হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি : প্রোবায়োটিকগুলি হল ওভার দ্য় কাউন্টার ট্যাবলেট এবং পানীয় যা অন্ত্রের মাইক্রোবায়োমকে শক্তিশালী করতে ব্যবহার করা হয় ৷ অন্ত্রে প্রাপ্ত 'স্যুপ' একটি জটিল মিশ্রণ যার মধ্য ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস মিশে রয়েছে ৷ ডেলিমেইলের বর্তমান রিপোর্ট বলছে, অন্ত্রের এই ব্যাকটেরিয়া কোভিডের মোকাবিলাতেও বিশেষ ভূমিকা রাখে ৷
গুট মাইক্রোবস জার্নালে প্রকাশিত এই গবেষণায় জানান হয়েছে প্রায় 300 জন করোনা আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা ৷ যাঁদের বয়স 16-60 বছরের মধ্যে ৷ 300 কোভিড রোগীর এই বিশেষ দলটির মধ্যে অর্ধেক জনকে দেওয়া হয়েছিল প্রোবায়োটিক ক্যাপসুল আর অন্যদের দেওয়া হয়েছিল প্লেসবো ৷ দেখা গিয়েছে প্রোবায়োটিক ক্যাপসুল দেওয়া রোগীদের মধ্যে 53 শতাংশ রোগী একমাসের মধ্যেই রোগ থেকে মুক্তি পেয়েছেন ৷ অন্যদিকে যাঁদের প্লেসবো ক্যাপসুল দেওয়া হয়েছে তাঁদের মধ্যে একই সময়ে সেরে উঠেছেন মাত্র 28 শতাংশ মানুষ ৷
প্রোবায়োটিকগুলিতে রয়েছে ল্যাকটোব্যাসিলিস, এটি এমন একটি পদার্থ তৈরি করে যা স্নায়ু কোষের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং অনেক রোগের দীর্ঘস্থায়ী প্রভাব কমাতে সাহায্য করে ৷ বিভিন্ন গবেষণায় আগেই দেখা গিয়েছে যে দীর্ঘমেয়াদী কোভিড রোগীদের অন্ত্রে ল্যাকটোব্যাসিলাসের মাত্রা কম হয়ে যায় যার জেরে রোগের প্রভাব আরও বেড়ে যায় ৷ কিন্তু দেখা গিয়েছে যাঁরা প্রোবায়োটিক ক্যাপসুল নিয়েছেন তাঁরা যে শুধু তাড়াতাড়ি সেরে উঠেছেন তাই নয় বরং শরীরের ভাইরাল লোডও অনেক কমে গিয়েছে (Probiotic capsules may speed up COVID recovery)৷
আরও পড়ুন : গর্ভাবস্থায় সংক্রমণ এড়াতে মেনে চলুন এই 9টি টিপস
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের পুষ্টির ইমিউনোলজির অধ্যাপক ফিলিপ ক্যাল্ডারের মতে, "প্রোবায়োটিক অন্ত্রের মাইক্রোবায়োমকে শক্তিশালী করতে পারে । এর মাধ্যমে, তারা ইমিউন সিস্টেমকে কাজ করতে এবং প্রদাহকে সীমিত করতে সাহায্য করতে পারে ৷" স্বাস্থ্যকর খাদ্য এবং প্রোবায়োটিকের ব্যবহার মাইক্রোবায়োম স্বাস্থ্যকে ভাল রাখে যা করোনার বিরুদ্ধে লড়াই করতে বড় সাহায্য করতে পারে।