TMC Clash : তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত তুফানগঞ্জ - তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত তুফানগঞ্জ
🎬 Watch Now: Feature Video
টেন্ডার ডাকাকে কেন্দ্র করে তৃনমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ-2 বিডিও অফিস চত্বর । তৃণমূল কংগ্রেস নেতা সুরেশ বর্মন ও তুফানগঞ্জ-2 ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের মধ্যে টেন্ডার নিয়ে গন্ডগোল শুরু হয় । তুফানগঞ্জ-2 ব্লক অফিসের বারোকোদালি-2 গ্রাম পঞ্চায়েতের টেন্ডারের কাজ নিয়ে কথা বলতে যান তুফানগঞ্জ বিধানসভার তৃণমূল নেতা সুরেশ বর্মন । সেই সময় তুফানগঞ্জ-2 ব্লক তৃণমূল সভাপতি ধনেশ্বর বর্মন বিডিও অফিস চত্বরে সুরেশ বর্মনকে দেখে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ ৷ এই ঘটনা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি । বক্সিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।