জীবন নিয়ে ফিরব ভাবিনি, বললেন শীতলকুচির 126 নম্বর বুথের ফার্স্ট পোলিং অফিসার
🎬 Watch Now: Feature Video
10 এপ্রিল ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল 4 যুবকের ৷ কীভাবে ঘটেছিল সেই ঘটনা ? কেনইবা কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল সেদিন ? কী বলছেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/ 126 নম্বর বুথের ফার্স্ট পোলিং অফিসার অভিজিৎ বর্মণ ? দিনহাটা 2 ব্লকের বামন হাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎবাবুর কথায়, ‘‘সেদিন ওখান থেকে জীবন নিয়ে ফিরতে পারব ভাবিনি ৷’’ সেদিন কী ঘটেছিল ? জানালেন অভিজিৎবাবু ৷