পটনা, 22 জুলাই: বিহারকে বিশেষ মর্যাদা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ বিহারের দাবিতে সাড়া দিল না নির্মলা সীতারমণের মন্ত্রক ৷ বাজেট অধিবেশনের আগের দিনই বড়সড় ধাক্কা খেল নীতীশ কুমারের সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় স্পষ্টভাবে জানিয়েছেন, বিহারকে একটি বিশেষ রাজ্যের মর্যাদা পেতে হলে সংশ্লিষ্ট নিয়মগুলি পূরণ করতে হয়। বিহারে এই বিষয়ে তেমন কিছু নেই।
সুতরাং বিহার এখনই পাচ্ছে না বিশেষ রাজ্যের মর্যাদা ৷ লোকসভায় জেডিইউ সাংসদের প্রশ্নের জবাবি উত্তরে অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কেন্দ্রীয় সরকারের তরফে বলেন, “বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।" তাঁর দাবি, বিশেষ রাজ্যের জন্য যে বিধানগুলি পূরণ করতে হবে তা বিহারের নেই।
এই বিষয়টি জেডইউ রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা সর্বদলীয় বৈঠকে তুলে ধরেছিলেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের উচিত বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া বা বিশেষ প্যাকেজ দেওয়া উচিত কেন্দ্রের। পরে সাংসদ রামপ্রীত মণ্ডল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন ৷ যার পালটা কেন্দ্রীয় সরকার জানায়, বিশেষ রাজ্য বিভাগের জন্য জাতীয় উন্নয়ন পরিষদের নির্ধারিত মানদণ্ড রয়েছে ৷ ভৌগোলিক অবস্থান, কম জনসংখ্যার ঘনত্ব, উপজাতীয় জনসংখ্যার বিশাল অনুপাত এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে অর্থনৈতিক ও কাঠামোগত বেশ কিছু কথা মাথায় রেখে কিছু রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয় ৷ কিন্তু বিহারের ক্ষেত্রে এমন কিছুই নেই।
2012 সালের এনডিসি রিপোর্ট উদ্ধৃত করে অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানান, মনমোহন সিং সরকারের সময় 30 মার্চ, 2012-এ, একটি গোষ্ঠী বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার অনুরোধের বিষয়ে তাদের প্রতিবেদন দিয়েছিল। এই প্রতিবেদনে জানানো হয়েছে, বিশেষ রাজ্য সংক্রান্ত এনডিসির বর্তমান মানদণ্ডের ভিত্তিতে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও বিধান করা সম্ভব হচ্ছে না।
মনমোহন সিং সরকারের আমলে এনডিসি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় সরকার সংসদে স্পষ্ট করে দেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও বিধান আপাতত নেই। বিহারের আঞ্চলিক দল আরজেডি এবং জেডিইউ দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদার দাবি করে আসছে ৷ কিন্তু উভয় দলই কেন্দ্রীয় সরকারে থাকা সত্ত্বেও তাদের দাবি মানা হয়নি ৷ বর্তমানে, ভারতের 11টি রাজ্যকে বিশেষ শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড।
অন্যদিকে, বিহার ছাড়াও দেশের চারটি রাজ্যও ক্রমাগত বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করছে, যার মধ্যে রয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং গোয়া। এই রাজ্যগুলিও তাদের রাজ্যের জন্য একটি বিশেষ প্যাকেজের দাবি করে আসছে।