ETV Bharat / bharat

সংবিধানে 370 ধারার কোনও স্থান নেই, জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা শাহের - Amit Shah on Article 370 - AMIT SHAH ON ARTICLE 370

Amit Shah Big Claim Over Article 370: আগামী দু'বছরের মধ্যে মাওবাদের অবসানের কথা বলার পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 370 ধারা বাতিল নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ৷ তিনি জানান, ওই ধারা এখন দেশ থেকে নির্মূল হয়েছে এবং সংবিধান থেকেও নির্মূল করা হয়েছে।

Amit Shah statement
জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা শাহের (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 10:43 PM IST

রায়পুর, 24 অগস্ট: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাওবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়েও মুখ খুলেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ তিনি বলেন, "আমরা পিডিপি বা কাশ্মীরের কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও ধরনের সমঝোতার কথা বলিনি।" এরই সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের নিয়েও বড় কথা বলেছেন অমিত শাহ। তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতরা যদি কাশ্মীরে যেতে চায়, আমরা তাদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে কারও সঙ্গে আমাদের কোনও জোট নেই। পিডিপি বা অন্য কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট নেই।" একইভাবে এদিন 370 ধারা প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলেন, "আমাদের সংবিধান থেকে 370 ধারা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আমাদের দেশে 370 ধারার আর কোনও স্থান নেই।"

অমিত শাহের কথায়, "আমি দেশের জনগণকে বলতে চাই, আমাদের দেশ থেকে 370 ধারা বিলুপ্ত করা হয়েছে। এটি সংবিধান থেকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। দেশে এর কোনও স্থান নেই।" ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে চুক্তি নিয়েও এদিন কটাক্ষ করেছেন অমিত শাহ ৷ অমিত শাহ জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন।

নিয়ে তিনি বলেন, "কংগ্রেস কি ওই রাজ্যের জন্য আলাদা পতাকা আনার ক্ষেত্রে ন্যাশনাল কনফারেন্সের দাবির সঙ্গে একমত ? কংগ্রেসের কাছে আমার প্রশ্ন হল, 370 ধারা প্রত্যাহারের দাবির সঙ্গে তারা একমত কি না। 370 ধারা বাতিলের পরে কাশ্মীরে এসসি, এসটি এবং ওবিসি-কে দেওয়া সংরক্ষণ বাতিল করার ধারণার সঙ্গে কংগ্রেস কি একমত ?"

রায়পুর, 24 অগস্ট: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাওবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়েও মুখ খুলেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ তিনি বলেন, "আমরা পিডিপি বা কাশ্মীরের কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও ধরনের সমঝোতার কথা বলিনি।" এরই সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের নিয়েও বড় কথা বলেছেন অমিত শাহ। তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতরা যদি কাশ্মীরে যেতে চায়, আমরা তাদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে কারও সঙ্গে আমাদের কোনও জোট নেই। পিডিপি বা অন্য কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট নেই।" একইভাবে এদিন 370 ধারা প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলেন, "আমাদের সংবিধান থেকে 370 ধারা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আমাদের দেশে 370 ধারার আর কোনও স্থান নেই।"

অমিত শাহের কথায়, "আমি দেশের জনগণকে বলতে চাই, আমাদের দেশ থেকে 370 ধারা বিলুপ্ত করা হয়েছে। এটি সংবিধান থেকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। দেশে এর কোনও স্থান নেই।" ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে চুক্তি নিয়েও এদিন কটাক্ষ করেছেন অমিত শাহ ৷ অমিত শাহ জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন।

নিয়ে তিনি বলেন, "কংগ্রেস কি ওই রাজ্যের জন্য আলাদা পতাকা আনার ক্ষেত্রে ন্যাশনাল কনফারেন্সের দাবির সঙ্গে একমত ? কংগ্রেসের কাছে আমার প্রশ্ন হল, 370 ধারা প্রত্যাহারের দাবির সঙ্গে তারা একমত কি না। 370 ধারা বাতিলের পরে কাশ্মীরে এসসি, এসটি এবং ওবিসি-কে দেওয়া সংরক্ষণ বাতিল করার ধারণার সঙ্গে কংগ্রেস কি একমত ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.