হায়দরাবাদ: বন্ধ্যাত্ব কোনও আজকের সমস্যা নয়, আর সবচেয়ে উদ্বেগের বিষয়টি হল তা দিনে দিনে বেড়েই চলেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ জনগণের মধ্যে বন্ধ্যাত্বের প্রবণতা 15 থেকে 20 শতাংশ ৷ আর এর মধ্যে চল্লিশ শতাংশ ক্ষেত্রে সমস্য়াটি হয় পুরুষের ৷ তাই নারীদের মতই পুরুষের বন্ধ্যাত্বও এমন একটি বিষয় যা আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন ৷
ক্রমবর্ধমান এই পুরুষ বন্ধ্যাত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে প্রসূতি এবং স্ত্রীরোগ সংক্রান্ত বিভাগের অধ্যাপক ডাঃ নীতা সিং বলেন,"বিগত 25-30 বছরের তুলনায় দেরীতে বিয়ের প্রবণতার কারণে অভিভাবকত্বের বয়স যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । এখন, পুরুষরা সাধারণত 30-33 বছর বা তার কম বয়সের পরে বিয়ে করে, মহিলাদের ক্ষেত্রেও একই প্যাটার্ন রয়েছে । তাই, বয়সের সঙ্গে সঙ্গে শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন শুরু হয় যা প্রাথমিকভাবে পুরুষ বন্ধ্যাত্বের জন্য দায়ী ৷”
এছাড়া আরও দু'টি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন নীতা ৷ তিনি বলেন, "আমাদের পোশাকের ধরণও বন্ধ্যাত্বের উপর প্রভাব ফেলে।" শুধু তাই নয় ক্রমবর্ধমান তাপমাত্রাকেও পুরুষ বন্ধ্যাত্ব বৃদ্ধির কারণ হিসাবে দেখেছেন তিনি (Causes of Male Infertility)৷ তিনি বলেন, "অন্ডকোষগুলি প্রাকৃতিকভাবে শরীরের বাইরে রাখা হয় কারণ এগুলি শরীরের স্বাভাবিক তাপমাত্রাও সহ্য করতে পারে না ৷ কিন্তু, আঁটসাঁট পোশাক পরার প্রবণতা এবং যে ভৌগলিক অবস্থানে রয়েছেন তা যদি গরম হয় তাহলে তা মারাত্মক বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷"
তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশগুলিতে আবহাওয়া ঠাণ্ডা থাকে ৷ তাই তাঁদের জন্য় আঁটোসাটো পোশাক প্রয়োজন ৷ তবে তা ভারতের আবহাওয়াতেও মানিয়ে যাবে এটা ভাবা ভুল ৷ এই কারণেই আমাদের পূর্বপুরুষরা ধুতি বা লুঙ্গি জাতীয় খোলামেলা পোশাক পরতেন ৷ এইসময় সারাদিন গরমে কাটানোর পর অন্ডকোষ দুটি ভাল করে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি ৷ পুরুষ বন্ধ্যাত্বের পিছনে রাত জেগে কাজ করারও একটা ভূমিকা আছে বলে জানিয়েছেন তিনি ৷ কারণ অন্ধকারের সঙ্গে প্রতিক্রিয়া করতে এটি মেলাটোনিন হরমোনের নিঃসরণকেও প্রভাবিত করে ।
আরও পড়ুন: স্থূলকায়দের ক্ষেত্রে বেশি কার্যকর করোনা টিকা, বলছে গবেষণা
দিল্লির একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ ডঃ অর্চনা ধাওয়ান বাজাজ জানিয়েছেন, সারা বিশ্ব জুড়ে ভাল শুক্রানুর সংখ্য়া এমনিতেই হ্রাস পেয়েছে ৷ একদশক আগেও শুক্রানু সংখ্যা ছিল 60 মিলিয়ন যা এখন 45 মিলিয়নে দাঁড়িয়েছে ৷ কোনও কোনও ক্ষেত্রে 30-40 মিলিয়নই হল স্বাভাবিক শুক্রানুর সংখ্যা ৷ বীর্য বিশ্লেষণ করে এমনটাই দেখেছেন তাঁরা ৷ অন্যদিকে আবার এই বীর্যের গুণগত মানও খারাপ হয়ে গিয়েছে ৷ ডাঃ বাজাজ জানান যে মোট বন্ধ্যাত্বের প্রায় 40 শতাংশ পুরুষ বন্ধ্যাত্বের কারণে হয় ৷ তাঁর মতে যদি শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়নের উপরে হয় তাহলে সন্তানলাভ সম্ভব ৷ তবে আ মাদের মানসিক চাপ, কাজের চাপ, জীবন যাত্রা সবটাই শুক্রানু এবং তার গুণগত মানের ওপর প্রভাব ফেলছে ৷