ETV Bharat / bharat

রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ? - নীতীশ কুমার

Nitish Kumar: সূত্রের তরফে জানা গিয়েছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগ করবেন এবং একইসঙ্গে এনডিএ-র সমর্থন নিয়ে বিহারে ফের সরকার গঠনের দাবি জানাবেন ৷ নীতীশের সঙ্গে 128 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে খবর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 10:15 AM IST

Updated : Jan 28, 2024, 11:47 AM IST

পটনা, 28 জানুয়ারি: রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার জন্য রবিবার সময় চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মহাগঠবন্ধনের সরকার থেকে বেরিয়ে এসে তাঁর পদত্যাগের জল্পনার মাঝেই সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে ৷ আজই রাজভবনে গিয়ে নীতীশ পদত্যাগপত্র জমা দিতে পারেন, এমন সম্ভাবনাই প্রবল ৷ শুধু তাই নয়, আজই এনডিএ-র সমর্থনে গঠিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ফের শপথ নিতে পারেন ৷

মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর একইসঙ্গে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের জন্যও নীতীশ কুমার রবিবার রাজ্যপালের কাছে দাবি জানাতে পারেন । জেডিইউ সূত্রে খবর, রবিবারই বিজেপির সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার ।

একটি সূত্র জানিয়েছে, "তিনি আজ সন্ধ্যায় রাজভবনে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন । শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এলজেপিআর সভাপতি চিরাগ পাসওয়ান এবং অন্যান্য এনডিএ জোটের প্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে কথাবার্তা চলছে ৷"

এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে, নীতীশের কাছে 128 জন বিধায়কের সমর্থন রয়েছে । গেরুয়া শিবির শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নীতীশকে সমর্থন জানাবে । সূত্রের দাবি, নীতীশ কুমার রাজ্যপালের কাছে মোট 128 জন বিধায়কের সমর্থনের চিঠি দিয়ে সরকার গঠনের দাবি জানাবেন ৷ তাঁর সমর্থক বিধায়কদের তালিকায় থাকবেন জেডিইউ-এর 45 জন, বিজেপির 78 জন, হিন্দুস্তানি আওয়াম মোর্চার 4 জন এবং একজন নির্দল বিধায়ক ৷

এমনও খবর রয়েছে যে, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সমস্ত মন্ত্রীকে বরখাস্ত করবেন নীতীশ ৷ এতদিন আরজেডি ও কংগ্রেসের সঙ্গেই মহাগঠবন্ধনের সরকার চালাচ্ছিলেন তিনি ৷ সূত্র আরও জানিয়েছে যে, বিজেপি ও জনতা দল (ইউনাইটেড) আসন্ন লোকসভা নির্বাচনের জন্যও পরস্পরের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার
  2. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !
  3. ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-র পথে নীতীশ, রবিবারই শপথের সম্ভাবনা

পটনা, 28 জানুয়ারি: রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার জন্য রবিবার সময় চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মহাগঠবন্ধনের সরকার থেকে বেরিয়ে এসে তাঁর পদত্যাগের জল্পনার মাঝেই সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে ৷ আজই রাজভবনে গিয়ে নীতীশ পদত্যাগপত্র জমা দিতে পারেন, এমন সম্ভাবনাই প্রবল ৷ শুধু তাই নয়, আজই এনডিএ-র সমর্থনে গঠিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ফের শপথ নিতে পারেন ৷

মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর একইসঙ্গে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের জন্যও নীতীশ কুমার রবিবার রাজ্যপালের কাছে দাবি জানাতে পারেন । জেডিইউ সূত্রে খবর, রবিবারই বিজেপির সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার ।

একটি সূত্র জানিয়েছে, "তিনি আজ সন্ধ্যায় রাজভবনে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন । শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এলজেপিআর সভাপতি চিরাগ পাসওয়ান এবং অন্যান্য এনডিএ জোটের প্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে কথাবার্তা চলছে ৷"

এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে, নীতীশের কাছে 128 জন বিধায়কের সমর্থন রয়েছে । গেরুয়া শিবির শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নীতীশকে সমর্থন জানাবে । সূত্রের দাবি, নীতীশ কুমার রাজ্যপালের কাছে মোট 128 জন বিধায়কের সমর্থনের চিঠি দিয়ে সরকার গঠনের দাবি জানাবেন ৷ তাঁর সমর্থক বিধায়কদের তালিকায় থাকবেন জেডিইউ-এর 45 জন, বিজেপির 78 জন, হিন্দুস্তানি আওয়াম মোর্চার 4 জন এবং একজন নির্দল বিধায়ক ৷

এমনও খবর রয়েছে যে, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সমস্ত মন্ত্রীকে বরখাস্ত করবেন নীতীশ ৷ এতদিন আরজেডি ও কংগ্রেসের সঙ্গেই মহাগঠবন্ধনের সরকার চালাচ্ছিলেন তিনি ৷ সূত্র আরও জানিয়েছে যে, বিজেপি ও জনতা দল (ইউনাইটেড) আসন্ন লোকসভা নির্বাচনের জন্যও পরস্পরের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার
  2. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !
  3. ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-র পথে নীতীশ, রবিবারই শপথের সম্ভাবনা
Last Updated : Jan 28, 2024, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.