হায়দরাবাদ: সুখী গৃহকোণ তখনই সম্পূর্ণ হয় যখন সেই বাড়িতে থাকে মন্দির বা ঠাকুরের স্থান ৷ এই একটা জায়গায় যেন মনের সকল অশান্তি শান্ত হয়ে যায় ৷ সংসারের ঝড়-ঝাপটা সামলানোর শক্তি যোগায় দেবতার এই স্থান ৷ তবে সেটা তখনই সম্ভব যখন বাস্তুমতে সঠিক স্থান নির্বাচন করা হয় মন্দির বানানোর জন্য ৷ শুধু তাই নয়, কাঠের বা পাথরের মন্দির স্থাপন করলে, তার দৈর্ঘ্য-প্রস্থও গুরুত্ব পায় ৷ তাই ঘরের কোন কোণায় মন্দির স্থাপন করলে এবং কীরকম তার শেপ হওয়া উচিত, সংসারের মঙ্গলের জন্য, তারই কিছু বাস্তু টিপস রইল আপনাদের জন্য ৷
- যদি আপনার বাড়ি বানান, তাহলে মন্দির স্থাপনের জন্য সবচেয়ে ভালো জায়গা হল উত্তর-পূর্ব কোণ অথবা ঈশান কোণ ৷ এই স্থানে মন্দির স্থাপন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে ৷ সেক্ষেত্রে যদি মনে হয়, আলাদা পুজোর ঘরও বানাতে পারেন ৷
- আপনি তৈরি হওয়া ফ্ল্যাট কিনলে বা ভাড়া বাড়িতে থাকলে, সেখানে বড় মন্দির তৈরি করা সম্ভব নয় ৷ কোনও অসুবিধা নয় ৷ জায়গার অভাব থাকলে আপনি দেওয়ালে ঝোলানো ছোট মন্দির স্থাপন করতে পারেন ৷ শুধু মাথায় রাখবেন, মন্দিরের দেওয়াল যেন পূর্ব দিকে হয় ৷ যদি আপনি বাস্তুশাস্ত্র মতে মন্দির স্থাপন করেন, তাহলে নিজের সংসারে বা পরিবারের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষণ করতে পারবেন বলে মত, বাস্তু বিশেষজ্ঞদের ৷
- পূর্ব দিক আসলে সূর্যের দিক ৷ পাশাপাশি এই দিক ভগবান ইন্দ্রের দিক হিসাবেও পরিচিত ৷ তাই যখন আপনি পূর্বদিকে মুখ করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, তখন তা আরও বেশি ফলদায়ী হল বলে মত বাস্তু বিশেষজ্ঞদের ৷
- বাস্তু মতে দক্ষিণ দিকে মুখ করে ভগবানের প্রার্থনা করতে নেই ৷ পাশাপাশি দক্ষিণদিকে মন্দিরও স্থাপনও করতে নেই ৷ এইমতো করলে সংসারে অমঙ্গল ঘনিয়ে আসে ৷ মন্দিরে ভগবান স্থাপনেও দিতে হয় বিশেষ নজর ৷ যেমন, ভগবানের মুখ কখনও ফুল-মালা দিয়ে ঢেকে রাখতে নেই ৷ মন্দিরের দেওয়াল সঙ্গে কখনও বাথরুম তৈরি করা বা হওয়া উচিত নয়৷
আরও পড়ুন: বাথরুমে ভুলেও করবেন না এই জিনিসগুলো, না-হলে সংসারে অশান্তি লেগেই থাকবে
- সিঁড়ির তলায় মন্দির স্থাপন করা মানে সংসারে অশান্তির সূত্রপাত ৷ পাশাপাশি মন্দিরের শেপ বা ডিজাইন হওয়া উচিত পিরামিডের মতো ৷
(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা৷ বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)