ETV Bharat / bharat

'নিজের কৃতকর্মের ফল', কেজরির গ্রেফতারিতে তাঁকেই দুষলেন আন্না হাজারে - Anna Hazare on Kejriwal arrest

Anna Hazare on Kejriwal arrest: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে তাঁকেই দুষলেন সমাজকর্মী আন্না হাজারে ৷ তিনি বলেন, নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Mar 22, 2024, 3:10 PM IST

আহমেদনগর (মহারাষ্ট্র), 22 মার্চ: নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর গ্রেফতারি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া সমজকর্মী আন্না হাজারের ৷ শুক্রবার তিনি বলেন, "আমি খুব বিরক্ত যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, এখন তিনি মদের নীতি তৈরি করছেন । নিজের কাজের জন্যই তাঁকে গ্রেফতার হতে হয়েছে ৷"

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে দিল্লির আবগারি নীতির মামলায় গ্রেফতার করেছে ৷ দুই শীর্ষ আম আদমি পার্টির নেতা ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । অরবিন্দ কেজরিওয়াল 2011 সালে আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়েছিলেন । তখন কংগ্রেস সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে । তাঁর অনশন আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল ৷ সেই আন্দোলনেরই শরিক কেজরিওয়াল 2012 সালে তাঁর নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ।

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদন শুক্রবার প্রত্যাহার করে নিয়েছেন । আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলার শুনানির সময়ই তাঁর রিমান্ডের মামলার শুনানি পড়েছিল ৷ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লি হাইকোর্টের দ্বারা জারি করা নয়টি সমন এড়িয়ে যাওয়ার পরে গতকাল তাঁকে গ্রেফতার করা হয় ৷

এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে থাকা মনীশ সিসোদিয়াকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের পরে গত 26 ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই । গত বছর 5 অক্টোবর ইডি সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল ৷ সঞ্জয় সিং একজন রাজ্যসভার সদস্য । নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুসারে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হল । (এএনআই)

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ, 10 দিনের হেফাজত চাইল ইডি
  2. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?
  3. গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা

আহমেদনগর (মহারাষ্ট্র), 22 মার্চ: নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর গ্রেফতারি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া সমজকর্মী আন্না হাজারের ৷ শুক্রবার তিনি বলেন, "আমি খুব বিরক্ত যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, এখন তিনি মদের নীতি তৈরি করছেন । নিজের কাজের জন্যই তাঁকে গ্রেফতার হতে হয়েছে ৷"

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে দিল্লির আবগারি নীতির মামলায় গ্রেফতার করেছে ৷ দুই শীর্ষ আম আদমি পার্টির নেতা ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । অরবিন্দ কেজরিওয়াল 2011 সালে আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়েছিলেন । তখন কংগ্রেস সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে । তাঁর অনশন আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল ৷ সেই আন্দোলনেরই শরিক কেজরিওয়াল 2012 সালে তাঁর নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ।

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদন শুক্রবার প্রত্যাহার করে নিয়েছেন । আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলার শুনানির সময়ই তাঁর রিমান্ডের মামলার শুনানি পড়েছিল ৷ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লি হাইকোর্টের দ্বারা জারি করা নয়টি সমন এড়িয়ে যাওয়ার পরে গতকাল তাঁকে গ্রেফতার করা হয় ৷

এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে থাকা মনীশ সিসোদিয়াকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের পরে গত 26 ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই । গত বছর 5 অক্টোবর ইডি সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল ৷ সঞ্জয় সিং একজন রাজ্যসভার সদস্য । নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুসারে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হল । (এএনআই)

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ, 10 দিনের হেফাজত চাইল ইডি
  2. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?
  3. গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.