ETV Bharat / sukhibhava

উদ্ভিদ যৌগ সাইটিসিন, কমায় ধূমপানের প্রবণতা; প্রকাশ গবেষণায়

Cytisine Low-cost Plant: সাইটিসিন ব্যবহারে কমে যেতে পারে ধূমপানের প্রবণতা ৷ এই উদ্ভিদ যৌগটি নিকোটিন থেরাপির থেকেও বেশি কার্যকরী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 9:48 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: নতুন বছরে অনেকেই রেজোলউশন নেন ধূমপান ছেড়ে দেওয়ার ৷ কিন্তু অনেক চেষ্টা করেও হয়ত সফল হন না ৷ এমনকী কখনও কখনও দেখা যায় নিকোটিন প্রতিস্থাপন পদ্ধতির সাহায্য নেন ৷ তবে এবার থেকে সাইটিসিন-এর ব্যবহারও তামাক বর্জনে সাহায্য করবে ৷ এই সাইটিসিন হল উদ্ভিদ যৌগ ৷ যা নিকোটিন বর্জনে বিশেষ ভাবে সাহায্য করে ৷ এই তথ্য উঠে এসেছে একটি গবেষণায় ৷ এই পদ্ধতি ব্যবহারের খরচ নিকোটিন প্রতিস্থাপন পদ্ধতির থেকে অনেকটাই কম ৷ 1960-এক পূর্ব ইউরোপে এটির ব্যবহার করা হত ৷ এই পদ্ধতি অত্যন্ত নিরাপদ ৷ এমনটাই দাবি গবেষকদের ৷

এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, সাইটিসিন নামক যৌগটি অতীতে মধ্য ও পূর্ব ইউরোপের বাইরের বেশিরভাগ দেশে স্বীকৃতি দেওয়া হয়নি ৷ ফলে এটি বাজারজাত করা হয় না ৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় স্বল্প মূল্যে চিকিৎসার জন্য এই উদ্ভিদ যৌগটি ব্যবহার করা হয় ৷ বিশেষত নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে এই যৌগটির ব্যবহার হয় ৷ ধূমপান ছাড়ানোর জন্য বিকল্প ওষুধ হিসাবে এই যৌগের ব্যবহার করা হয় ৷ অ্যাডিকশন নামক একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী 6 হাজার রোগীর উপর আট বার এই সাইটিসিন প্রয়োগ করা হয় ধূমপান বন্ধ করতে ৷ সেখানে দেখা যায় এটি বেশ ভালোভাবেই কাজ করেছে ৷ অন্যান্য বিকল্পও ওষুধের থেকেও এটি বেশ কার্যকরী ৷

সাইসিটিন নামক উদ্ভিদ যৌগটি নিকোটিন থেরাপির থেকেই বেশি কার্যকরী হয়েছে ধূপমান সেবনকারীদের উপর ৷ এটি খুব পকেট ফ্রেন্ডলি একটি যৌগ বলেই উল্লখ করেছেন গবেষণাকারীরা ৷ সাশ্রয়ী মূল্যে ধূমপান বন্ধ করার ওষুধগুলির মধ্যে এটি খুবই ফলপ্রসূ ৷ এমনটাই জানিয়েছেন আর্জেন্তিনার বুয়েনস আইরেসের সেন্ট্রো ন্যাসিওনাল ডি ইনটক্সিকাওনস (সিএনআই) গবেষক ওমর ডি সান্তি ৷ এই গবেষণা থেকে জানা গিয়েছে, চিকৎসাক্ষেত্রেও সাইটিসিন উদ্ভিদ যৌগটি বিশেষ স্বীকৃতি পেয়েছে ৷ নিকোটিন থেরাপি ও সাইসিটিন এই দু'য়ের উপর পরীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে সাইটিসিন দ্রুত তামাক ছাড়তে সাহায্য করে ৷

গবেষণাতেই জানা গিয়েছে, সাইসিটিন 1964 সালের বুলগেরিয়াতে প্রথম সাইসিটিন ব্যবহার করা হয় টেবাক্স-র পরিবর্তে ৷ এরপরই এই উদ্বিদ যৌগটি এশিয়া ও পূর্ব ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে ৷ এই সমস্ত দেশগুলিতে বাজারজাত করা হয় যৌগটি ৷ 2017 সালে, পোলিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানী অ্যাফলো ফার্ম এটি প্রথম বিক্রি শুরু করে ৷ ধূমপান থেকে বিরত থাকার জন্য এই সমস্ত দেশের প্রেসক্রিপশনেও এই ওষুধের উল্লেখ করা হয় ৷ এই উদ্ভিদ যৌগটির উপর গবেষণা চলছে আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিতে ৷

আরও পড়ুন:

  1. ভুট্টা হার্টের জন্য উপকারী, জেনে নিন এটি কীভাবে খাবেন
  2. সকালে ঘুম থেকে ওঠার পরই মাথাব্যথায় ভুগছেন ? এই উপায়ে পেতে পারেন প্রতিকার
  3. চুল পড়া নিয়ে সমস্যায় ? আস্থা রাখুন অ্যালোভেরা-জবা ফুল-পেঁয়াজের রসে

সূত্র: পিটিআই

নয়াদিল্লি, 3 জানুয়ারি: নতুন বছরে অনেকেই রেজোলউশন নেন ধূমপান ছেড়ে দেওয়ার ৷ কিন্তু অনেক চেষ্টা করেও হয়ত সফল হন না ৷ এমনকী কখনও কখনও দেখা যায় নিকোটিন প্রতিস্থাপন পদ্ধতির সাহায্য নেন ৷ তবে এবার থেকে সাইটিসিন-এর ব্যবহারও তামাক বর্জনে সাহায্য করবে ৷ এই সাইটিসিন হল উদ্ভিদ যৌগ ৷ যা নিকোটিন বর্জনে বিশেষ ভাবে সাহায্য করে ৷ এই তথ্য উঠে এসেছে একটি গবেষণায় ৷ এই পদ্ধতি ব্যবহারের খরচ নিকোটিন প্রতিস্থাপন পদ্ধতির থেকে অনেকটাই কম ৷ 1960-এক পূর্ব ইউরোপে এটির ব্যবহার করা হত ৷ এই পদ্ধতি অত্যন্ত নিরাপদ ৷ এমনটাই দাবি গবেষকদের ৷

এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, সাইটিসিন নামক যৌগটি অতীতে মধ্য ও পূর্ব ইউরোপের বাইরের বেশিরভাগ দেশে স্বীকৃতি দেওয়া হয়নি ৷ ফলে এটি বাজারজাত করা হয় না ৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় স্বল্প মূল্যে চিকিৎসার জন্য এই উদ্ভিদ যৌগটি ব্যবহার করা হয় ৷ বিশেষত নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে এই যৌগটির ব্যবহার হয় ৷ ধূমপান ছাড়ানোর জন্য বিকল্প ওষুধ হিসাবে এই যৌগের ব্যবহার করা হয় ৷ অ্যাডিকশন নামক একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী 6 হাজার রোগীর উপর আট বার এই সাইটিসিন প্রয়োগ করা হয় ধূমপান বন্ধ করতে ৷ সেখানে দেখা যায় এটি বেশ ভালোভাবেই কাজ করেছে ৷ অন্যান্য বিকল্পও ওষুধের থেকেও এটি বেশ কার্যকরী ৷

সাইসিটিন নামক উদ্ভিদ যৌগটি নিকোটিন থেরাপির থেকেই বেশি কার্যকরী হয়েছে ধূপমান সেবনকারীদের উপর ৷ এটি খুব পকেট ফ্রেন্ডলি একটি যৌগ বলেই উল্লখ করেছেন গবেষণাকারীরা ৷ সাশ্রয়ী মূল্যে ধূমপান বন্ধ করার ওষুধগুলির মধ্যে এটি খুবই ফলপ্রসূ ৷ এমনটাই জানিয়েছেন আর্জেন্তিনার বুয়েনস আইরেসের সেন্ট্রো ন্যাসিওনাল ডি ইনটক্সিকাওনস (সিএনআই) গবেষক ওমর ডি সান্তি ৷ এই গবেষণা থেকে জানা গিয়েছে, চিকৎসাক্ষেত্রেও সাইটিসিন উদ্ভিদ যৌগটি বিশেষ স্বীকৃতি পেয়েছে ৷ নিকোটিন থেরাপি ও সাইসিটিন এই দু'য়ের উপর পরীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে সাইটিসিন দ্রুত তামাক ছাড়তে সাহায্য করে ৷

গবেষণাতেই জানা গিয়েছে, সাইসিটিন 1964 সালের বুলগেরিয়াতে প্রথম সাইসিটিন ব্যবহার করা হয় টেবাক্স-র পরিবর্তে ৷ এরপরই এই উদ্বিদ যৌগটি এশিয়া ও পূর্ব ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে ৷ এই সমস্ত দেশগুলিতে বাজারজাত করা হয় যৌগটি ৷ 2017 সালে, পোলিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানী অ্যাফলো ফার্ম এটি প্রথম বিক্রি শুরু করে ৷ ধূমপান থেকে বিরত থাকার জন্য এই সমস্ত দেশের প্রেসক্রিপশনেও এই ওষুধের উল্লেখ করা হয় ৷ এই উদ্ভিদ যৌগটির উপর গবেষণা চলছে আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিতে ৷

আরও পড়ুন:

  1. ভুট্টা হার্টের জন্য উপকারী, জেনে নিন এটি কীভাবে খাবেন
  2. সকালে ঘুম থেকে ওঠার পরই মাথাব্যথায় ভুগছেন ? এই উপায়ে পেতে পারেন প্রতিকার
  3. চুল পড়া নিয়ে সমস্যায় ? আস্থা রাখুন অ্যালোভেরা-জবা ফুল-পেঁয়াজের রসে

সূত্র: পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.