ETV Bharat / sukhibhava

বর্ষবরণের পার্টিতে পুরুষ-পোশাকে নয়া চমক, ফ্যাশনে ইন রিপড জিন্স থেকে ব্লেজার

Fashion For New Year Party: নতুন বছরের আনন্দে মেতে ওঠে নগরবাসী ৷ আর বর্ষবরণের পার্টি মানে অন্যরূপে ধরা দেওয়া ৷ বর্ষশেষের পার্টিতে এবার পুরুষ পোশাকে আরও রঙিন...

New Year Party
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 1:59 PM IST

Updated : Dec 29, 2023, 2:34 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: নতুন বছরে নতুন পোশাক। না কি পুরনো পোশাকেই নতুন চমক। এবারের নিউ ইয়ারে পুরুষদের পোশাকে থাকতেই পারে বিশেষ চমক। ওয়ার্ডরোবে থাকা ব্লেজার, জ্যাকেট ও টি-শার্ট দিয়েই পার্টির মধ্যমণি হওয়া যাবে সহজে ৷

1. লেদার জ্যাকেট ও জিন্স: জিন্স সকলের আলমারিতেই থাকে ৷ ব্লু বা ডেনিম রঙের জিন্স বেছে নিতে পারেন 31ডিসেম্বরের রাতের পার্টির জন্য ৷ ভিতরে পছন্দ মতো টি- শার্ট পড়তে পারেন ৷ তার উপর লেদার জ্যাকেট চাপিয়ে নিলেই আপনি হয়ে উঠবেন পার্টির আকর্ষণ ৷ সেই লেদার জ্যাকেটের রঙ যদি আবার কালো, সাদা হয় তবে তো কথাই নেই ৷ পায়ে গলিয়ে নিন স্নিকার্স ৷ জমিয়ে মেতে উঠুন বছর শেষের পার্টিতে ৷

2. বোম্বার জ্যাকেট ও জিন্স: লেদার জ্যাকেট থেকে একটু আলাদা হয় বোম্বার জ্যাকেট ৷ ওয়ার্ডরোবে এইধরনের বোম্বার জ্যাকেট থাকে অনেকের ৷ এই জ্যাকেট যেকোনও ধরনের মেটিরিয়াল দিয়ে তৈরি হতে পারে ৷ লেদার দিয়ে তৈরি হতে পারে বোম্বার জ্যাকেট ৷ এই জ্যাকেটের বৈশিষ্ট হল রিপড কলার ও লুজ ফিটিংস হয় ৷ সাধারণ শার্ট পড়ে তার উপর চাপিয়ে নিন এই জ্যাকেট ৷ আপনার পার্টির পোশাক রেডি ৷ আরও একটু আকর্ষণীয় দেখাতে শার্টের দু’টো বোতামও খুলে রাখতে পারেন ৷ সঙ্গে পড়তে পারেন স্ট্রচেবেল জিন্স ৷ অল্প ফডেড জিন্সও কিন্তু বেশ মানাবে এই বোম্বার জ্যাকেটের সঙ্গে ৷

3. ট্রেঞ্চ কোট এবং চিনোজ প্যান্ট: ট্রেঞ্চ কোট পরলে যেকোনও পুরষই সকলের থেকে আলাদা হয়ে যান ৷ স্টাইল আইকোন হতে পারেন আপনিও ৷ সাধারন কোটের থেকে বেশ বড় হয় ঝুলে ৷ হাঁটু থেকে একটু উপর পর্যন্ত হয় ৷ নিউইয়ার পার্টির জন্য এই ট্রেঞ্চ কোট বেশ আকর্ষনীয় ৷ তবে এর সঙ্গে কিন্তু জিন্স নয় চিনোজ প্যান্ট পরে নিতে পারেন ৷ পডুন বুট ৷ আজ কাল শর্ট হাইটের ছেলেরদের জন্য বিভিন্ন ধরনের হিল বুট দেখা যায় ৷ যা ফ্যাশানে বেশ ইন ৷ তাই ওয়ার্ডরোরে থাকা টেঞ্চ কোটটি এই বছর বর্ষশেষের পার্টিতে একবার চাপিয়ে নিতে পারেন ৷

4. ব্লেজার: যে কোনও পার্টিতে ব্লেজার পড়লে আলাদা ব্যক্তিত্ব ফুটে ওঠে ৷ তবে রোজ অফিসে ফরর্মাল ব্লেজার না পরে পার্টি ওয়্যার ব্লেজার পড়তে পারেন ৷ পার্টির একটু অন্য ধরনের এই ব্লেজার যে আপনাকে সকলের থেকে আলাদা করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এই ধরনের ব্লেজারের কলার সাধারণত উজ্বল ব্লু, সবুজ, মেরুন রঙের হয় ৷ হালকা রঙের শার্টের উপর পড়ে নিতে পারেন একটি বো ৷ যা পার্টিতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে ৷ ব্লেজার পড়ে ভালোবাসার মানুষের কাছে হয়ে উঠতে পারেন 'ড্যাশিং' ৷

5. পার্টি ওয়্যার টক্সিডোস: টক্সিডোস যে কেউ পরতে পারেন বর্ষ বরণের সন্ধ্যায় ৷ তবে এইধরনের পোশাক আলাদা ব্যক্তিত্ব ফুটিয়ে তেলে চেহারায় ৷ এই পোশাকটির কলার উজ্বল রঙের হয় ৷ কলারে ডিজাইন করা থাকে ৷ কলার সাধারণত টুইড বা কর্ডবয় ডিজাইনের হয় ৷ যদি পার্টিতেও বাধাগতের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করকে চান তবে পরতেই পারেন টক্সিডোস ৷ এর সঙ্গে যেকোনও ফর্মাল শু বেছে নিতে পারেন ৷ স্নিকার্স একেবারেই নয় ৷

6. ব্ল্যাক আউটফিট: শীতের রাতে বর্ষবরণের উৎসবে যোগ দিতে গেলে কালো রং বেছে নিতেই পারেন ৷ আর সকলের ওয়ার্ডরোবে কালো স্যুট থেকে শুরু করে কালো জিন্স, টি-শার্ট, শার্ট থাকে ৷ সেগুলো পড়ে নিতে পারেন নিউইয়ার পার্টিতে ৷ বিশেষত সাদাশার্টের সঙ্গে কালো ব্লেজার বেশ মানানসই ৷ কিংবা কালো জিন্স আর সঙ্গে শার্ট ৷ শার্টের উপরের দিকে দু‘টি বোতামও খুলে রাখলে ফ্যাশানে আলাদা মাত্রা যোগ করে ৷ ব্লেজারের সঙ্গে ক্যাজুয়াল লুক রাখতে গেলে টাই না পরে এবং শার্ট টাক-ইন না করে পড়তে পারেন ৷ এর সঙ্গে পড়ে ফেলুন মানান সই জুতো ৷ বেশ তৈরি আপনার নিউ ইয়ার লুক ৷

7. পার্টি ওয়্যার স্যুট: নববর্ষের পার্টিতে স্যুটও পড়তে পারেন অনায়াসেই ৷ এক্ষেত্রে প্যাটার্ন বা প্রিন্টেড স্যুট পড়তে পারেন ৷ প্রিন্ডেডের ক্ষেত্রে বেছে নিতে পারেন সাদকালো ববি প্রিন্টে ৷ আবার সেলফ প্রিন্ট স্যুটও পড়তে পারেন ৷

8. টার্টেল নেক সয়েটশার্ট: নর্ববর্ষের একটু ঠান্ডা থাকে ৷ বিশেষত গাড়ি, বাইক চালাতে একটু বেশি ঠান্ডা লাগে ৷ তাই পড়ে নিতে পারেন সয়েটশার্ট ৷ তারসঙ্গে ডেমিন জিন্স ফ্যাশান স্টেটমেন্ট হতে পারে ৷ কোনও ফর্মাল ব্লেজার চাপিয়ে নিতে পারেন ৷ সঙ্গে পড়ুন বুট তবে কোনও কথাই নেই ৷

9. রিপড জিন্স ও টি-শার্ট: বর্ষশেষের রাতে স্যুট, ব্লেজার আর টাইয়ের দমবন্ধ ফাঁস থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে বেছে নিতে পারেন রিপড জিন্স ও টি-শার্ট ৷ আর এখন সাদা স্নিকার্স বেশ ইন ৷ সকলের কাছে স্নিকার্সের কালেকশনে সাদা রঙের স্নিকার্স থাকে ৷ তবে থাকলেও সমস্যা নেই মানাসই স্নিকার্স অবশ্যই পড়তে পারেন ৷

10 . হুডি জ্যাকেট: বর্ষশেষের পার্টিতে পরতে পারেন হুডি ও জিন্স ৷ বেশি শীত কাতুরে হলে সঙ্গে একটা জ্যাকেট গলিয়ে নিতে পারেন ৷ সঙ্গে ম্য়াচিং স্নিকার্স ৷ কর্পোরেট লুক থেকে নিমেষের মধ্যে হয়ে যাবেন পার্টি রেডি ৷

তবে পোশাক যেমনই পরুন না কেন সেটি ঠিক ভাবে ক্যারি করতে পারলেই কেল্লা ফতে ৷ পোশাকের পাশাপাশি পারফিউম বা সুগন্ধিটিও যেন হয় মনমাতানো ৷ তাই এক্ষেত্রে অ্যাকোয়া ফ্রেশ ফ্রেগনেন্স বেছে নিতে পারেন ৷ তবে এটি অবশ্য়ই ব্যক্তি বিশেষে নির্ভর করে ৷ নিজের পছন্দের পারফিউম থেকে শুরু করে পোশাকে মাতিয়ে দিতে পারেন বর্ষবরণের সন্ধ্যা ৷ তবে পার্টিতে যদি কোনও থিম থাকে পোশাকটিও সেইভাবেই নির্বাচন করা ভালো ৷

(সমগ্র প্রতিবেদনটি সামগ্রিক তথ্যের ভিত্তিতে)

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: নতুন বছরে নতুন পোশাক। না কি পুরনো পোশাকেই নতুন চমক। এবারের নিউ ইয়ারে পুরুষদের পোশাকে থাকতেই পারে বিশেষ চমক। ওয়ার্ডরোবে থাকা ব্লেজার, জ্যাকেট ও টি-শার্ট দিয়েই পার্টির মধ্যমণি হওয়া যাবে সহজে ৷

1. লেদার জ্যাকেট ও জিন্স: জিন্স সকলের আলমারিতেই থাকে ৷ ব্লু বা ডেনিম রঙের জিন্স বেছে নিতে পারেন 31ডিসেম্বরের রাতের পার্টির জন্য ৷ ভিতরে পছন্দ মতো টি- শার্ট পড়তে পারেন ৷ তার উপর লেদার জ্যাকেট চাপিয়ে নিলেই আপনি হয়ে উঠবেন পার্টির আকর্ষণ ৷ সেই লেদার জ্যাকেটের রঙ যদি আবার কালো, সাদা হয় তবে তো কথাই নেই ৷ পায়ে গলিয়ে নিন স্নিকার্স ৷ জমিয়ে মেতে উঠুন বছর শেষের পার্টিতে ৷

2. বোম্বার জ্যাকেট ও জিন্স: লেদার জ্যাকেট থেকে একটু আলাদা হয় বোম্বার জ্যাকেট ৷ ওয়ার্ডরোবে এইধরনের বোম্বার জ্যাকেট থাকে অনেকের ৷ এই জ্যাকেট যেকোনও ধরনের মেটিরিয়াল দিয়ে তৈরি হতে পারে ৷ লেদার দিয়ে তৈরি হতে পারে বোম্বার জ্যাকেট ৷ এই জ্যাকেটের বৈশিষ্ট হল রিপড কলার ও লুজ ফিটিংস হয় ৷ সাধারণ শার্ট পড়ে তার উপর চাপিয়ে নিন এই জ্যাকেট ৷ আপনার পার্টির পোশাক রেডি ৷ আরও একটু আকর্ষণীয় দেখাতে শার্টের দু’টো বোতামও খুলে রাখতে পারেন ৷ সঙ্গে পড়তে পারেন স্ট্রচেবেল জিন্স ৷ অল্প ফডেড জিন্সও কিন্তু বেশ মানাবে এই বোম্বার জ্যাকেটের সঙ্গে ৷

3. ট্রেঞ্চ কোট এবং চিনোজ প্যান্ট: ট্রেঞ্চ কোট পরলে যেকোনও পুরষই সকলের থেকে আলাদা হয়ে যান ৷ স্টাইল আইকোন হতে পারেন আপনিও ৷ সাধারন কোটের থেকে বেশ বড় হয় ঝুলে ৷ হাঁটু থেকে একটু উপর পর্যন্ত হয় ৷ নিউইয়ার পার্টির জন্য এই ট্রেঞ্চ কোট বেশ আকর্ষনীয় ৷ তবে এর সঙ্গে কিন্তু জিন্স নয় চিনোজ প্যান্ট পরে নিতে পারেন ৷ পডুন বুট ৷ আজ কাল শর্ট হাইটের ছেলেরদের জন্য বিভিন্ন ধরনের হিল বুট দেখা যায় ৷ যা ফ্যাশানে বেশ ইন ৷ তাই ওয়ার্ডরোরে থাকা টেঞ্চ কোটটি এই বছর বর্ষশেষের পার্টিতে একবার চাপিয়ে নিতে পারেন ৷

4. ব্লেজার: যে কোনও পার্টিতে ব্লেজার পড়লে আলাদা ব্যক্তিত্ব ফুটে ওঠে ৷ তবে রোজ অফিসে ফরর্মাল ব্লেজার না পরে পার্টি ওয়্যার ব্লেজার পড়তে পারেন ৷ পার্টির একটু অন্য ধরনের এই ব্লেজার যে আপনাকে সকলের থেকে আলাদা করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এই ধরনের ব্লেজারের কলার সাধারণত উজ্বল ব্লু, সবুজ, মেরুন রঙের হয় ৷ হালকা রঙের শার্টের উপর পড়ে নিতে পারেন একটি বো ৷ যা পার্টিতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে ৷ ব্লেজার পড়ে ভালোবাসার মানুষের কাছে হয়ে উঠতে পারেন 'ড্যাশিং' ৷

5. পার্টি ওয়্যার টক্সিডোস: টক্সিডোস যে কেউ পরতে পারেন বর্ষ বরণের সন্ধ্যায় ৷ তবে এইধরনের পোশাক আলাদা ব্যক্তিত্ব ফুটিয়ে তেলে চেহারায় ৷ এই পোশাকটির কলার উজ্বল রঙের হয় ৷ কলারে ডিজাইন করা থাকে ৷ কলার সাধারণত টুইড বা কর্ডবয় ডিজাইনের হয় ৷ যদি পার্টিতেও বাধাগতের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করকে চান তবে পরতেই পারেন টক্সিডোস ৷ এর সঙ্গে যেকোনও ফর্মাল শু বেছে নিতে পারেন ৷ স্নিকার্স একেবারেই নয় ৷

6. ব্ল্যাক আউটফিট: শীতের রাতে বর্ষবরণের উৎসবে যোগ দিতে গেলে কালো রং বেছে নিতেই পারেন ৷ আর সকলের ওয়ার্ডরোবে কালো স্যুট থেকে শুরু করে কালো জিন্স, টি-শার্ট, শার্ট থাকে ৷ সেগুলো পড়ে নিতে পারেন নিউইয়ার পার্টিতে ৷ বিশেষত সাদাশার্টের সঙ্গে কালো ব্লেজার বেশ মানানসই ৷ কিংবা কালো জিন্স আর সঙ্গে শার্ট ৷ শার্টের উপরের দিকে দু‘টি বোতামও খুলে রাখলে ফ্যাশানে আলাদা মাত্রা যোগ করে ৷ ব্লেজারের সঙ্গে ক্যাজুয়াল লুক রাখতে গেলে টাই না পরে এবং শার্ট টাক-ইন না করে পড়তে পারেন ৷ এর সঙ্গে পড়ে ফেলুন মানান সই জুতো ৷ বেশ তৈরি আপনার নিউ ইয়ার লুক ৷

7. পার্টি ওয়্যার স্যুট: নববর্ষের পার্টিতে স্যুটও পড়তে পারেন অনায়াসেই ৷ এক্ষেত্রে প্যাটার্ন বা প্রিন্টেড স্যুট পড়তে পারেন ৷ প্রিন্ডেডের ক্ষেত্রে বেছে নিতে পারেন সাদকালো ববি প্রিন্টে ৷ আবার সেলফ প্রিন্ট স্যুটও পড়তে পারেন ৷

8. টার্টেল নেক সয়েটশার্ট: নর্ববর্ষের একটু ঠান্ডা থাকে ৷ বিশেষত গাড়ি, বাইক চালাতে একটু বেশি ঠান্ডা লাগে ৷ তাই পড়ে নিতে পারেন সয়েটশার্ট ৷ তারসঙ্গে ডেমিন জিন্স ফ্যাশান স্টেটমেন্ট হতে পারে ৷ কোনও ফর্মাল ব্লেজার চাপিয়ে নিতে পারেন ৷ সঙ্গে পড়ুন বুট তবে কোনও কথাই নেই ৷

9. রিপড জিন্স ও টি-শার্ট: বর্ষশেষের রাতে স্যুট, ব্লেজার আর টাইয়ের দমবন্ধ ফাঁস থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে বেছে নিতে পারেন রিপড জিন্স ও টি-শার্ট ৷ আর এখন সাদা স্নিকার্স বেশ ইন ৷ সকলের কাছে স্নিকার্সের কালেকশনে সাদা রঙের স্নিকার্স থাকে ৷ তবে থাকলেও সমস্যা নেই মানাসই স্নিকার্স অবশ্যই পড়তে পারেন ৷

10 . হুডি জ্যাকেট: বর্ষশেষের পার্টিতে পরতে পারেন হুডি ও জিন্স ৷ বেশি শীত কাতুরে হলে সঙ্গে একটা জ্যাকেট গলিয়ে নিতে পারেন ৷ সঙ্গে ম্য়াচিং স্নিকার্স ৷ কর্পোরেট লুক থেকে নিমেষের মধ্যে হয়ে যাবেন পার্টি রেডি ৷

তবে পোশাক যেমনই পরুন না কেন সেটি ঠিক ভাবে ক্যারি করতে পারলেই কেল্লা ফতে ৷ পোশাকের পাশাপাশি পারফিউম বা সুগন্ধিটিও যেন হয় মনমাতানো ৷ তাই এক্ষেত্রে অ্যাকোয়া ফ্রেশ ফ্রেগনেন্স বেছে নিতে পারেন ৷ তবে এটি অবশ্য়ই ব্যক্তি বিশেষে নির্ভর করে ৷ নিজের পছন্দের পারফিউম থেকে শুরু করে পোশাকে মাতিয়ে দিতে পারেন বর্ষবরণের সন্ধ্যা ৷ তবে পার্টিতে যদি কোনও থিম থাকে পোশাকটিও সেইভাবেই নির্বাচন করা ভালো ৷

(সমগ্র প্রতিবেদনটি সামগ্রিক তথ্যের ভিত্তিতে)

Last Updated : Dec 29, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.