ETV Bharat / sukhibhava

Hair Care Tips: চুলের জন্য জবা ফুল দারুণ উপকারী

author img

By

Published : Nov 24, 2022, 10:35 AM IST

জবা ফুল চুলের জন্য ভীষণ উপকারী ৷ জেনে নিন কী উপায়ে জবাফুলকে চুলে ব্যবহার করবেন (Hair Care with China Rose)?

Hair Care News
চুলের জন্য জবা ফুল জুরি মেলা ভার

হায়দরাবাদ: জবা ফুল সবার কাছে পরিচিত একটি ফুল । কারণ জবা ফুল শুধু সৌন্দর্য চর্চায় নয়, এর রয়েছে নানারকম উপকারিতা । চুলের যত্নে জবা ফুল দারুণ উপাকরী । সঠিক নিয়মে জবা ফুলের তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় । চুলের যত্নের ক্ষেত্রে, জবা ফুল এবং পাতা দুটোই উপকারী । বর্তমানে বিভিন্ন রূপচর্চা পণ্য তৈরির সংস্থাগুলি, জবা ফুল এবং পাতা ব্যবহার করছে (Tips for Keep Your Hair Healthy) ।

জবা ফুল চুলের বৃদ্ধি করে এবং চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে । তাছাড়া চুল পড়া রোধ করে এবং খুশকির সমস্যার সমাধান করতেও সহায়তা করে । জেনে নিন চুলের যত্নে জবা ফুলকে কীভাবে ব্যবহার করবেন ?

জবার তেল

জবার তেল চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায্য করে । জবার তেল তৈরি করতে, প্রথমে 8টি জবা ফুল এবং 8টি জবা পাতা নিয়ে ভালো করে ধুয়ে বেটে পেস্ট তৈরি করে নিন । তারপর এক কাপ নারকেল তেল ভালো করে গরম করুন । তেল গরম হয়ে গেলে, জবার পেস্টটি তেলে মিশিয়ে আরও কিছুক্ষণ গরম করে, গ্যাস বন্ধ করে দিন । তারপর তেলটি ঢেকে রাখুন । ঠাণ্ডা হলে কিছুটা নিয়ে ব্যবহার করুন এবং বাকিটা জারে বা বোতলে ভরে রেখে দিন । এই তেলটি মাথার স্ক্যাল্প-সহ চুলে ভালো করে লাগিয়ে 10 মিনিট ম্যাসাজ করুন । তারপর 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে তিন দিন এভাবে এই তেলটি ব্যবহার করুন । নিজের চোখেই দেখতে পাবেন এর ফলাফল ৷

আদা এবং জবার হেয়ার মাস্ক

এই মাস্কটি চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায্য করে । এই মাস্কটি তৈরি করতে লাগবে 3 টেবিল চামচ আদার রস ৷ সঙ্গে 2 টেবিল চামচ জবা ফুলের গুঁড়ো । দুটো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন । এই পেস্টটি চুলের গোড়ায় এবং সমস্ত চুলে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন । এইভাবে 20 মিনিট রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন । এই মাস্কটি সপ্তাহে দু'বার প্রয়োগ করা যেতে পারে ।

আরও পড়ুন: আমলকি দিয়ে চুলের যত্ন নিন, কীভাবে জেনে নিন

হায়দরাবাদ: জবা ফুল সবার কাছে পরিচিত একটি ফুল । কারণ জবা ফুল শুধু সৌন্দর্য চর্চায় নয়, এর রয়েছে নানারকম উপকারিতা । চুলের যত্নে জবা ফুল দারুণ উপাকরী । সঠিক নিয়মে জবা ফুলের তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় । চুলের যত্নের ক্ষেত্রে, জবা ফুল এবং পাতা দুটোই উপকারী । বর্তমানে বিভিন্ন রূপচর্চা পণ্য তৈরির সংস্থাগুলি, জবা ফুল এবং পাতা ব্যবহার করছে (Tips for Keep Your Hair Healthy) ।

জবা ফুল চুলের বৃদ্ধি করে এবং চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে । তাছাড়া চুল পড়া রোধ করে এবং খুশকির সমস্যার সমাধান করতেও সহায়তা করে । জেনে নিন চুলের যত্নে জবা ফুলকে কীভাবে ব্যবহার করবেন ?

জবার তেল

জবার তেল চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায্য করে । জবার তেল তৈরি করতে, প্রথমে 8টি জবা ফুল এবং 8টি জবা পাতা নিয়ে ভালো করে ধুয়ে বেটে পেস্ট তৈরি করে নিন । তারপর এক কাপ নারকেল তেল ভালো করে গরম করুন । তেল গরম হয়ে গেলে, জবার পেস্টটি তেলে মিশিয়ে আরও কিছুক্ষণ গরম করে, গ্যাস বন্ধ করে দিন । তারপর তেলটি ঢেকে রাখুন । ঠাণ্ডা হলে কিছুটা নিয়ে ব্যবহার করুন এবং বাকিটা জারে বা বোতলে ভরে রেখে দিন । এই তেলটি মাথার স্ক্যাল্প-সহ চুলে ভালো করে লাগিয়ে 10 মিনিট ম্যাসাজ করুন । তারপর 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে তিন দিন এভাবে এই তেলটি ব্যবহার করুন । নিজের চোখেই দেখতে পাবেন এর ফলাফল ৷

আদা এবং জবার হেয়ার মাস্ক

এই মাস্কটি চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায্য করে । এই মাস্কটি তৈরি করতে লাগবে 3 টেবিল চামচ আদার রস ৷ সঙ্গে 2 টেবিল চামচ জবা ফুলের গুঁড়ো । দুটো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন । এই পেস্টটি চুলের গোড়ায় এবং সমস্ত চুলে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন । এইভাবে 20 মিনিট রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন । এই মাস্কটি সপ্তাহে দু'বার প্রয়োগ করা যেতে পারে ।

আরও পড়ুন: আমলকি দিয়ে চুলের যত্ন নিন, কীভাবে জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.