ETV Bharat / bharat

স্বাধীন ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা, এক নজরে...

Kanchanjungha Express Train Accident: ফের এক প্রাণঘাতী রেল দুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী ৷ আজ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি ৷ তবে, শুধু এই একটি ঘটনা নয় ৷ এমন একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকে ভারতবাসী ৷ যেখানে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ অতীতের পাতা উলটে এমন কয়েকটি রেল দুর্ঘটনাকে ফিরে দেখল ইটিভি ভারত ৷

ETV BHARAT
ফিরে দেখা ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ের প্রাণঘাতী রেল দুর্ঘটনা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 5:10 PM IST

Updated : Oct 11, 2024, 10:30 PM IST

নয়াদিল্লি, 17 জুন: বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক হল ভারত ৷ যেখানে নিত্যদিন কোটি কোটি মানুষের রুজি রুটি নির্ভর করে ভারতীয় রেলের উপর ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে ভারতীয় রেলে প্রাণঘাতী দুর্ঘটনার পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়েছে ৷ স্বাধীনতার পরপর হাতেগোনা দু-একটি ঘটনা ঘটলেও, একবিংশ শতকে ভয়াবহ রেল দুর্ঘটনার সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে ৷ স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতীয় রেলের সেই সব প্রাণঘাতী রেল দুর্ঘটনা ফিরে দেখলাম আমরা ৷

Train Accident
স্বাধীন ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা (ইটিভি ভারত)
  • 1954 সাল, 28 সেপ্টেম্বর: মাদ্রাজ থেকে দিল্লিগামী এক্সপ্রেস ট্রেন ব্রিজ ভেঙে লাইনচ্যুত হয় ৷ সেই ঘটনায় মোট 137 জন প্রাণ হারান, আহত হন 100 জন ৷
  • 1965 সাল, 23 নভেম্বর: অতিরিক্ত বৃষ্টিতে মারুদিয়ার নদীতে প্লাবনের জেরে ভেঙে পড়ে রেল ব্রিজ ৷ সেই সময় একটি ট্রেন সেই রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল ৷ সেটিও নদীতে পড়ে যায় ৷ ভয়াবহ সেই দুর্ঘটনায় কমপক্ষে 154 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছিলেন 115 জন ৷
  • 1981 সাল, 6 জুন: এই দিনে ভারতের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় 800 জনেরও বেশি মানুষ প্রাণ হারান ৷ বিহারে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গিয়েছিল ৷
  • 1988 সাল, 8 জুলাই: দক্ষিণ ভারতের কুইলনের কাছে বর্ষার কারণে ফুলে-ফেঁপে ওঠা হ্রদে একটি এক্সপ্রেস ট্রেন ডুবে যায় ৷ ঘটনায় কমপক্ষে 106 জন নিহত হন ৷ 8 জুলাই, 1988 সালে পেরুমান রেল দুর্ঘটনা ঘটে ৷ যেখানে কেরালার অষ্টমুদি হ্রদের উপর পেরুমান সেতুতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনের 10টি বগি জলে পড়ে যায় ৷
  • 1995 সাল, 20 অগস্ট: দিল্লি থেকে 200 কিলোমিটার দুরে দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত 350 জন মারা যান ৷ ফিরোজাবাদ রেল দুর্ঘটনায় নামে পরিচিত এটি ৷ সেদিন রাত 2টো 55 মিনিটে পুরী থেকে আসা পুরুষত্তম এক্সপ্রেস, দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসকে পিছন থেকে 70 কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে ধাক্কা মারে ৷ উল্লেখ্য, কালিন্দী এক্সপ্রেস তার আগে একটি নীলগাইকে ধাক্কা মারায় ব্রেক নষ্ট হয়ে যায় ৷ ফলে সেটি মাঝপথে দাঁড়িয়ে যায় ৷
  • 1999 সাল, 2 অগস্ট: গাইসাল ট্রেন দুর্ঘটনা ৷ একলাইনে দু’টি ট্রেন চলে আসে ৷ আর তার জেরে সংঘর্ষে 285 জনের মৃত্যু হয় ৷ পশ্চিমবঙ্গে গাইসাল স্টেশনে 2500 যাত্রী নিয়ে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল ৷ পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, সিগন্যালিংয়ের গণ্ডগোলের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছিল ৷
  • 2002 সাল, 10 সেপ্টেম্বর: বিহারের রফিগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ৷ ব্রিজ দিয়ে যাওয়ার সময় বেলাইন হয়ে ধাভে নদীতে পড়ে গিয়েছিল হাওড়া-রাজধানী এক্সপ্রেস ৷ এ ঘটনায় মৃত্যু হয় প্রায় 130 জনের ৷
  • 2005 সাল, 29 অক্টোবর: অন্ধ্রপ্রদেশের ভেলুগোন্ডার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় ৷ যে ঘটনায় 77 জনের প্রাণ হারায় ৷
  • 2011 সাল, 10 জুলাই: ফতেপুরে হাওড়া-কালকা মেল ট্রেন লাইনচ্যুত হয় ৷ সেই দুর্ঘটনায় 70 জনের মৃত্যু হয় ৷ আহত হন তিনশোর বেশি মানুষ ৷ পরবর্তী সময়ে জানা যায়, ট্রেনের এসি কোচে আগুন দেখা গিয়েছিল ৷
  • 2012 সাল, 22 মে: অন্ধ্রপ্রদেশের কাছে একটি কার্গো ট্রেন ও হুবলি-ব্যাঙ্গালোর হাম্পি এক্সপ্রেসের সংঘর্ষে 25 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় 43 জন আহত হন ৷
  • 2014 সাল, 26 মে: উত্তরপ্রদেশের সন্ত কবির নগর এলাকায়, গোরখপুর গামী গোরখধাম এক্সপ্রেস, খলিলাবাদ স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে ৷ ঘটনায় 25 জনের মৃত্যু হয় এবং পঞ্চাশের বেশি যাত্রী আহত হন ৷
  • 2016 সাল, 20 নভেম্বর: উত্তরপ্রদেশের কানপুরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ যে ঘটনায় 146 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছিল ৷ ভোররাত 3 টে 10 মিনিটে ঘটনাটি ঘটে ৷
  • 2017 সাল, 21 জানুয়ারি: অন্ধ্রপ্রদেশে জগদ্দল থেকে ভুবনেশ্বরগামী হীরাখন্ড এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে 41 জন প্রাণ হারায় ৷
  • 2017 সাল, 19 অগস্ট: মুজফ্ফরনগরে পুরী-হরিদ্বার উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ ঘটনায় 23 জন প্রাণ হারান, আহত হন ষাটের বেশি ৷ সন্ধে 5টা 45 মিনিটে ট্রেনের 23টি বগির মধ্যে 14টি বগি লাইনচ্যুত হয়েছিল ৷
  • 2017 সাল, 23 অগস্ট: উত্তরপ্রদেশের আউরিয়ার কাছে দিল্লিগামী কইফিয়ত এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয় ৷ ঘটনায় 70 জন আহত হন ৷ জানা যায়, রেল লাইনের উপর একটি ট্রাক আটকে যায় ৷ সেই সময় কইফিয়ত এক্সপ্রেস সেখান দিয়ে যাচ্ছিল ৷ ফলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন-সহ 10টি বগি লাইনচ্যুত হয় ৷
  • 2018 সাল, অক্টোবর: পঞ্জাবের অমৃতসরে দশেরার দিন রাবণ দহনের সময় রেললাইনের উপরে কয়েকশো মানুষ উঠে পড়েছিলেন ৷ সেই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন প্রায় 90 কিলোমিটার গতিবেগে পাস করছিল ৷ হঠাৎই ট্রেন চলে আসায় 59 জন কাটা পড়েন এবং 57 জন আহত হন ৷ পরবর্তী সময়ে জানা যায়, ট্রেনের টেল লাইট খারাপ হয়ে গিয়েছিল ৷ ফলে চালক দুর থেকে লাইনের উপর থাকা ভিড়কে দেখতে পাননি ৷ রাবণ দহনের সময় আগুন থেকে বাঁচতে লোকজন মাঠ থেকে রেললাইনের উপরে উঠে এসেছিল ৷
  • 2023 সাল, 2 জুন: সাম্প্রতিক সময়ে ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ ৷ যেখানে তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে কমপক্ষে 296 জনের মৃত্যু হয় ৷ আহত হন 1200’র বেশি লোক ৷ বালাসোর জংশন ছেড়ে ট্রেন বাহানাগা বাজার স্টেশন পেরোতেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, করমণ্ডল এক্সপ্রেসের লাইন বদলে দেওয়া হয়েছিল ৷ ফলে সেটি সাইড লাইনে ঢুকে পরে ও দাঁড়িয়ে থাকা মালগাড়িতে পিছন থেকে ধাক্কা মারে ৷ অতিরিক্ত গতি থাকার কারণে 21টি বগি লাইনচ্যুত হয় ৷ দুর্ঘটনার সময় পাশের লাইন দিয়ে বেঙ্গালুরু-হাওড়া এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস যাচ্ছিল ৷ করমণ্ডলের লাইনচ্যুত কয়েকটি বগি এসএমভিটি সুপারফাস্টের পিছনের কয়েকটি বগিতে ধাক্কা মারে ৷
  • 2023 সাল, 23 সেপ্টেম্বর: তিরুচিরাপল্লী-শ্রী গঙ্গানগর হামসফর এসএফ এক্সপ্রেস ভালসাড় রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইওজি ও বি-ওয়ান কোচে আগুন লেগে যায় ৷
  • 2023 সাল, 25 অগস্ট: লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে আগুন লাগে ৷ মাদুরাই জংশনের কাছে দাঁড়িয়ে থাকা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে আগুন লেগে অন্তত 9 জন যাত্রী মারা যায় এবং 20 জন আহত হয় ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীরা ট্রেনে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন ৷ সেখান থেকেই আগুন ধরে যায় ৷
  • 2024 সাল, 17 জুন: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাঙ্গাপানিতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ৷ যে ঘটনায় চালক-সহ অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন ৷ কমপক্ষে 25 জন আহত হয়েছেন ৷

নয়াদিল্লি, 17 জুন: বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক হল ভারত ৷ যেখানে নিত্যদিন কোটি কোটি মানুষের রুজি রুটি নির্ভর করে ভারতীয় রেলের উপর ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে ভারতীয় রেলে প্রাণঘাতী দুর্ঘটনার পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়েছে ৷ স্বাধীনতার পরপর হাতেগোনা দু-একটি ঘটনা ঘটলেও, একবিংশ শতকে ভয়াবহ রেল দুর্ঘটনার সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে ৷ স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতীয় রেলের সেই সব প্রাণঘাতী রেল দুর্ঘটনা ফিরে দেখলাম আমরা ৷

Train Accident
স্বাধীন ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা (ইটিভি ভারত)
  • 1954 সাল, 28 সেপ্টেম্বর: মাদ্রাজ থেকে দিল্লিগামী এক্সপ্রেস ট্রেন ব্রিজ ভেঙে লাইনচ্যুত হয় ৷ সেই ঘটনায় মোট 137 জন প্রাণ হারান, আহত হন 100 জন ৷
  • 1965 সাল, 23 নভেম্বর: অতিরিক্ত বৃষ্টিতে মারুদিয়ার নদীতে প্লাবনের জেরে ভেঙে পড়ে রেল ব্রিজ ৷ সেই সময় একটি ট্রেন সেই রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল ৷ সেটিও নদীতে পড়ে যায় ৷ ভয়াবহ সেই দুর্ঘটনায় কমপক্ষে 154 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছিলেন 115 জন ৷
  • 1981 সাল, 6 জুন: এই দিনে ভারতের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় 800 জনেরও বেশি মানুষ প্রাণ হারান ৷ বিহারে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গিয়েছিল ৷
  • 1988 সাল, 8 জুলাই: দক্ষিণ ভারতের কুইলনের কাছে বর্ষার কারণে ফুলে-ফেঁপে ওঠা হ্রদে একটি এক্সপ্রেস ট্রেন ডুবে যায় ৷ ঘটনায় কমপক্ষে 106 জন নিহত হন ৷ 8 জুলাই, 1988 সালে পেরুমান রেল দুর্ঘটনা ঘটে ৷ যেখানে কেরালার অষ্টমুদি হ্রদের উপর পেরুমান সেতুতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনের 10টি বগি জলে পড়ে যায় ৷
  • 1995 সাল, 20 অগস্ট: দিল্লি থেকে 200 কিলোমিটার দুরে দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত 350 জন মারা যান ৷ ফিরোজাবাদ রেল দুর্ঘটনায় নামে পরিচিত এটি ৷ সেদিন রাত 2টো 55 মিনিটে পুরী থেকে আসা পুরুষত্তম এক্সপ্রেস, দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসকে পিছন থেকে 70 কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে ধাক্কা মারে ৷ উল্লেখ্য, কালিন্দী এক্সপ্রেস তার আগে একটি নীলগাইকে ধাক্কা মারায় ব্রেক নষ্ট হয়ে যায় ৷ ফলে সেটি মাঝপথে দাঁড়িয়ে যায় ৷
  • 1999 সাল, 2 অগস্ট: গাইসাল ট্রেন দুর্ঘটনা ৷ একলাইনে দু’টি ট্রেন চলে আসে ৷ আর তার জেরে সংঘর্ষে 285 জনের মৃত্যু হয় ৷ পশ্চিমবঙ্গে গাইসাল স্টেশনে 2500 যাত্রী নিয়ে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল ৷ পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, সিগন্যালিংয়ের গণ্ডগোলের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছিল ৷
  • 2002 সাল, 10 সেপ্টেম্বর: বিহারের রফিগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ৷ ব্রিজ দিয়ে যাওয়ার সময় বেলাইন হয়ে ধাভে নদীতে পড়ে গিয়েছিল হাওড়া-রাজধানী এক্সপ্রেস ৷ এ ঘটনায় মৃত্যু হয় প্রায় 130 জনের ৷
  • 2005 সাল, 29 অক্টোবর: অন্ধ্রপ্রদেশের ভেলুগোন্ডার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় ৷ যে ঘটনায় 77 জনের প্রাণ হারায় ৷
  • 2011 সাল, 10 জুলাই: ফতেপুরে হাওড়া-কালকা মেল ট্রেন লাইনচ্যুত হয় ৷ সেই দুর্ঘটনায় 70 জনের মৃত্যু হয় ৷ আহত হন তিনশোর বেশি মানুষ ৷ পরবর্তী সময়ে জানা যায়, ট্রেনের এসি কোচে আগুন দেখা গিয়েছিল ৷
  • 2012 সাল, 22 মে: অন্ধ্রপ্রদেশের কাছে একটি কার্গো ট্রেন ও হুবলি-ব্যাঙ্গালোর হাম্পি এক্সপ্রেসের সংঘর্ষে 25 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় 43 জন আহত হন ৷
  • 2014 সাল, 26 মে: উত্তরপ্রদেশের সন্ত কবির নগর এলাকায়, গোরখপুর গামী গোরখধাম এক্সপ্রেস, খলিলাবাদ স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে ৷ ঘটনায় 25 জনের মৃত্যু হয় এবং পঞ্চাশের বেশি যাত্রী আহত হন ৷
  • 2016 সাল, 20 নভেম্বর: উত্তরপ্রদেশের কানপুরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ যে ঘটনায় 146 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছিল ৷ ভোররাত 3 টে 10 মিনিটে ঘটনাটি ঘটে ৷
  • 2017 সাল, 21 জানুয়ারি: অন্ধ্রপ্রদেশে জগদ্দল থেকে ভুবনেশ্বরগামী হীরাখন্ড এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে 41 জন প্রাণ হারায় ৷
  • 2017 সাল, 19 অগস্ট: মুজফ্ফরনগরে পুরী-হরিদ্বার উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ ঘটনায় 23 জন প্রাণ হারান, আহত হন ষাটের বেশি ৷ সন্ধে 5টা 45 মিনিটে ট্রেনের 23টি বগির মধ্যে 14টি বগি লাইনচ্যুত হয়েছিল ৷
  • 2017 সাল, 23 অগস্ট: উত্তরপ্রদেশের আউরিয়ার কাছে দিল্লিগামী কইফিয়ত এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয় ৷ ঘটনায় 70 জন আহত হন ৷ জানা যায়, রেল লাইনের উপর একটি ট্রাক আটকে যায় ৷ সেই সময় কইফিয়ত এক্সপ্রেস সেখান দিয়ে যাচ্ছিল ৷ ফলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন-সহ 10টি বগি লাইনচ্যুত হয় ৷
  • 2018 সাল, অক্টোবর: পঞ্জাবের অমৃতসরে দশেরার দিন রাবণ দহনের সময় রেললাইনের উপরে কয়েকশো মানুষ উঠে পড়েছিলেন ৷ সেই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন প্রায় 90 কিলোমিটার গতিবেগে পাস করছিল ৷ হঠাৎই ট্রেন চলে আসায় 59 জন কাটা পড়েন এবং 57 জন আহত হন ৷ পরবর্তী সময়ে জানা যায়, ট্রেনের টেল লাইট খারাপ হয়ে গিয়েছিল ৷ ফলে চালক দুর থেকে লাইনের উপর থাকা ভিড়কে দেখতে পাননি ৷ রাবণ দহনের সময় আগুন থেকে বাঁচতে লোকজন মাঠ থেকে রেললাইনের উপরে উঠে এসেছিল ৷
  • 2023 সাল, 2 জুন: সাম্প্রতিক সময়ে ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ ৷ যেখানে তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে কমপক্ষে 296 জনের মৃত্যু হয় ৷ আহত হন 1200’র বেশি লোক ৷ বালাসোর জংশন ছেড়ে ট্রেন বাহানাগা বাজার স্টেশন পেরোতেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, করমণ্ডল এক্সপ্রেসের লাইন বদলে দেওয়া হয়েছিল ৷ ফলে সেটি সাইড লাইনে ঢুকে পরে ও দাঁড়িয়ে থাকা মালগাড়িতে পিছন থেকে ধাক্কা মারে ৷ অতিরিক্ত গতি থাকার কারণে 21টি বগি লাইনচ্যুত হয় ৷ দুর্ঘটনার সময় পাশের লাইন দিয়ে বেঙ্গালুরু-হাওড়া এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস যাচ্ছিল ৷ করমণ্ডলের লাইনচ্যুত কয়েকটি বগি এসএমভিটি সুপারফাস্টের পিছনের কয়েকটি বগিতে ধাক্কা মারে ৷
  • 2023 সাল, 23 সেপ্টেম্বর: তিরুচিরাপল্লী-শ্রী গঙ্গানগর হামসফর এসএফ এক্সপ্রেস ভালসাড় রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইওজি ও বি-ওয়ান কোচে আগুন লেগে যায় ৷
  • 2023 সাল, 25 অগস্ট: লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে আগুন লাগে ৷ মাদুরাই জংশনের কাছে দাঁড়িয়ে থাকা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে আগুন লেগে অন্তত 9 জন যাত্রী মারা যায় এবং 20 জন আহত হয় ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীরা ট্রেনে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন ৷ সেখান থেকেই আগুন ধরে যায় ৷
  • 2024 সাল, 17 জুন: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাঙ্গাপানিতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ৷ যে ঘটনায় চালক-সহ অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন ৷ কমপক্ষে 25 জন আহত হয়েছেন ৷
Last Updated : Oct 11, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.