হায়দরাবাদ: ফুলকপি পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন । ফুলকপি সবারই প্রিয় ৷ ফুলকপি দিয়ে বিভিন্ন সুস্বাদু পদ তৈরি করা যায় । শুধু তাই নয় এর মধ্যে যে কোনও পদই হয় মুখরোচক ও সুস্বাদু । ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপির ডালনা অথবা শুধু আলু-ফুলকপি ভাজা হলেই দুপুরের বা রাতের খাবার জমে যায় । এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মালাই ফুলকপি (Cauliflower Malai Recipe)।
উপকরণ
1টি ফুলকপি, পেঁয়াজ কুচি ছোট এক বাটি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 কাপ নারকেলের দুধ, 1 চা চামচ গোটা সড়ষে, আধ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, সড়ষের তেল পরিমাণমতো, 2 চামচ ফ্রেশ ক্রিম, স্বাদমতো নুন ও চিনি, গরমমশলার গুড়ো ৷
পদ্ধতি
আরও পড়ুন: বাড়িতেই বানান জিভে জল আনা ডিমের কোপ্তা