লকডাউন উপেক্ষা করায় কানধরে উঠবোস
🎬 Watch Now: Feature Video
মালদার পর এবার কোচবিহারে লকডাউন অমান্য করায় মিলছে কান ধরে উঠবোস করার শাস্তি । লাঠিচার্জ নয়, কান ধরে উঠবোস করার মত পদক্ষেপ করল কোচবিহার পুলিশ । বৃহস্পতিবার কোচবিহারের মিনিবাস স্ট্যান্ড-সহ সুনীতি রোডে এমনটাই ধরা পড়ল ক্যামেরায় । এছাড়া, কোচবিহারের সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল পুলিশ নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছেন ।