কাকলীর সমর্থনে রোড শো, যানজট শহরে
🎬 Watch Now: Feature Video
কাকলী ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসতে রোড শো করলেন অভিনেত্রী জুন মালিয়া, বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়, বারাসতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । গতকাল বারাসতের রথতলা মাঠ থেকে শুরু হয় এই রোড শো । প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে রোড শো। এর জেরে যানজট তৈরি হয় শহরে ।