ETV Bharat / bharat

নক্ষত্রের অনুকূল অবস্থানে সমস্যা থেকে রেহাই কাদের, জানুন রাশিফলে - HOROSCOPE IN BANGLA

Daily Horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Daily Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 5:30 AM IST

মেষ: কাজ ও সামাজিকতা নিয়ে আপনি খুবই ব্যস্ত ছিলেন। এখন বিরতি নিন ৷ নিজের জন্য কিছু করুন। আপনাকে হয়ত স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনি চাপে থাকলে সব কাজই পিছিয়ে যাবে। আজ আপনি কাজের জায়গায় সবকিছু ঠিকঠাক করার জন্য নিজের শক্তি ব্যয় করবেন। আজ আপনার ধৈর্যের পরীক্ষা হবে ৷ কাজেই আপনি মানসিক চাপে থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা আছে।

বৃষ: আজ স্থির করা সব স্বল্পমেয়াদী লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন ৷ তারপরে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করবেন। কাজের চাপ থাকবে ৷ কিন্তু তার ফাঁকেই আপনি অবসর নেওয়ার সময় বের করে নিতে পারবেন। পরিবার ও বন্ধুরাও আপনার পরিকল্পনায় সহায়তা করবে।

মিথুন: আজ আপনি অন্যদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে পারবেন। প্রিয়জনকে নিজের উপস্থিতি ও উপহার দিয়ে খুশি করতে পারবেন । প্রিয়জনের জন্য উপযুক্ত উপহার খুঁজতে আজ অনেক জায়গায় ঘুরবেন ৷

কর্কট: আজ দিনটা এমন বিশেষ কিছু নয়। আপনি দৈনন্দিন কাজকর্ম করবেন আর তার মাধ্যমেই পার্থিব তৃপ্তি খুঁজে পাবেন। অ্যাডভেঞ্চার, উত্তেজনাহীন জীবন মানেই কর্মহীন হওয়া নয়। সন্ধ্যার মধ্যে, আপনি বুঝে যাবেন যে আগামিকাল আজকের মত একঘেয়ে হবে না।

সিংহ: আজ সমস্ত কাজ আপনি সাহসের সঙ্গে হাসিল করতে পারবেন। ফল স্বরূপ কয়েক মাসের পরিশ্রমের পুরষ্কার পাবেন। আজ কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি পরিকল্পনা সূচি তৈরি করুন। বেশি চাপ নিয়ে কাজ করবেন না, স্বাস্থ্যর সমস্যায় ভুগতে পারেন।

কন্যা: কর্মক্ষেত্রে আপনার কাজ করার অসাধারণ ভঙ্গিমার কারণে আপনি প্রচুর প্রশংসা ও সমর্থন লাভ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি নিষ্ঠার কদর করবেন। সন্ধ্যেটি মজাদার ও মনোরঞ্জক হবে। হালকা গান চালিয়ে আপনি আরাম করবেন। অন্যের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য আপনি আবেগ তাড়িতে হয়ে পড়বেন ৷ আজ খুব বড় সমস্যার মুখোমুখি হবেন না।

তুলা: ব্যক্তিগত জীবন ও সামাজিক অবস্থানের ক্ষেত্রেও আপনি বড় পরিবর্তন দেখতে পাবেন।টেলিভিশনের মত মাধ্যমের জন্য অথবা কাজের জায়গায় আপনার উদ্ভাবনী চিন্তাধারার জন্যও হতে পারে। সকলেই আজ আপনার কাজের ও আপনার প্রশংসা করবেন। চারুকলার দিকে ঝোঁক বাড়বে।

বৃশ্চিক: আজ নক্ষত্র আপনার জন্য এক অনুকূল দিন প্রস্তুত করে রেখেছে। আপনি দলের গুরুত্ব জানেন ৷ উর্ধ্বতন, অধস্তন প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করেন। এর ফলে কাজের জায়গায় সঙ্গতি বজায় থাকে।

ধনু: আপনার ভিতরের প্রাজ্ঞতা আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে শান্তি রাখার জন্য আপনি নিজস্ব কৌশল প্রয়োগ করবেন। আজ আপনি বিচক্ষণ ও সন্তুষ্ট বোধ করবেন ৷ তাই চারপাশে প্রেমের বাণি ছড়িয়ে দেবেন । সব মিলিয়ে, দিনটা শান্তিতেই কাটবে।

মকর: আপনার ব্যতিক্রমী বুদ্ধিজীবী ক্ষমতাগুলি কেবল আপনার জন্য খুব একটা ভালো হবে না ৷ যারা আপনার মূল্যবান দিক নির্দেশনার কারণে আপনার পেশাতে অগ্রসর হবেন। আজ একাধিক সমস্যার সন্মুখীন হতে পারেন ৷ তবে আপনার উপর চাপ দেওয়ার কোনও কিছুই থাকবে না।

কুম্ভ: একঘেয়ে দৈনন্দিন কাজ আপনার কৌতুক ও রসবোধের মাধ্যমে রঙিন হয়ে উঠবে। আপনার হাসিখুশি স্বভাব সকলের কাজের চাপ কমাতে সাহায্য করবে। মানুষ আপনার উপস্থিতি পছন্দ করেন আর সেইজন্যই আপনি সকলের অতিথি তালিকার একদম শীর্ষে থাকেন।

মীন: আপনার হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে ৷ তাই মন বেশ খুশিখুশি থাকবে। আপনি নতুন নতুন কৌশল প্রয়োগ করবেন ৷ চাইবেন সবকিছু পরিকল্পনামাফিক চলুক। সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন।

মেষ: কাজ ও সামাজিকতা নিয়ে আপনি খুবই ব্যস্ত ছিলেন। এখন বিরতি নিন ৷ নিজের জন্য কিছু করুন। আপনাকে হয়ত স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনি চাপে থাকলে সব কাজই পিছিয়ে যাবে। আজ আপনি কাজের জায়গায় সবকিছু ঠিকঠাক করার জন্য নিজের শক্তি ব্যয় করবেন। আজ আপনার ধৈর্যের পরীক্ষা হবে ৷ কাজেই আপনি মানসিক চাপে থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা আছে।

বৃষ: আজ স্থির করা সব স্বল্পমেয়াদী লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন ৷ তারপরে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করবেন। কাজের চাপ থাকবে ৷ কিন্তু তার ফাঁকেই আপনি অবসর নেওয়ার সময় বের করে নিতে পারবেন। পরিবার ও বন্ধুরাও আপনার পরিকল্পনায় সহায়তা করবে।

মিথুন: আজ আপনি অন্যদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে পারবেন। প্রিয়জনকে নিজের উপস্থিতি ও উপহার দিয়ে খুশি করতে পারবেন । প্রিয়জনের জন্য উপযুক্ত উপহার খুঁজতে আজ অনেক জায়গায় ঘুরবেন ৷

কর্কট: আজ দিনটা এমন বিশেষ কিছু নয়। আপনি দৈনন্দিন কাজকর্ম করবেন আর তার মাধ্যমেই পার্থিব তৃপ্তি খুঁজে পাবেন। অ্যাডভেঞ্চার, উত্তেজনাহীন জীবন মানেই কর্মহীন হওয়া নয়। সন্ধ্যার মধ্যে, আপনি বুঝে যাবেন যে আগামিকাল আজকের মত একঘেয়ে হবে না।

সিংহ: আজ সমস্ত কাজ আপনি সাহসের সঙ্গে হাসিল করতে পারবেন। ফল স্বরূপ কয়েক মাসের পরিশ্রমের পুরষ্কার পাবেন। আজ কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি পরিকল্পনা সূচি তৈরি করুন। বেশি চাপ নিয়ে কাজ করবেন না, স্বাস্থ্যর সমস্যায় ভুগতে পারেন।

কন্যা: কর্মক্ষেত্রে আপনার কাজ করার অসাধারণ ভঙ্গিমার কারণে আপনি প্রচুর প্রশংসা ও সমর্থন লাভ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি নিষ্ঠার কদর করবেন। সন্ধ্যেটি মজাদার ও মনোরঞ্জক হবে। হালকা গান চালিয়ে আপনি আরাম করবেন। অন্যের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য আপনি আবেগ তাড়িতে হয়ে পড়বেন ৷ আজ খুব বড় সমস্যার মুখোমুখি হবেন না।

তুলা: ব্যক্তিগত জীবন ও সামাজিক অবস্থানের ক্ষেত্রেও আপনি বড় পরিবর্তন দেখতে পাবেন।টেলিভিশনের মত মাধ্যমের জন্য অথবা কাজের জায়গায় আপনার উদ্ভাবনী চিন্তাধারার জন্যও হতে পারে। সকলেই আজ আপনার কাজের ও আপনার প্রশংসা করবেন। চারুকলার দিকে ঝোঁক বাড়বে।

বৃশ্চিক: আজ নক্ষত্র আপনার জন্য এক অনুকূল দিন প্রস্তুত করে রেখেছে। আপনি দলের গুরুত্ব জানেন ৷ উর্ধ্বতন, অধস্তন প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করেন। এর ফলে কাজের জায়গায় সঙ্গতি বজায় থাকে।

ধনু: আপনার ভিতরের প্রাজ্ঞতা আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে শান্তি রাখার জন্য আপনি নিজস্ব কৌশল প্রয়োগ করবেন। আজ আপনি বিচক্ষণ ও সন্তুষ্ট বোধ করবেন ৷ তাই চারপাশে প্রেমের বাণি ছড়িয়ে দেবেন । সব মিলিয়ে, দিনটা শান্তিতেই কাটবে।

মকর: আপনার ব্যতিক্রমী বুদ্ধিজীবী ক্ষমতাগুলি কেবল আপনার জন্য খুব একটা ভালো হবে না ৷ যারা আপনার মূল্যবান দিক নির্দেশনার কারণে আপনার পেশাতে অগ্রসর হবেন। আজ একাধিক সমস্যার সন্মুখীন হতে পারেন ৷ তবে আপনার উপর চাপ দেওয়ার কোনও কিছুই থাকবে না।

কুম্ভ: একঘেয়ে দৈনন্দিন কাজ আপনার কৌতুক ও রসবোধের মাধ্যমে রঙিন হয়ে উঠবে। আপনার হাসিখুশি স্বভাব সকলের কাজের চাপ কমাতে সাহায্য করবে। মানুষ আপনার উপস্থিতি পছন্দ করেন আর সেইজন্যই আপনি সকলের অতিথি তালিকার একদম শীর্ষে থাকেন।

মীন: আপনার হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে ৷ তাই মন বেশ খুশিখুশি থাকবে। আপনি নতুন নতুন কৌশল প্রয়োগ করবেন ৷ চাইবেন সবকিছু পরিকল্পনামাফিক চলুক। সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.