ETV Bharat / bharat

লোকসভা ভোটের পরেই জম্মু-কাশ্মীরে নির্বাচন, আশ্বস্ত করলেন রাজীব কুমার - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে ? এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার আশ্বস্ত করেছেন, লোকসভা নির্বাচনের পরেই উপত্যকায় নির্বাচন হবে ৷

ETV Bharat
জম্মু কাশ্মীরে নির্বাচন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 2:03 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে শনিবার ৷ এছাড়া ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশেও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এদিকে তালিকায় নেই জম্মু-কাশ্মীর ৷ 2019 সালের 5 অগস্ট বিশেষ রাজ্যের তকমা হারিয়েছে উপত্যকা ৷ তারপর 4 বছরের বেশি সময় পেরিয়েছে ৷ এখনও নির্বাচন হয়নি ৷ এদিকে গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের রিঅর্গানাইজেশন অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে ৷ আর 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এবছরের 30 সেপ্টেম্বরের মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছে ৷

তবে এদিন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের বললেন, "লোকসভা নির্বাচনের পরেই যত দ্রুত সম্ভব উপত্যকার নির্বাচন হবে ৷" এইবারেই কেন হল না ? এর উত্তরে তিনি নিরাপত্তার কারণ দর্শিয়েছেন ৷

এদিন রাজীব কুমার বলেন, "2019 সালে জম্মু-কাশ্মীর রিওর্গানাইজেশন অ্যাক্ট পাশ হয়েছে ৷ এতে জম্মু-কাশ্মীরে 107টি বিধানসভা কেন্দ্র ছিল ৷ এর মধ্যে 24টি আসন ছিল পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের মধ্যে ৷ আর বাকি 83টি আসনের মধ্যে 7টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ 2022 সালে ডিলিমিটেশনের পর 107 থেকে বিধানসভা আসনের সংখ্যা দাঁড়ায় 114৷ এর মধ্যে 24টি আসন জম্মু-কাশ্মীরের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত ৷ বাকি 90টির মধ্যে 9টি আসন তফশিলি উপজাতিদের জন্য এবং দু'টি আসন অন্যান্যদের জন্য সংরক্ষিত ৷ একটিমাত্র আসনে মনোনয়নের ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সেখানে পিওকে থেকে বিচ্ছিন্ন ব্যক্তির জন্য সংরক্ষিত ৷ এদিকে রিঅর্গানাইজেশন অ্যাক্ট এবং ডিলিমিটেশন অ্যাক্টে একসঙ্গে কার্যকর করা যাচ্ছিল না ৷ তাই নির্বাচন কমিশন ভোট পরিচালনা করতে পারেনি ৷ 2023 সালের ডিসেম্বরে সংশোধিত অর্গানাইজেশন অ্যাক্ট প্রণয়ন হয় ৷ তাই জম্মু-কাশ্মীরে ভোট করার মিটার শুরু হয়েছে ডিসেম্বর থেকে ৷"

এর পাশাপাশি রাজীব কুমার নিরাপত্তার দিকটিও তুলে ধরেন ৷ তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলিই লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন করার কথা জানিয়েছিল ৷ কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি ৷ কারণ লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচন হলে, সেক্ষেত্রে 10 থেকে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ তাই জম্মু-কাশ্মীরে প্রায় 1 হাজার প্রার্থী দাঁড়াবে ৷ আর নিরাপত্তার খাতিয়ে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে দুই সেকশন নিরাপত্তাবাহিনী দিতে হবে ৷ তার মানে 1 হাজার প্রার্থীর জন্য অতিরিক্ত 450 থেকে 500 কোম্পানি বাহিনী প্রয়োজন ৷ এই মুহূর্তে সেটা অসম্ভব ৷ তবে আমরা এখানে নির্বাচন করাতে দায়বদ্ধ ৷ লোকসভা নির্বাচন শেষ হলেই জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে ৷"

আরও পড়ুন:

  1. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল
  2. পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভায়, নির্দেশ সুপ্রিম কোর্টের
  3. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান

নয়াদিল্লি, 17 মার্চ: দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে শনিবার ৷ এছাড়া ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশেও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এদিকে তালিকায় নেই জম্মু-কাশ্মীর ৷ 2019 সালের 5 অগস্ট বিশেষ রাজ্যের তকমা হারিয়েছে উপত্যকা ৷ তারপর 4 বছরের বেশি সময় পেরিয়েছে ৷ এখনও নির্বাচন হয়নি ৷ এদিকে গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের রিঅর্গানাইজেশন অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে ৷ আর 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এবছরের 30 সেপ্টেম্বরের মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছে ৷

তবে এদিন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের বললেন, "লোকসভা নির্বাচনের পরেই যত দ্রুত সম্ভব উপত্যকার নির্বাচন হবে ৷" এইবারেই কেন হল না ? এর উত্তরে তিনি নিরাপত্তার কারণ দর্শিয়েছেন ৷

এদিন রাজীব কুমার বলেন, "2019 সালে জম্মু-কাশ্মীর রিওর্গানাইজেশন অ্যাক্ট পাশ হয়েছে ৷ এতে জম্মু-কাশ্মীরে 107টি বিধানসভা কেন্দ্র ছিল ৷ এর মধ্যে 24টি আসন ছিল পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের মধ্যে ৷ আর বাকি 83টি আসনের মধ্যে 7টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ 2022 সালে ডিলিমিটেশনের পর 107 থেকে বিধানসভা আসনের সংখ্যা দাঁড়ায় 114৷ এর মধ্যে 24টি আসন জম্মু-কাশ্মীরের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত ৷ বাকি 90টির মধ্যে 9টি আসন তফশিলি উপজাতিদের জন্য এবং দু'টি আসন অন্যান্যদের জন্য সংরক্ষিত ৷ একটিমাত্র আসনে মনোনয়নের ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সেখানে পিওকে থেকে বিচ্ছিন্ন ব্যক্তির জন্য সংরক্ষিত ৷ এদিকে রিঅর্গানাইজেশন অ্যাক্ট এবং ডিলিমিটেশন অ্যাক্টে একসঙ্গে কার্যকর করা যাচ্ছিল না ৷ তাই নির্বাচন কমিশন ভোট পরিচালনা করতে পারেনি ৷ 2023 সালের ডিসেম্বরে সংশোধিত অর্গানাইজেশন অ্যাক্ট প্রণয়ন হয় ৷ তাই জম্মু-কাশ্মীরে ভোট করার মিটার শুরু হয়েছে ডিসেম্বর থেকে ৷"

এর পাশাপাশি রাজীব কুমার নিরাপত্তার দিকটিও তুলে ধরেন ৷ তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলিই লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন করার কথা জানিয়েছিল ৷ কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি ৷ কারণ লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচন হলে, সেক্ষেত্রে 10 থেকে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ তাই জম্মু-কাশ্মীরে প্রায় 1 হাজার প্রার্থী দাঁড়াবে ৷ আর নিরাপত্তার খাতিয়ে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে দুই সেকশন নিরাপত্তাবাহিনী দিতে হবে ৷ তার মানে 1 হাজার প্রার্থীর জন্য অতিরিক্ত 450 থেকে 500 কোম্পানি বাহিনী প্রয়োজন ৷ এই মুহূর্তে সেটা অসম্ভব ৷ তবে আমরা এখানে নির্বাচন করাতে দায়বদ্ধ ৷ লোকসভা নির্বাচন শেষ হলেই জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে ৷"

আরও পড়ুন:

  1. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল
  2. পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভায়, নির্দেশ সুপ্রিম কোর্টের
  3. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.