thumbnail

By

Published : Jun 28, 2022, 7:25 PM IST

ETV Bharat / Videos

Chandrakona Rath Yatra 2022 : 2 দিন পরেই রশিতে পড়বে টান, চন্দ্রকোনায় সাজছে 700 বছরের রথ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 2নং ওয়ার্ডের নয়াগঞ্জ এলাকায় রয়েছে আনুমানিক সাত-আটশো বছরের পুরনো বড় অস্তলের মন্দির(Chandrakona Rath Yatra 2022 )। তৎকালীন বর্ধমান রাজার আমলে এলাকায় বহু মন্দির স্থাপিত হয় । তার মধ্যে অন্যতম হল বড় অস্তলে রামানুজ সম্প্রদায়ের এই মন্দিরটি । 1440 খ্রীষ্টাব্দের আগে থেকেই রামানুজ সম্প্রদায়ের প্রথম মহারাজ স্বরূপ রামানুজ দাস আচারি বড় অস্তল স্থাপন করেন । বিভিন্ন দেবদেবীর অষ্টধাতুর মূর্তি রয়েছে এই মন্দিরটিতে । বড় অস্তলের ঝুলন ও রথ চন্দ্রকোনার ঐতিহ্যের বড় উৎসব হিসেবে পরিচিত । বহু মানুষের সমাগম হয়ে থাকে এখানে । প্রতিবছরই ধূমধাম করে বড় অস্তলে পুজো হওয়ার পর বহু মানুষ শোভাযাত্রা করে এই রথ টানে । বড় অস্তল থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় পৌরসভার 3 নং ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজারে মাসির বাড়িতে । সেখানে আট দিন থাকার পর উল্টোরথে ফের শোভাযাত্রা করে একইপথে নয়াগঞ্জের বড় অস্তলে আনা হয় রথ । বর্তমান মহারাজ সৌমেন রামানুজ দাস আচারি জানান, চন্দ্রকোনার এই বড় অস্তলের সঙ্গে সংযোগ আছে চন্দ্রকোনার ঝাঁকরা ও আনন্দপুর থানার খেতুয়া কালীপুরের রথের । রথের দিন বড় অস্তল থেকে বিষ্ণু বিগ্রহ নিয়ে গেলে তবেই বাকি ওই দুই জায়গায় পূজার্চনা শুরু হয় । হাতে আর মাত্র দু'দিন ৷ তারপরই রথের রশিতে পড়বে টান ৷ তাই রথ ঝাড়ামোছা থেকে রং করে সাজিয়ে তোলার কাজ চলছে বড় অস্তলে(preparation of rath yatra at chandrakona)। ঐতিহ্যের রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য মুখিয়ে রয়েছে চন্দ্রকোনাবাসী ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.