হায়দরাবাদ: মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধনে থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বর্তমানে থাইরয়েড গ্রন্থির সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় । মেয়েরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন । থাইরয়েড সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে 25 মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় ।
থাইরয়েড কী ?
থাইরয়েড হল একটি প্রজাপতির আকৃতির গ্রন্থি ৷ যা ঘাড়ের শ্বাসনালীর সামনে থাকে ৷ থাইরয়েডের কাজ হল হরমোন সিক্রেট করা যা শরীরের কাজকে পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণ করে ।
ইতিহাস
এই দিনের ইতিহাস 2007 সালের সেপ্টেম্বরে ইউরোপীয় থাইরয়েড অ্যাসোসিয়েশন (ইটিএ) কংগ্রেসের আগে বার্ষিক সাধারণ সভায় শুরু হয়েছিল ৷ এই দিনটি 1965 সালে এটির ভিত্তি চিহ্নিত করে যা থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছিল ৷
থাইরয়েডের লক্ষণ
ক্লান্তি, ঠান্ডা লাগা, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হয়ে য়ায়, ওজন বৃদ্ধি, মুখ ফুলে যায়, স্বর বদলে যেতে পারে, পেশির দুর্বলতা, পেশিতে ব্যথা, মেনস্ট্রুরাল সার্কেল বদলে যায়, চুল পাতলা হয়, ডিপ্রেশন, মনে রাখতে সমস্যা, হৃদগতি ধীর হয়ে যায় ।
কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় ?
চিকিৎসক প্রথমে রোগীর কাছ থেকে জানতে চান তাঁর কী কী অসুবিধা । থাইরয়েড গ্রন্থি বড় হলে বোঝা যায় । এরপর দেওয়া হয় একটি রক্তপরীক্ষা । এই পরীক্ষার নাম থাইরয়েড স্টিমুলেটিং টেস্ট বা টিএসএইচ টেস্ট । এই পরীক্ষার মাধ্যমেই থাইরয়েডের লেভেল বোঝা যায় । তারপরই এর চিকিৎসা করা যায় ৷ থাইরয়েড সম্পর্কিত রোগগুলি মূলত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং মানসিক চাপের কারণে হয় । এমন পরিস্থিতিতে প্রথমেই আপনার খাবারের দিকে খেয়াল রাখুন । থাইরয়েড চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন । প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা । এর পাশাপাশি নিয়মিত চেক-আপ করাতে থাকুন যাতে এটি নিয়ন্ত্রণে থাকে, তাহলে ওষুধও বন্ধ করা যায় ।
আরও পড়ুন: আইবিডি কী ? জেনে নিন কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে