ETV Bharat / bharat

দেশবিরোধী বিবৃতি, ভারত বিভাজনের চক্রীদের পাশে রাহুল: শাহ - Amit Shah Slams Rahul Gandhi - AMIT SHAH SLAMS RAHUL GANDHI

Amit Shah Slams Rahul Gandhi: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধি যে কথা বলেছেন, তার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ঠিক কী বলেছেন তিনি ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
রাহুলকে বিঁধলেন শাহ (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 2:33 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বুধবার তিনি বলেন, লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য ফের প্রকাশ্যে এনে দিল কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখ । এদিন অমিত শাহ হুংকারের সুরে বলেছেন, যতদিন বিজেপি থাকবে, কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না বা কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না ।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে রাহুল গান্ধি বলেছেন, ভারত যখন একটি ন্যায্য স্থান হয়ে উঠবে, তখনই এখানে সংরক্ষণ বাতিল করার কথা ভাববে কংগ্রেস ৷ তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানান তিনি ৷ তাঁর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী শক্তির পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা রাহুল গান্ধি এবং কংগ্রেস দলের অভ্যাসে পরিণত হয়েছে ।"

শাহ আরও বলেন, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের 'দেশবিরোধী এবং সংরক্ষণ বিরোধী এজেন্ডা' সমর্থন করাই হোক বা বিদেশি প্ল্যাটফর্মে 'ভারত বিরোধী বিবৃতি' দেওয়া, সবক্ষেত্রেই রাহুল গান্ধি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এবং অনুভূতিতে আঘাত করেছেন । শাহের কথায়, "রাহুল গান্ধির বক্তব্য কংগ্রেসের আঞ্চলিকতা, ধর্ম এবং ভাষাগত পার্থক্যের ভিত্তিতে বিভেদ সৃষ্টির রাজনীতি প্রকাশ করে । দেশে সংরক্ষণ বাতিল করার কথা বলে, রাহুল গান্ধি আবারও কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখকে সামনে এনেছেন ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, লোকসভার বিরোধী দলনেতার মনে যে চিন্তাভাবনা ছিল, তা অবশেষে শব্দ হিসেবে প্রকাশিত হয়েছে । অমিত শাহ লিখছেন, "আমি রাহুল গান্ধিকে বলতে চাই যে, যতক্ষণ পর্যন্ত বিজেপি থাকবে, ততদিন কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না বা কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না ৷"

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বুধবার তিনি বলেন, লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য ফের প্রকাশ্যে এনে দিল কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখ । এদিন অমিত শাহ হুংকারের সুরে বলেছেন, যতদিন বিজেপি থাকবে, কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না বা কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না ।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে রাহুল গান্ধি বলেছেন, ভারত যখন একটি ন্যায্য স্থান হয়ে উঠবে, তখনই এখানে সংরক্ষণ বাতিল করার কথা ভাববে কংগ্রেস ৷ তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানান তিনি ৷ তাঁর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী শক্তির পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা রাহুল গান্ধি এবং কংগ্রেস দলের অভ্যাসে পরিণত হয়েছে ।"

শাহ আরও বলেন, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের 'দেশবিরোধী এবং সংরক্ষণ বিরোধী এজেন্ডা' সমর্থন করাই হোক বা বিদেশি প্ল্যাটফর্মে 'ভারত বিরোধী বিবৃতি' দেওয়া, সবক্ষেত্রেই রাহুল গান্ধি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এবং অনুভূতিতে আঘাত করেছেন । শাহের কথায়, "রাহুল গান্ধির বক্তব্য কংগ্রেসের আঞ্চলিকতা, ধর্ম এবং ভাষাগত পার্থক্যের ভিত্তিতে বিভেদ সৃষ্টির রাজনীতি প্রকাশ করে । দেশে সংরক্ষণ বাতিল করার কথা বলে, রাহুল গান্ধি আবারও কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখকে সামনে এনেছেন ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, লোকসভার বিরোধী দলনেতার মনে যে চিন্তাভাবনা ছিল, তা অবশেষে শব্দ হিসেবে প্রকাশিত হয়েছে । অমিত শাহ লিখছেন, "আমি রাহুল গান্ধিকে বলতে চাই যে, যতক্ষণ পর্যন্ত বিজেপি থাকবে, ততদিন কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না বা কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.