নয়াদিল্লি, 13 জুন: নতুন সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় সুরক্ষাকে আরও জোরদার করার দিকে মনোনিবেশ করবে ৷ টানা দ্বিতীয়বার প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার এ কথা বলেন রাজনাথ সিং ৷
এদিন আগামী পাঁচ বছরের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির রূপরেখা দেন তিনি ৷ তাঁর অঙ্গীকার, সরকার বর্তমান 21,083 কোটি টাকা থেকে 2028-29 সালের মধ্যে প্রতিরক্ষা রফতানি 50,000 কোটি টাকায় উন্নীত করার জন্য আন্তরিকভাবে কাজ করবে । টানা দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়ে রাজনাথ বলেন, সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র ও প্ল্যাটফর্মে সজ্জিত করা হচ্ছে এবং তারা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত ৷
পূর্ব লাদাখে চিনের সঙ্গে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রাজনাথ বীরত্ব ও প্রতিশ্রুতি দিয়ে জাতির একতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক কর্মীদের প্রশংসা করেছেন । ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মহাসাগর অঞ্চলের ক্রমবর্ধমান সাবলীলতার কারণে রাজনাথ সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তাঁর দ্বিতীয় মেয়াদে প্রথম সফর করবেন বিশাখাপত্তনমে, সেখানে পূর্ব নৌ কমান্ডে অফিসার এবং নাবিকদের সঙ্গে কথা বলবেন তিনি ৷
- তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের লক্ষ্য হবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দিকে মনোনিবেশ করা ৷ সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত উভয় সৈন্যদের কল্যাণ আমাদের মূল ফোকাস হবে ।"
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ফোনে কথা বলেন রাজনাথ সিংয়ের সঙ্গে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । অমিত শাহ, নীতিন গড়করি এবং নির্মলা সীতারমন-সহ বিজেপির অন্য়ান্য শীর্ষ নেতাদের মধ্যে রাজনাথ অন্যতম যিনি আগের সরকারের মন্ত্রিত্বের দায়িত্বেই ফিরে এলেন ৷
দায়িত্ব গ্রহণের পরই রাজনাথ সিং মন্ত্রকের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা নিয়ে একটি বৈঠকে নেতৃত্ব দেন । বৈঠকে প্রাক্তন সৈনিকদের কল্যাণের উপর জোর দেওয়া হয়েছে ৷ নিজের এক্স হ্যান্ডেলে রাজনাথ বলেন, "আমি আজ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পুনরায় গ্রহণ করেছি । মন্ত্রক প্রতিরক্ষায় স্বনির্ভরতার দিকে কাজ চালিয়ে যাবে । আমাদের সশস্ত্র বাহিনী ভারতের বাহ্যিক নিরাপত্তা বজায় রাখার জন্য প্রশংসনীয় কাজ করছে ৷"
রাজনাথ বলেন, সরকার ভারতের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর দিকেও নজর দেবে । তাঁর কথায়, "2023-24 আর্থিক বছরে প্রতিরক্ষা রফতানি রেকর্ড 21,083 কোটি টাকা ছুঁয়েছে। এটি ঐতিহাসিক ছিল । আমাদের লক্ষ্য, 2028-2029 সালের মধ্যে 50,000 কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা ৷" প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এবং প্রতিরক্ষায় 'আত্মনির্ভরতা' (আত্মনির্ভরতা) এর উপর ক্রমাগত জোর দেওয়ার জন্য রাজনাথ বলেন, তিনি ফ্ল্যাগশিপ স্কিম এবং উদ্যোগগুলির দ্রুত বাস্তবায়নের জন্য নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন ।
রাইসিনা হিলসের সাউথ ব্লকে তাঁর অফিসে রাজনাথকে স্বাগত জানান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি, প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে এবং ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত ।