ETV Bharat / sukhibhava

Durga Puja Recipe: এবার পুজোয় ঘরেই বানান তন্দুরি ফিস ফ্রাই - Tanduri Fish Fry

খুবই কম সময়ে আর অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তন্দুরি ফিস ফ্রাই (Durga Puja Recipe) ৷

Durga Puja Recipe News
এবার পুজোয় ঘরেই বানান তন্দুরি ফিস ফ্রাই
author img

By

Published : Sep 12, 2022, 8:34 PM IST

হায়দরাবাদ: পুজোর সময় অনেকেই চান ঠাকুর দেখার ভিড় এড়িয়ে যেতে। তাদের পছন্দ বাড়িতে পরিবার বা বন্ধুদের নিয়ে জমাটি আড্ডা আর কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। লাঞ্চ বা ডিনার না হয় বাইরে থেকেই আনিয়ে নিলেন (Durga Puja Recipe)। তবে সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু মুখোরোচক খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন তন্দুরি ফিশ ফ্রাই (Tanduri Fish Fry) । যা খুব সহজেই বানানো সম্ভব, আর খেতেও হয় খুব সুস্বাদু ।

উপকরণ-

আদা-রসুন বাটা (আড়াই টেবিল চামচ), পাতিলেবুর রস (5 চা চামচ), লাল লঙ্কার গুঁড়ো (1 টেবিল চামচ), নুন (স্বাদমতো), পমফ্রেট মাছ, দু'পিঠ চিরে চিরে নিতে হবে (5 টি মাঝারি আকারের), জিরে গুঁড়ো (দেড় চা চামচ), কসুরি মেথির গুঁড়ো (1 চা চামচ), গরম মশলার গুঁড়ো (1 চা চামচ), জল ঝরিয়ে ভালো করে ফেটানো দই (300 গ্রাম), সরষের তেল (আড়াই টেবিল চামচ) ৷

পদ্ধতি-

একটি পাত্রে 1 টেবিল চামচ আদা-রসুন বাটা, 2 চা চামচ পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন । এবার তাতে পরিমাণমতো নুন দিন । এই মিশ্রন মাছগুলির গায়ে ভালো করে লাগিয়ে 2 ঘণ্টা ফ্রিজে রেখে দিন ম্যারিনেশনের জন্য ।

অন্য আরেকটি একটি পাত্রে বাকি আদা-রসুনবাটা, পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, নুন, দই ও সরষের তেল দিন । ফ্রিজ থেকে মাছ বের করে এই মিশ্রণটি এবার পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে আরও একঘণ্টা ফ্রিজে রেখে দিন ।

Durga Puja Recipe News
ফিস

আরও পড়ুন: এবার পুজোয় ঘরেই বানান চিকেন ফ্রাই

ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে 4 মিনিট রোস্ট করুন । তারপর 2 মিনিট রেখে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আরও 3 মিনিট রোস্ট করুন ।

Durga Puja Recipe News
তন্দুরি ফিস ফ্রাই

ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে মাছ ভেজে নিতে পারেন । তারপর নামানোর আগে একটা ছোট বাটিতে গরম কয়লার টুকরো দিয়ে তাতে সামান্য ঘি দিয়ে প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে রাখুন 1 মিনিট । এতেও তন্দুরি ফ্লেভার চলে আসবে ।

কাঁচা পেঁয়াজ ও পছন্দের চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন এই তন্দুরি ফিস ফ্রাই ।

হায়দরাবাদ: পুজোর সময় অনেকেই চান ঠাকুর দেখার ভিড় এড়িয়ে যেতে। তাদের পছন্দ বাড়িতে পরিবার বা বন্ধুদের নিয়ে জমাটি আড্ডা আর কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। লাঞ্চ বা ডিনার না হয় বাইরে থেকেই আনিয়ে নিলেন (Durga Puja Recipe)। তবে সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু মুখোরোচক খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন তন্দুরি ফিশ ফ্রাই (Tanduri Fish Fry) । যা খুব সহজেই বানানো সম্ভব, আর খেতেও হয় খুব সুস্বাদু ।

উপকরণ-

আদা-রসুন বাটা (আড়াই টেবিল চামচ), পাতিলেবুর রস (5 চা চামচ), লাল লঙ্কার গুঁড়ো (1 টেবিল চামচ), নুন (স্বাদমতো), পমফ্রেট মাছ, দু'পিঠ চিরে চিরে নিতে হবে (5 টি মাঝারি আকারের), জিরে গুঁড়ো (দেড় চা চামচ), কসুরি মেথির গুঁড়ো (1 চা চামচ), গরম মশলার গুঁড়ো (1 চা চামচ), জল ঝরিয়ে ভালো করে ফেটানো দই (300 গ্রাম), সরষের তেল (আড়াই টেবিল চামচ) ৷

পদ্ধতি-

একটি পাত্রে 1 টেবিল চামচ আদা-রসুন বাটা, 2 চা চামচ পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন । এবার তাতে পরিমাণমতো নুন দিন । এই মিশ্রন মাছগুলির গায়ে ভালো করে লাগিয়ে 2 ঘণ্টা ফ্রিজে রেখে দিন ম্যারিনেশনের জন্য ।

অন্য আরেকটি একটি পাত্রে বাকি আদা-রসুনবাটা, পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, নুন, দই ও সরষের তেল দিন । ফ্রিজ থেকে মাছ বের করে এই মিশ্রণটি এবার পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে আরও একঘণ্টা ফ্রিজে রেখে দিন ।

Durga Puja Recipe News
ফিস

আরও পড়ুন: এবার পুজোয় ঘরেই বানান চিকেন ফ্রাই

ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে 4 মিনিট রোস্ট করুন । তারপর 2 মিনিট রেখে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আরও 3 মিনিট রোস্ট করুন ।

Durga Puja Recipe News
তন্দুরি ফিস ফ্রাই

ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে মাছ ভেজে নিতে পারেন । তারপর নামানোর আগে একটা ছোট বাটিতে গরম কয়লার টুকরো দিয়ে তাতে সামান্য ঘি দিয়ে প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে রাখুন 1 মিনিট । এতেও তন্দুরি ফ্লেভার চলে আসবে ।

কাঁচা পেঁয়াজ ও পছন্দের চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন এই তন্দুরি ফিস ফ্রাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.