ETV Bharat / bharat

প্রথম নির্বাচনী লড়াই, ওয়েনাড়ে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা - PRIYANKA GANDHI VADRA

রাহুল গান্ধির ছেড়ে দেওয়া ওয়েনাড় লোকসভা আসনে প্রার্থী বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এটাই তাঁর প্রথম নির্বাচনী লড়াই ৷ বুধবার মনোনয়ন জমা দিলেন তিনি ৷

Priyanka Gandhi Vadra
মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 12:50 PM IST

Updated : Oct 23, 2024, 1:44 PM IST

ওয়েনাড়, 23 অক্টোবর: নির্বাচনী ময়দানে অভিষেক হল রাজীব-তনয়া প্রিয়াঙ্কার ৷ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে জীবনের প্রথম নির্বাচন লড়ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ বরাবর দাদা রাহুলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন ৷ এবার তিনিই প্রার্থী ৷ বুধবার দুপুরে মেগা রোড শোয়ের পর কালেক্টরের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁর সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধি, দাদা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ওয়েনাড় উপ-নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী নব্যা হরিদাস এবং এলডিএফ জোটের সত্থ্যান মোকেরি ৷

এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, "মানুষ আমাদের অনেক ভালোবাসা দিয়েছে ৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ ৷" এদিন নির্বাচনী রোড শোয়ে তিনি বলেন, "35 বছর ধরে আমি বিভিন্ন নির্বাচনের জন্য প্রচার করেছি ৷ এটাই প্রথম বার, আমি আমার জন্য আপনাদের সমর্থন চাইছি ৷" গতকাল রাতে মা সোনিয়াকে নিয়ে ওয়েনাড়ের পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধি ৷ তখনই তাঁকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোড শোয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ইটিভি ভারত)

গত 15 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করে, ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 13 নভেম্বর ৷ এই গুরুত্বপূর্ণ সময়ে প্রিয়াঙ্কার পাশে থাকতে এদিন সকালেই হেলিকপ্টারে ওয়েনাড় পৌঁছন এই লোকসভারই প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ৷

এদিন সকালেই ওয়েনাড়ের রিসর্টে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন প্রিয়াঙ্কা ৷ তারপর তাঁকে নিয়ে মেগা রোড শো করেন দাদা রাহুল গান্ধি ৷ এই রোড শোয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা, তাঁদের ছেলে রাইহান বঢরাকেও দেখা গিয়েছে ৷ ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, আমেঠির লোকসভা সাংসদ কিশোরীলাল শর্মা এবং কংগ্রেসের অন্য নেতারা ৷ কংগ্রেসের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) কর্মী-সমর্থক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-এর (আইইউএমএল) পতাকাও দেখা যায় রোড শো ৷ শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের বহু মানুষ রাহুল ও প্রিয়াঙ্কাকে স্বাগত জানান ৷

Priyanka Gandhi Vadra
মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম শক্তিশালী কেন্দ্র আমেঠি থেকে প্রিয়াঙ্কা গান্ধির প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও, তা বাস্তবায়িত হয়নি ৷ সেখানে প্রার্থী হন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল এবং তিনি জয়ী হন ৷ অন্যদিকে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং দক্ষিণে কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তখন তাঁর জন্য নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ দু'টি কেন্দ্র থেকেই রাহুল বিপুল ভোটে জয়ী হন ৷ তাছাড়া 2019 সালের লোকসভা নির্বাচনেও রাহুল গান্ধি ওয়েনাড় থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন ৷ তাই ওয়েনাড় যে কংগ্রেস তথা গান্ধি পরিবারের শক্তিশালী ঘাঁটি তা বলাই যায় ৷

পরে রাহুল গান্ধি ওয়েনাড় কেন্দ্র থেকে ইস্তফা দেন এবং রায়বরেলি আসনটি রেখে দেন ৷ ফলে ফাঁকা হয়ে যায় তাঁর প্রিয় ওয়েনাড় ৷ তখনই জল্পনা ছিল যে, দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ 17 জুন একটি সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা নির্বাচন লড়বেন প্রিয়াঙ্কা ৷ রাহুল গান্ধিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷

সেই সময় সাংবাদিকরা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন আপনার কি নার্ভাস লাগছে ? কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দেন, "আমি নার্ভাস নই, আমি ওয়েনাড়ের প্রতিনিধিত্ব করতে পারব ৷ এটা ভেবে আমার আনন্দ হচ্ছে ৷ ওয়েনাড়বাসীদের রাহুল গান্ধির অনুপস্থিতি আমি কোনওভাবেই অনুভব করতে দেব না ৷ রায়বরেলির সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ৷ সেখানে 20 বছর কাজ করেছি ৷ সেই সম্পর্ক কখনওই ভাঙবে না ৷" এই সময় দাদা রাহুল বলেন, "বলা যায়, দু'টি কেন্দ্র দু-দু'জন সাংসদ পাবেন ৷"

ওয়েনাড়, 23 অক্টোবর: নির্বাচনী ময়দানে অভিষেক হল রাজীব-তনয়া প্রিয়াঙ্কার ৷ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে জীবনের প্রথম নির্বাচন লড়ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ বরাবর দাদা রাহুলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন ৷ এবার তিনিই প্রার্থী ৷ বুধবার দুপুরে মেগা রোড শোয়ের পর কালেক্টরের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁর সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধি, দাদা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ওয়েনাড় উপ-নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী নব্যা হরিদাস এবং এলডিএফ জোটের সত্থ্যান মোকেরি ৷

এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, "মানুষ আমাদের অনেক ভালোবাসা দিয়েছে ৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ ৷" এদিন নির্বাচনী রোড শোয়ে তিনি বলেন, "35 বছর ধরে আমি বিভিন্ন নির্বাচনের জন্য প্রচার করেছি ৷ এটাই প্রথম বার, আমি আমার জন্য আপনাদের সমর্থন চাইছি ৷" গতকাল রাতে মা সোনিয়াকে নিয়ে ওয়েনাড়ের পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধি ৷ তখনই তাঁকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোড শোয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ইটিভি ভারত)

গত 15 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করে, ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 13 নভেম্বর ৷ এই গুরুত্বপূর্ণ সময়ে প্রিয়াঙ্কার পাশে থাকতে এদিন সকালেই হেলিকপ্টারে ওয়েনাড় পৌঁছন এই লোকসভারই প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ৷

এদিন সকালেই ওয়েনাড়ের রিসর্টে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন প্রিয়াঙ্কা ৷ তারপর তাঁকে নিয়ে মেগা রোড শো করেন দাদা রাহুল গান্ধি ৷ এই রোড শোয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা, তাঁদের ছেলে রাইহান বঢরাকেও দেখা গিয়েছে ৷ ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, আমেঠির লোকসভা সাংসদ কিশোরীলাল শর্মা এবং কংগ্রেসের অন্য নেতারা ৷ কংগ্রেসের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) কর্মী-সমর্থক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-এর (আইইউএমএল) পতাকাও দেখা যায় রোড শো ৷ শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের বহু মানুষ রাহুল ও প্রিয়াঙ্কাকে স্বাগত জানান ৷

Priyanka Gandhi Vadra
মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম শক্তিশালী কেন্দ্র আমেঠি থেকে প্রিয়াঙ্কা গান্ধির প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও, তা বাস্তবায়িত হয়নি ৷ সেখানে প্রার্থী হন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল এবং তিনি জয়ী হন ৷ অন্যদিকে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং দক্ষিণে কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তখন তাঁর জন্য নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ দু'টি কেন্দ্র থেকেই রাহুল বিপুল ভোটে জয়ী হন ৷ তাছাড়া 2019 সালের লোকসভা নির্বাচনেও রাহুল গান্ধি ওয়েনাড় থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন ৷ তাই ওয়েনাড় যে কংগ্রেস তথা গান্ধি পরিবারের শক্তিশালী ঘাঁটি তা বলাই যায় ৷

পরে রাহুল গান্ধি ওয়েনাড় কেন্দ্র থেকে ইস্তফা দেন এবং রায়বরেলি আসনটি রেখে দেন ৷ ফলে ফাঁকা হয়ে যায় তাঁর প্রিয় ওয়েনাড় ৷ তখনই জল্পনা ছিল যে, দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ 17 জুন একটি সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা নির্বাচন লড়বেন প্রিয়াঙ্কা ৷ রাহুল গান্ধিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷

সেই সময় সাংবাদিকরা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন আপনার কি নার্ভাস লাগছে ? কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দেন, "আমি নার্ভাস নই, আমি ওয়েনাড়ের প্রতিনিধিত্ব করতে পারব ৷ এটা ভেবে আমার আনন্দ হচ্ছে ৷ ওয়েনাড়বাসীদের রাহুল গান্ধির অনুপস্থিতি আমি কোনওভাবেই অনুভব করতে দেব না ৷ রায়বরেলির সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ৷ সেখানে 20 বছর কাজ করেছি ৷ সেই সম্পর্ক কখনওই ভাঙবে না ৷" এই সময় দাদা রাহুল বলেন, "বলা যায়, দু'টি কেন্দ্র দু-দু'জন সাংসদ পাবেন ৷"

Last Updated : Oct 23, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.