ETV Bharat / bharat

মোদির শপথে চাঁদের হাট, অতিথি হয়ে রাইসিনা হিলসে কারা? - NARENDRA MODI SWEARING IN CEREMONY - NARENDRA MODI SWEARING IN CEREMONY

PM Modi Oath Taking Ceremony: তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদির শপথ গ্রহণের পাশাপাশি আরও 71 জন মন্ত্রী হিসেবে রাইসিনা হিলে শপথ গ্রহণ করেন রবিবার ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, মুকেশ আম্বানি থেকে শুরু করে বিদেশী রাষ্ট্রপ্রধানরাও ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 10:18 PM IST

নয়াদিল্লি, 9 জুন: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবি সন্ধেয় রাইসিনা হিলসে চাঁদের হাট ৷ জহরলাল নেহেরুর পর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মোদির আজকের শপথ গ্রহণ আক্ষরিক অর্থেই ঐতিহাসিক ৷ আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেশ-বিদেশের বরিষ্ঠ রাজনীতিকরাই কেবল নন, রাষ্ট্রপতি ভবনে এদিন অতিথি তালিকায় ছিলেন শিল্পপতি থেকে শুরু করে বলিউড তারকারা ৷

তিয়াত্তরের নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার দেশে সরকার গঠন করল এনডিএ ৷ প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে এদিন জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন 71 জন ৷ তাঁদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৷ 36 জন শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে ৷ বাকি পাঁচজনকে দেওয়া হবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ ৷

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধান, যেমন-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে উপস্থিত ছিলেন ৷ এসেছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ এবং ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ৷ রাষ্ট্রপ্রধানরা ছাড়াও বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খের, অনিল কাপুর, অক্ষয় কুমার, শাহরুখ খান, পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা বিক্রান্ত মেসি ৷ দক্ষিণী তারকাদের মধ্যে ছিলেন রজনীকান্ত ৷ উপস্থিত ছিলেন জেএনইউ-র ছাত্রনেতা শেহলা রশিদ ৷ উপস্থিত ছিলেন গৌতম আদানি, রাজেশ আদানি, মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, আনন্দ পিরামলের মতো বিজনেস টাইকুন ৷

প্রসঙ্গত, রবিবারে দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসে ৷ ফলত রাষ্ট্রপতি ভবনের লনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আগত অতিথিদের বেশ গলদঘর্ম অবস্থা হয় ৷ যে কারণে আগে থেকেই একাধিক কুলার ও ফ্যানের ব্যবস্থা করা হয় ৷ আগত অতিথিদের যাতে কোনও রকম অসুবিধা না-হয়, তার জন্য আগাম একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয় ৷

নয়াদিল্লি, 9 জুন: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবি সন্ধেয় রাইসিনা হিলসে চাঁদের হাট ৷ জহরলাল নেহেরুর পর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মোদির আজকের শপথ গ্রহণ আক্ষরিক অর্থেই ঐতিহাসিক ৷ আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেশ-বিদেশের বরিষ্ঠ রাজনীতিকরাই কেবল নন, রাষ্ট্রপতি ভবনে এদিন অতিথি তালিকায় ছিলেন শিল্পপতি থেকে শুরু করে বলিউড তারকারা ৷

তিয়াত্তরের নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার দেশে সরকার গঠন করল এনডিএ ৷ প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে এদিন জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন 71 জন ৷ তাঁদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৷ 36 জন শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে ৷ বাকি পাঁচজনকে দেওয়া হবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ ৷

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধান, যেমন-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে উপস্থিত ছিলেন ৷ এসেছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ এবং ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ৷ রাষ্ট্রপ্রধানরা ছাড়াও বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খের, অনিল কাপুর, অক্ষয় কুমার, শাহরুখ খান, পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা বিক্রান্ত মেসি ৷ দক্ষিণী তারকাদের মধ্যে ছিলেন রজনীকান্ত ৷ উপস্থিত ছিলেন জেএনইউ-র ছাত্রনেতা শেহলা রশিদ ৷ উপস্থিত ছিলেন গৌতম আদানি, রাজেশ আদানি, মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, আনন্দ পিরামলের মতো বিজনেস টাইকুন ৷

প্রসঙ্গত, রবিবারে দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসে ৷ ফলত রাষ্ট্রপতি ভবনের লনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আগত অতিথিদের বেশ গলদঘর্ম অবস্থা হয় ৷ যে কারণে আগে থেকেই একাধিক কুলার ও ফ্যানের ব্যবস্থা করা হয় ৷ আগত অতিথিদের যাতে কোনও রকম অসুবিধা না-হয়, তার জন্য আগাম একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.