ETV Bharat / bharat

নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে, পতঞ্জলি মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন রামদেব - Patanjali Advertisement Case - PATANJALI ADVERTISEMENT CASE

Patanjali Misleading Ads Case: পতঞ্জলির বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন মামলায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে ৷ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে জানালেন যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ ৷

Patanjali Advertisement Case
নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে, পতঞ্জলি মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন রামদেব
author img

By PTI

Published : Apr 23, 2024, 10:10 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: পতঞ্জলির বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন মামলায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে ৷ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে জানালেন যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ ৷

আজ মামলার শুনানির সওয়াল-জবাব পর্বে পতঞ্জলির পক্ষের প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি জানান, সোমবার দেশজুড়ে 67টি সংবাদপত্রে বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাওয়া হয়েছে ৷ সেই বক্তব্য শোনার পর শীর্ষ আদালতের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দু-দিনের মধ্যে সংবাদপত্রে প্রকাশিত ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে রাখতে হবে । সেইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানান হয়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী 30 এপ্রিল ৷

16 এপ্রিল মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, অ্যালোপাথি চিকিৎসার বিরুদ্ধে কোনও রকম অসম্মানজনক মন্তব্য করা যাবে না ৷ সেইসঙ্গে এক সপ্তাহের মধ্যে যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেদিন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি জানান, তাঁদের পক্ষ থেকে ত্রুটির জন্য সংবাদপত্রে বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাওয়া হবে ৷

কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ এবং ওষুধের আধুনিক ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণার অভিযোগে 2022 সালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ সেই মামলার শুনানি চলাকালীন গত বছর রামদেব এবং বালকৃষ্ণ পতঞ্জলির বিজ্ঞাপনে পণ্যগুলির কার্যকারিতা সম্পর্কে একগুচ্ছ দাবি করার জন্য শীর্ষ আদালতের সামনে 'নিঃশর্তে ক্ষমা' চাওয়ার দরখাস্ত করেন ৷ আদালতে দাখিল করা দুটি পৃথক হলফনামায় রামদেব এবং বালকৃষ্ণ গত বছরের 21 নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশের 'বিবৃতি লঙ্ঘনের' জন্য ক্ষমা প্রার্থনা করেন ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 23 এপ্রিল: পতঞ্জলির বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন মামলায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে ৷ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে জানালেন যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ ৷

আজ মামলার শুনানির সওয়াল-জবাব পর্বে পতঞ্জলির পক্ষের প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি জানান, সোমবার দেশজুড়ে 67টি সংবাদপত্রে বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাওয়া হয়েছে ৷ সেই বক্তব্য শোনার পর শীর্ষ আদালতের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দু-দিনের মধ্যে সংবাদপত্রে প্রকাশিত ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে রাখতে হবে । সেইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানান হয়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী 30 এপ্রিল ৷

16 এপ্রিল মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, অ্যালোপাথি চিকিৎসার বিরুদ্ধে কোনও রকম অসম্মানজনক মন্তব্য করা যাবে না ৷ সেইসঙ্গে এক সপ্তাহের মধ্যে যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেদিন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি জানান, তাঁদের পক্ষ থেকে ত্রুটির জন্য সংবাদপত্রে বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাওয়া হবে ৷

কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ এবং ওষুধের আধুনিক ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণার অভিযোগে 2022 সালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ সেই মামলার শুনানি চলাকালীন গত বছর রামদেব এবং বালকৃষ্ণ পতঞ্জলির বিজ্ঞাপনে পণ্যগুলির কার্যকারিতা সম্পর্কে একগুচ্ছ দাবি করার জন্য শীর্ষ আদালতের সামনে 'নিঃশর্তে ক্ষমা' চাওয়ার দরখাস্ত করেন ৷ আদালতে দাখিল করা দুটি পৃথক হলফনামায় রামদেব এবং বালকৃষ্ণ গত বছরের 21 নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশের 'বিবৃতি লঙ্ঘনের' জন্য ক্ষমা প্রার্থনা করেন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.