ETV Bharat / bharat

বিমান নামতেই ধরা পড়ল পাইলট মদ্যপ! সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া - Drunk polit suspended - DRUNK POLIT SUSPENDED

Air India Suspended drunk Pilot: বিমানে কর্তব্যরত অবস্থায় নেশাগ্রস্ত ছিলেন এক পাইলট ৷ বিমানটি অবতরণের পরেই বিষয়টি সামনে আসে ৷ ওই চালককে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া ৷

ETV Bharat
বিমানে কর্তব্যরত মদ্যপ পাইলটকে সাসপেন্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 1:30 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: মদ্যপ অবস্থায় বিমান চালাচ্ছিলেন পাইলট ৷ এই খবর পেয়ে তাঁকে তড়িঘড়ি সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া ৷ জানা গিয়েছে, ফুকেট থেকে দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমানের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷ দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর নিয়মমতো পাইলটের ব্রেথ অ্যানালিসিস টেস্ট বা বিএটি পরীক্ষা করা হয় ৷ তাতেই ধরা পড়ে, ওই পাইলট মদ্য পান করেছেন ৷

সূত্রে জানা গিয়েছে, ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার ৷ ওই বিমানের চালক ফুকেট থেকে বিমানটিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন ৷ সেই অবস্থাতেই তিনি নেশা করেন ৷ বিমানটি যখন ভারতের মাটিতে নামে, তখন ওই পাইলটের বিএটি পরীক্ষা হয় ৷ তাতেই সামনে আসে যে তিনি মদ্য পান করেছেন ৷

এই ঘটনা সামনে আসতেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ কড়া নির্দেশ দিয়েছে, এই ঘটনা খুবই উদ্বেগজনক একটা বিষয় ৷ কোনও পরিস্থিতিতেই মদ্যপ অবস্থায় বিমান চালানো বরদাস্ত করা হবে না ৷ বিমানের যাত্রীদের জীবন নিয়ে খেলা চলবে না ৷ পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ নিয়মানুযায়ী ভারতীয় পাইলটরা বিমানে ওঠার আগে তাঁদের বিএটি পরীক্ষা করা হয় ৷ একটি সমীক্ষায় পাওয়া হিসেব অনুযায়ী, 2023 সালে 33 জন পাইলট এবং 97 জন বিমানকর্মীর বিএটি পরীক্ষায় মদ্যপ ধরা পড়ে ৷

গতকালই কলকাতা বিমানবন্দরে একটি দুর্ঘটনায় বিমানের ডানা ভেঙে যায় ৷ কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার ইন্ডিগোর বিমান রানওয়ে ফাঁকা হওয়ার জন্য ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছিল ৷ সেই সময়ে পাশের ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাচ্ছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ৷ তখনই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে নিয়ে যাওয়া গাড়ি রানওয়ের মাপ বুঝতে কোনওরকম ভুল করে ফেলে ৷ আর তাতেই দুর্ঘটনা ঘটে যায় ৷ ইন্ডিগোর বিমানের ডানার সঙ্গে ধাক্কা লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার একাংশ ভেঙে পড়ে ৷ ইন্ডিগোর বিমানের ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় ৷

আরও পড়ুন:

  1. কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা
  2. ট্যাক্সিওয়েতে সংঘর্ষ, কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু'টি উড়ানের ডানা
  3. প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান

নয়াদিল্লি, 28 মার্চ: মদ্যপ অবস্থায় বিমান চালাচ্ছিলেন পাইলট ৷ এই খবর পেয়ে তাঁকে তড়িঘড়ি সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া ৷ জানা গিয়েছে, ফুকেট থেকে দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমানের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷ দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর নিয়মমতো পাইলটের ব্রেথ অ্যানালিসিস টেস্ট বা বিএটি পরীক্ষা করা হয় ৷ তাতেই ধরা পড়ে, ওই পাইলট মদ্য পান করেছেন ৷

সূত্রে জানা গিয়েছে, ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার ৷ ওই বিমানের চালক ফুকেট থেকে বিমানটিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন ৷ সেই অবস্থাতেই তিনি নেশা করেন ৷ বিমানটি যখন ভারতের মাটিতে নামে, তখন ওই পাইলটের বিএটি পরীক্ষা হয় ৷ তাতেই সামনে আসে যে তিনি মদ্য পান করেছেন ৷

এই ঘটনা সামনে আসতেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ কড়া নির্দেশ দিয়েছে, এই ঘটনা খুবই উদ্বেগজনক একটা বিষয় ৷ কোনও পরিস্থিতিতেই মদ্যপ অবস্থায় বিমান চালানো বরদাস্ত করা হবে না ৷ বিমানের যাত্রীদের জীবন নিয়ে খেলা চলবে না ৷ পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ নিয়মানুযায়ী ভারতীয় পাইলটরা বিমানে ওঠার আগে তাঁদের বিএটি পরীক্ষা করা হয় ৷ একটি সমীক্ষায় পাওয়া হিসেব অনুযায়ী, 2023 সালে 33 জন পাইলট এবং 97 জন বিমানকর্মীর বিএটি পরীক্ষায় মদ্যপ ধরা পড়ে ৷

গতকালই কলকাতা বিমানবন্দরে একটি দুর্ঘটনায় বিমানের ডানা ভেঙে যায় ৷ কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার ইন্ডিগোর বিমান রানওয়ে ফাঁকা হওয়ার জন্য ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছিল ৷ সেই সময়ে পাশের ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাচ্ছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ৷ তখনই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে নিয়ে যাওয়া গাড়ি রানওয়ের মাপ বুঝতে কোনওরকম ভুল করে ফেলে ৷ আর তাতেই দুর্ঘটনা ঘটে যায় ৷ ইন্ডিগোর বিমানের ডানার সঙ্গে ধাক্কা লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার একাংশ ভেঙে পড়ে ৷ ইন্ডিগোর বিমানের ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় ৷

আরও পড়ুন:

  1. কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা
  2. ট্যাক্সিওয়েতে সংঘর্ষ, কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু'টি উড়ানের ডানা
  3. প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.