তিনসুকিয়া, 18 ফেব্রুয়ারি: অরুণাচল প্রদেশের চাংলাং জেলার কয়লা খনি অঞ্চল থেকে 3 জনকে অপরহণের ঘটনা সামনে এসেছে ৷ জানা গিয়েছে, অপহৃত 3 জন খনি সংস্থার কর্মী ৷ সন্দেহ করা হচ্ছে স্থানীয় জঙ্গি সংগঠন এই অপহরণের পিছনে রয়েছে ৷ মূলত, এনএসসিএন-আইএম ও আলফা-আই ওই তিন কর্মীর অপহরণের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে ৷
রবিবার এনএসসিএন-আইএম ও আলফা-আই জঙ্গি সংগঠনের সদস্যরা খনি সংস্থার 3 কর্মীকে অপরহণ করেছে বলে প্রথম খবর পাওয়া যায় ৷ তাঁদের চাংলাং জেলার ফিনবিরু এলাকার মাংচা বস্তি থেকে অপরহণ করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর ৷ ওই তিন কর্মীর পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, চন্দন নারজারি, লেখক বোরা এবং জ্ঞান থাপা ৷ লেখক বোরা এবং জ্ঞান থাপা অসমের তিনসুকিয়া জেলার লেখাপানি এলাকার বাসিন্দা ৷ অপহৃতরা স্থানীয় দুই কয়লা ব্যবসায়ী শিবু সরকার এবং রঞ্জিত থাপার হয়ে কাজ করতেন ৷
জানা গিয়েছে, খবর পেয়ে তিনসুকিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাসের নেতৃত্বে অসম পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁরা অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে অপহৃত তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ৷ পুলিশ প্রশাসন সন্দেহ করছে, উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠন আলফা ইন্ডিপেন্ডেন্ট এবং এনএসসিএন যৌথভাবে কয়লা খনি অঞ্চলের ওই তিন কর্মীকে অপহরণ করেছে ৷ তবে, ওই দুই জঙ্গি সংগঠনের তরফে এখনও এই অপরহণের ঘটনায় কোনও দায়স্বীকার করা হয়নি ৷ পুলিশের এও সন্দেহ কয়লা ব্যবসায়ী শিবু সরকার এবং রঞ্জিত থাপার থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে, তাঁদের তিন কর্মীকে অপরহণ করা হয়েছে ৷
আরও পড়ুন: