ETV Bharat / sukhibhava

Rose Water: চুলের যত্নে ব্যবহার করুন গোলাপ জল - চুলের যত্নে ব্যবহার করুন গোলাপজল

ত্বকের যত্নে গোলাপ জল নিশ্চয়ই ব্যবহার করে থাকি । গোলাপ জলের উপকারিতা আমরা সবাই জানি । কিন্তু চুলের যত্নে গোলাপ জল ব্যবহার করা যায় ৷ চুল ভালো (Hair Tips) রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার । কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় এই গোলাপ জল ? তা জেনে নিন ৷

Rose Water News
চুলের যত্নে ব্যবহার করুন গোলাপজল
author img

By

Published : Oct 18, 2022, 9:19 PM IST

হায়দরাবাদ: গোলাপ জল ত্বক এবং চুল ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই গোলাপ জল ত্বকে এবং চুলে কীভাবে ব্যবহার করবেন ? গোলাপফুলের পাপড়ি জলে ফুটিয়ে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপ জল । হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় । রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি । আসলে গোলাপ জল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান । আপনি যদি বাড়িতেই গোলাপ জল বানিয়ে নিতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। সেটা সম্পূর্ণ প্রাকৃতিক । গোলাপ জলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ । এমনকী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও আছে । সেই জন্যে স্ক্যাল্পে কোনও ইনফেকশন হলে তা সারিয়ে দিতে পারে গোলাপ জল । আবার স্ক্যাল্পের প্রদাহ কমাতেও সাহায্য করে (Hair Tips) ।

জেনে নিন কেন এবং কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন গোলাপজল ।

1) মাথার ত্বক পরিষ্কার রাখে গোলাপ জল । এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মাথার চুলকানি কমাতে সাহায্য করে ।

2) খুশকি দূর করতে কার্যকারিতা রয়েছে গোলাপ জলের । গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে ।

3) গোলাপ জলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি 3 রয়েছে । এই পুষ্টি উপাদানগুলি চুল ভালো রাখার জন্য জরুরি । গোলাপ জল চুলের গোড়ায় সরাসরি স্প্রে করলে চুলের ফলিকলগুলির গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি বাড়ে ।

4) প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে গোলাপজলের জুড়ি নেই । রুক্ষ চুলে প্রাণ ফেরায় উপাদানটি । চুলের শেষভাগ শুষ্ক আর ফাটা হলেও গোলাপ জল স্প্রে করুন, চুল নিমেষে আর্দ্র আর নরম হয়ে যাবে ।

5) মজবুত চুলের জন্য ব্যবহার করতে পারেন গোলাপ জল । ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এতে । এসব উপাদান চুল মজবুত করতে সাহায্য করে ।

6) রুক্ষ চুলের হাল ফেরাতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতেই পারেন আপনি । আপনার প্রয়োজন অ্য়ালোভেরা জেল । সেটি পরিমাণ মতো একটি পাত্রে নিন । তার সঙ্গে দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলের গোড়ায় ভালো করে মেখে রাখুন । এবার শুকিয়ে গেলে চুল ধুয়ে নিন । সপ্তাহে তিনবার এই হেয়ার মাস্ক আপনি ব্যবহার করতে পারেন । চুলের রুক্ষতা কেটে যাবে । ঘন ও জেল্লাদার চুল পাবেন আপনিও ।

যেভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল

  • শ্যাম্পু অথবা কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল ।
  • স্প্রে বোতলে নিয়ে সরাসরি স্প্রে করতে পারেন চুলে ।
  • গোলাপ জলে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান ।
  • শ্যাম্পু শেষে গোলাপ জলে ধুয়ে নিন চুল ।

আরও পড়ুন: মুখের কালো দাগ তুলতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

হায়দরাবাদ: গোলাপ জল ত্বক এবং চুল ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই গোলাপ জল ত্বকে এবং চুলে কীভাবে ব্যবহার করবেন ? গোলাপফুলের পাপড়ি জলে ফুটিয়ে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপ জল । হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় । রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি । আসলে গোলাপ জল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান । আপনি যদি বাড়িতেই গোলাপ জল বানিয়ে নিতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। সেটা সম্পূর্ণ প্রাকৃতিক । গোলাপ জলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ । এমনকী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও আছে । সেই জন্যে স্ক্যাল্পে কোনও ইনফেকশন হলে তা সারিয়ে দিতে পারে গোলাপ জল । আবার স্ক্যাল্পের প্রদাহ কমাতেও সাহায্য করে (Hair Tips) ।

জেনে নিন কেন এবং কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন গোলাপজল ।

1) মাথার ত্বক পরিষ্কার রাখে গোলাপ জল । এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মাথার চুলকানি কমাতে সাহায্য করে ।

2) খুশকি দূর করতে কার্যকারিতা রয়েছে গোলাপ জলের । গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে ।

3) গোলাপ জলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি 3 রয়েছে । এই পুষ্টি উপাদানগুলি চুল ভালো রাখার জন্য জরুরি । গোলাপ জল চুলের গোড়ায় সরাসরি স্প্রে করলে চুলের ফলিকলগুলির গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি বাড়ে ।

4) প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে গোলাপজলের জুড়ি নেই । রুক্ষ চুলে প্রাণ ফেরায় উপাদানটি । চুলের শেষভাগ শুষ্ক আর ফাটা হলেও গোলাপ জল স্প্রে করুন, চুল নিমেষে আর্দ্র আর নরম হয়ে যাবে ।

5) মজবুত চুলের জন্য ব্যবহার করতে পারেন গোলাপ জল । ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এতে । এসব উপাদান চুল মজবুত করতে সাহায্য করে ।

6) রুক্ষ চুলের হাল ফেরাতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতেই পারেন আপনি । আপনার প্রয়োজন অ্য়ালোভেরা জেল । সেটি পরিমাণ মতো একটি পাত্রে নিন । তার সঙ্গে দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলের গোড়ায় ভালো করে মেখে রাখুন । এবার শুকিয়ে গেলে চুল ধুয়ে নিন । সপ্তাহে তিনবার এই হেয়ার মাস্ক আপনি ব্যবহার করতে পারেন । চুলের রুক্ষতা কেটে যাবে । ঘন ও জেল্লাদার চুল পাবেন আপনিও ।

যেভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল

  • শ্যাম্পু অথবা কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল ।
  • স্প্রে বোতলে নিয়ে সরাসরি স্প্রে করতে পারেন চুলে ।
  • গোলাপ জলে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান ।
  • শ্যাম্পু শেষে গোলাপ জলে ধুয়ে নিন চুল ।

আরও পড়ুন: মুখের কালো দাগ তুলতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.