ETV Bharat / sukhibhava

Pollution Effect on Children: রাস্তার ধারে বাড়ি ? আপনার শিশুকে ঠেলে দিচ্ছে কঠিন রোগের দিকে - শিশুদের উপর বায়ু দূষণের প্রভাব

যে কোনও হাইওয়ে বা রাস্তার ধারে বসবাস, শিশুদের ক্রমশ বিপদের দিকে ঠেলে দিচ্ছে ৷ এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক সমীক্ষায় ৷ নেপথ্যে দায়ী দূষণ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 11, 2023, 10:39 PM IST

হায়দরাবাদ, 11 জুন: আধুনিকতায় জীবনযাপনও নিত্যদিন আরও আধুনিক হয়ে উঠেছে ৷ বাড়ছে নিত্য নতুন ঘর-বাড়ির সংখ্যা ৷ বাড়ছে যোগাযোগ ব্যবস্থারও সুবিধাও ৷ স্কুল থেকে কলেজ, সবই এখন হাতের নাগালে পাওয়ার জন্য অনেকেই নিজের পছন্দের ফ্ল্যাট বা বাড়ি কিনছেন রাস্তার কাছেই ৷ জনবহুল এলাকাও থাকবে আবার কম সময়ে বাস, মেট্রো ধরতেও কোনও সমস্যা হবে না ৷ আজকাল এই ভাবনা বা মানসিকতা রোজনামচা জীবনে সমস্যার সমাধান করলেও শিশুদের কিন্তু অজান্তেই ঠেলে দিচ্ছে বিপদের মুখে ৷ সম্প্রতি এক সমীক্ষা এমনই দাবি করেছে ৷ রাস্তার ধারে ঘর-বাড়ি হওয়ার কারণে সেই সব জায়গায় দূষণ বেশি হচ্ছে ৷ যার প্রভাব এসে পড়েছে বাচ্চাদের স্বাস্থ্যের ওপরে ৷

জাতীয় ইহুদি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি এই নিয়ে এক সমীক্ষা সামনে এনেছেন ৷ ক্রমবর্ধমান দূষণ বাড়াচ্ছে ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে এই সমীক্ষায় ৷ সাম্প্রতিক সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, কলোরাডো রাজ্যের যে সকল বাড়ির শিশুরা হাইওয়ে থেকে দূরে থাকে তাদের শরীরে অ্যালার্জিজনিত সমস্যা অতটা তীব্র ধরা পড়েনি ৷ যে সমস্ত শিশুরা বেশি ব্যবহৃত হাইওয়ে থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে বাস করে তাদের 500 মিটারের মধ্যে বসবাসকারীদের তুলনায় এটোপিক ডার্মাটাইটিস হওয়ার ঝুঁকি কম ছিল ৷

জেসিকা হুই, ন্যাশনাল ইহুদি হেলথের একজন পেডিয়াট্রিক, অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট-এর পাশাপাশি তিনি একজন সিনিয়র গবেষক ও লেখক। তাঁর কথায়, "দেখতে খুবই সামান্য মনে হলেও এইটুকু পার্থক্য বুঝিয়ে দিয়েছে কতটা গভীর সমস্য়ার মধ্যে বাস করছি আমরা ৷ অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা বেশি প্রভাব ফেলে শিশুদের ত্বকের ওপরে ৷ যা ক্রমাগত ত্বকের জটিল অ্যালার্জির দিকে নিয়ে যায় ৷ এই রোগ অ্যাটোপিক মার্চ হিসাবেও পরিচিত ৷"

ন্যাশনাল ইহুদি স্বাস্থ্যের পেডিয়াট্রিক অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট মাইকেল নেভিড বলেন, "আমেরিকার প্রায় 10 মিলিয়ন শিশু বা বাচ্চা অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগে আক্রান্ত ৷ অ্যাটোপিক ডার্মাটাইটিসে আক্রান্ত শিশুদের ত্বকের উপরিভাগ ফুটো হয়ে থাকে এবং পরিবেশে দূষণের সংস্পর্শে আসার প্রবণতা আরও বাড়তে থাকে, যা অ্যালার্জিজনিত প্রদাহজনক প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে, সম্ভবত ফুড অ্যালার্জি, হাঁপানি এবং অন্যান্য সমস্যাও হতে পারে ।"

2008 থেকে 2021 সাল পর্যন্ত ডেনভারের ন্যাশনাল জিউইশ হেলথ-এ 0-18 বছর বয়সী রোগীদের চার্ট পর্যবেক্ষণ করা হয়েছে ৷ যেখানে কিছু বাচ্চা ছিল অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগের শিকার এবং অ্যাটোপিক ডার্মাটাইটিসহীন ছিল ৷ দেখা গিয়েছে, যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে তারা কোনও না কোন হাইওয়ে বা রাস্তার ধারে কোথাও বসবাস করেন ৷ অন্যদিকে যারা হাইওয়ে থেকে দূরে থাকে তাদের শরীরে অ্যালার্জির সমস্যা নেই ৷

আরও পড়ুন: অন্যান্য দিনের তুলনায় সোমবার হার্ট অ্যাটাক বেশি হয়, বলছে গবেষণা

উল্লেখ্য, লোরাডো পরিবহণ বিভাগ থেকে হাইওয়ে এবং স্থানীয় সড়কের ট্রাফিক ডেটা গ্রহণ করা হয়েছিল। দেখা গিয়েছে, বার্ষিক গড় দেখলে জানা যায়, প্রতিদিন প্রায় 10,000-এর বেশি যানবাহন রাস্তা বা হাইওয়ে দিয়ে যাতায়াত করে ৷

হায়দরাবাদ, 11 জুন: আধুনিকতায় জীবনযাপনও নিত্যদিন আরও আধুনিক হয়ে উঠেছে ৷ বাড়ছে নিত্য নতুন ঘর-বাড়ির সংখ্যা ৷ বাড়ছে যোগাযোগ ব্যবস্থারও সুবিধাও ৷ স্কুল থেকে কলেজ, সবই এখন হাতের নাগালে পাওয়ার জন্য অনেকেই নিজের পছন্দের ফ্ল্যাট বা বাড়ি কিনছেন রাস্তার কাছেই ৷ জনবহুল এলাকাও থাকবে আবার কম সময়ে বাস, মেট্রো ধরতেও কোনও সমস্যা হবে না ৷ আজকাল এই ভাবনা বা মানসিকতা রোজনামচা জীবনে সমস্যার সমাধান করলেও শিশুদের কিন্তু অজান্তেই ঠেলে দিচ্ছে বিপদের মুখে ৷ সম্প্রতি এক সমীক্ষা এমনই দাবি করেছে ৷ রাস্তার ধারে ঘর-বাড়ি হওয়ার কারণে সেই সব জায়গায় দূষণ বেশি হচ্ছে ৷ যার প্রভাব এসে পড়েছে বাচ্চাদের স্বাস্থ্যের ওপরে ৷

জাতীয় ইহুদি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি এই নিয়ে এক সমীক্ষা সামনে এনেছেন ৷ ক্রমবর্ধমান দূষণ বাড়াচ্ছে ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে এই সমীক্ষায় ৷ সাম্প্রতিক সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, কলোরাডো রাজ্যের যে সকল বাড়ির শিশুরা হাইওয়ে থেকে দূরে থাকে তাদের শরীরে অ্যালার্জিজনিত সমস্যা অতটা তীব্র ধরা পড়েনি ৷ যে সমস্ত শিশুরা বেশি ব্যবহৃত হাইওয়ে থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে বাস করে তাদের 500 মিটারের মধ্যে বসবাসকারীদের তুলনায় এটোপিক ডার্মাটাইটিস হওয়ার ঝুঁকি কম ছিল ৷

জেসিকা হুই, ন্যাশনাল ইহুদি হেলথের একজন পেডিয়াট্রিক, অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট-এর পাশাপাশি তিনি একজন সিনিয়র গবেষক ও লেখক। তাঁর কথায়, "দেখতে খুবই সামান্য মনে হলেও এইটুকু পার্থক্য বুঝিয়ে দিয়েছে কতটা গভীর সমস্য়ার মধ্যে বাস করছি আমরা ৷ অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা বেশি প্রভাব ফেলে শিশুদের ত্বকের ওপরে ৷ যা ক্রমাগত ত্বকের জটিল অ্যালার্জির দিকে নিয়ে যায় ৷ এই রোগ অ্যাটোপিক মার্চ হিসাবেও পরিচিত ৷"

ন্যাশনাল ইহুদি স্বাস্থ্যের পেডিয়াট্রিক অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট মাইকেল নেভিড বলেন, "আমেরিকার প্রায় 10 মিলিয়ন শিশু বা বাচ্চা অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগে আক্রান্ত ৷ অ্যাটোপিক ডার্মাটাইটিসে আক্রান্ত শিশুদের ত্বকের উপরিভাগ ফুটো হয়ে থাকে এবং পরিবেশে দূষণের সংস্পর্শে আসার প্রবণতা আরও বাড়তে থাকে, যা অ্যালার্জিজনিত প্রদাহজনক প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে, সম্ভবত ফুড অ্যালার্জি, হাঁপানি এবং অন্যান্য সমস্যাও হতে পারে ।"

2008 থেকে 2021 সাল পর্যন্ত ডেনভারের ন্যাশনাল জিউইশ হেলথ-এ 0-18 বছর বয়সী রোগীদের চার্ট পর্যবেক্ষণ করা হয়েছে ৷ যেখানে কিছু বাচ্চা ছিল অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগের শিকার এবং অ্যাটোপিক ডার্মাটাইটিসহীন ছিল ৷ দেখা গিয়েছে, যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে তারা কোনও না কোন হাইওয়ে বা রাস্তার ধারে কোথাও বসবাস করেন ৷ অন্যদিকে যারা হাইওয়ে থেকে দূরে থাকে তাদের শরীরে অ্যালার্জির সমস্যা নেই ৷

আরও পড়ুন: অন্যান্য দিনের তুলনায় সোমবার হার্ট অ্যাটাক বেশি হয়, বলছে গবেষণা

উল্লেখ্য, লোরাডো পরিবহণ বিভাগ থেকে হাইওয়ে এবং স্থানীয় সড়কের ট্রাফিক ডেটা গ্রহণ করা হয়েছিল। দেখা গিয়েছে, বার্ষিক গড় দেখলে জানা যায়, প্রতিদিন প্রায় 10,000-এর বেশি যানবাহন রাস্তা বা হাইওয়ে দিয়ে যাতায়াত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.