ্যা মাত্র 62 জন ৷ তাও আবার দু’টি গ্রাম মিলিয়ে ৷

বৃহস্পতিবার সকালে লাহৌল-স্পিতির মহকুমা দফতরে পৌঁছান প্রিসাইডিং অফিসার প্রেম লাল, সেই সময় কনকনে ঠান্ডা হাওয়া বইছিল, সঙ্গে চড়া রোদ ৷ তীব্র ঠান্ডার মধ্যেই চোখে রোদ-চশমা পরে ঘুরতে হচ্ছে সকলকে ৷ আর সেখানেই মহকুমা শাসক বান্ডিল করা কাগজ খুলে প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের নাম ডাকছিলেন, আর তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন ৷ প্রেম লাল এবং তাঁর পাঁচ সঙ্গীকে তাশিগাংগের বুথে দায়িত্ব দেওয়া হয় ৷ হিমাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়ের কোলে একটি গ্রাম হল তাশিগাংগ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত ৷ আর এই গ্রামে যে কেন্দ্রে ভোট হয়, সেটি বিশ্বের সর্বোচ্চ নির্বাচনী বুথ বলে পরিচিত ৷

মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই স্পিতি উপত্য়কা ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত ৷ এই মান্ডি লোকসভা হিমাচলের চারটি কেন্দ্রের মধ্যে একটি ৷ এমনকি দেশের 543টি লোকসভার মধ্যে দ্বিতীয় সর্ব বৃহৎ লোকসভা কেন্দ্র এটি ৷ উল্লেখ্য, এই মান্ডি কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ৷ উল্লেখ্য, তাশিগাংগ গ্রামের এই বুথের মোট ভোটার সংখ্যা মাত্র 62 জন ৷ তাও আবার দু’টি গ্রাম মিলিয়ে ৷ তাশিগাংগ ও গেটে গ্রামের ভোটাররা এখানে ভোটদান করেন ৷

কাজা মহকুমা থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লাগে এই গ্রামে পৌঁছাতে ৷ কাজা মহকুমা দফতর থেকে পাহাড়ে গা-বেয়ে উঠে যাওয়া রাস্তা ধরে সেখানে পৌঁছাতে হয় ৷ গ্রামটি কাজা মহকুমা দফতরের সামনে পাহাড়ের উলটোদিকে অবস্থিত ৷ তীব্র ঠান্ডা হাওয়ার মধ্যে সরু পাহাড়ি রাস্তা দিয়ে গ্রামে পৌঁছাতে হয় ৷ তবে, প্রেম লাল এবং তাঁর বাকি পাঁচ সদস্যের জন্য তাশিগাংগ গ্রামের বুথে নির্বাচনী দায়িত্ব পালন করা সম্মানের ৷ এমনটাই জানিয়েছেন, তাঁরা ৷ যেখানে নির্বাচনকে নিয়ে নেই কোনও হিংসা বা কড়াকড়ি ৷ গ্রামবাসীরা নিজেদের মতো করে এসে একে একে নাগরিক কর্তব্য পালন করেন সেখানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.