হায়দরাবাদ: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো ৷ হাতেগোনা আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ পুজোয় সুন্দর পোশাকই নয়, ত্বকের যত্নে রাখুন ঘরোয়া টোটকা ৷ সতেজ সুন্দর গ্লোয়িং টানটান ত্বক কে না চায় ! সুন্দর ত্বকের গোপন রহস্য যুগ যুগ ধরে সন্ধান করে চলেছে মানুষ। আধুনিকের নারীরাও ত্বকের বয়স ধরে রাখার প্রাকৃতিক উপায় খুঁজতে ব্যস্ত। পুজোর ঠিক আগে তার খোঁজ দিলেন বিউটিশিয়ান কেয়া শেঠ ৷
ব্যস্ত জীবনের মাঝেও স্কিন কেয়ারের যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি ৷ সারা বছর যারা ত্বকের যত্ন নেন না, তাদের জন্যও তিনি বলেন, "যদি এইসময় ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং ভীষণ গুরুত্বপূর্ণ ৷ শুধুমাত্র ফেশওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার হয় না ৷ স্কিন পরিষ্কার করতে গেলে তিনটি স্টেপ মেইনটেন্ট করা প্রয়োজন ৷ রাস্তায় বের হলে দূষণের প্রভাব আমাদের ত্বকে পড়ে ৷ সেটা পরিষ্কার করার জন্য গুরুত্বপূর্ণ হল ক্লিনজিং মিল্ক ৷ এছাড়াও ত্বকের কোশের মধ্যে কিছু ময়লা জমে থাকে ৷ সেগুলি পরিষ্কার করার জন্য ত্বকের ধরণ অনুযায়ী ফেশওয়াস ব্যবহার করা প্রয়োজন ৷ আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ হল সপ্তাহে দু'দিন স্ক্রাবিং করা ৷"
স্কিনের উজ্জ্বলতা নিয়ে তিনি জানান, কেউ যদি ট্যান পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে দই, টমেটোর রস ও পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ট্যান সহজে দূর করা সম্ভব ৷ কেউ চটজলদি ব্লিচ করেন সেটা সাময়িক কিন্তু সেটি ত্বকের জন্য ক্ষতি করে ৷ তাই এর পরিবর্তে পেঁপে পেস্ট করে মাখলে ট্যান রিমুভ করতে সাহায্য করে ৷ পেঁপে সবরকম স্কিনের জন্যই উপয়োগী ৷ যাদের স্কিন খুবই ড্যামেজ ও ড্রাই, তারা অল্প বাটার মুখে মাখতে পারেন ৷ কিন্তু যাদের ব্রণর সমস্যা ও স্কিনে তেলতেলে ভাব রয়েছে, তাদের জন্য বাটার ব্যবহার করা উচিত নয় ৷
পাশাপাশি ত্বক বিভিন্ন রকম জিনিস ব্যবহার করার আগে প্রথমে স্কিন পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি ৷ ত্বকের ধরণ বোঝা না-গেলে মেকআপ করাও অসুবিধা হয়ে যাবে ৷ ঝঞ্ঝাট এড়াতে ওয়াটার প্রুফ মেকআপের পরামর্শ দিলেন তিনি ৷ ত্বকের যত্নের পাশাপাশি পুজোর মেকআপ নিয়ে টিপস দিলেন কেয়া শেঠ ৷
তিনি বলেন "পুজোর সময় ব্যাগে অবশ্যই চিরুনি রাখা প্রয়োজন ৷ সঙ্গে ছোট পাফ ৷ মেকআপের ঘামে ত্বকের ক্ষতি করে, তাই টাচআপ করা প্রয়োজন ৷ মেকআপ করার আগে ত্বক হাইড্রেট করা দরকার ৷ তার জন্য মধু মেখে কিছুক্ষণ রেখে দিয়ে প্রথমে হালকা গরম ও পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ শোওয়ার আগে মেকআপ তোলা অবশ্যই প্রয়োজন ৷ না-হলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে ৷"
পাশাপাশি মেকআপ কেমন হওয়া উচিত, তাও বাতলে দেন এই বিউটিশিয়ান ৷ তিনি জানান, ড্রেশকোড মেইনটেন্ট করে মেকআপ করা দরকার ৷ অবশ্যই ত্বকের রং অনুযায়ী মেকআপ করা প্রয়োজন ৷ এছাড়াও দিনের বেলা যে মেকআপ ও রাত্রের মেকআপের ধরণ আলাদা হবে ৷ কারণ রোদে দিনের আলোয় সব ধরনের মেকআপ যায় না ৷
আরও পড়ুন: তিসির বীজ চুলের জন্য উপকারী ! জেনে নিন কী উপায়ে ব্যবহার করবেন