ETV Bharat / bharat

দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অতিশী - ATISHI MARLENA AS NEW CM OF DELHI - ATISHI MARLENA AS NEW CM OF DELHI

ATISHI MARLENA NEW CM OF DELHI: ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অতিশীর নাম প্রস্তাব করেছেন ৷ তাতেই সম্মতি দিয়েছে আম আদমি পার্টি ৷

New Chief Minister of Delhi
কেজরিওয়ালের উত্তরসূরি অতিশী (ছবি সৌজন্য: অতিশীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 12:06 PM IST

Updated : Sep 17, 2024, 4:20 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী ৷ আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তাঁর নামই প্রস্তাব করেছেন ৷ তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷

13 সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ 15 সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি 48 ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ আমজনতা তাঁকে সৎ সংশাপত্র দিলে, তবেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল ৷

একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, "দু'দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব ৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না ৷" দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে সেই ভোট এগিয়ে আনার প্রসঙ্গ তোলেন আপ প্রধান ৷ তিনি বলেন, "দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷" সেক্ষেত্রে দলের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয় ৷

এরপর থেকেই জল্পনা শুরু হয় যে তিনি কি সত্যিই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ? দিলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? শোনা যাচ্ছিল আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ উঠে আসে দিল্লির জলমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজের নামও ৷ মঙ্গলবার সকালে আপ বিধায়কদের বৈঠক হয় ৷ জানা গিয়েছে, বৈঠকে দিল্লির মন্ত্রী অতিশীর নাম প্রস্তাব করেছিলেন কেজিরওয়াল ৷ সর্বসম্মতিক্রমে অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চলতি বছরের 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল ৷

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী ৷ আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তাঁর নামই প্রস্তাব করেছেন ৷ তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷

13 সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ 15 সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি 48 ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ আমজনতা তাঁকে সৎ সংশাপত্র দিলে, তবেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল ৷

একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, "দু'দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব ৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না ৷" দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে সেই ভোট এগিয়ে আনার প্রসঙ্গ তোলেন আপ প্রধান ৷ তিনি বলেন, "দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷" সেক্ষেত্রে দলের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয় ৷

এরপর থেকেই জল্পনা শুরু হয় যে তিনি কি সত্যিই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ? দিলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? শোনা যাচ্ছিল আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ উঠে আসে দিল্লির জলমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজের নামও ৷ মঙ্গলবার সকালে আপ বিধায়কদের বৈঠক হয় ৷ জানা গিয়েছে, বৈঠকে দিল্লির মন্ত্রী অতিশীর নাম প্রস্তাব করেছিলেন কেজিরওয়াল ৷ সর্বসম্মতিক্রমে অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চলতি বছরের 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল ৷

Last Updated : Sep 17, 2024, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.