রায়গঞ্জ, 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে BPL তালিকাভুক্তদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা 767 টাকা তুলে গ্যাস বুকিং করবেন । যার জন্য তুলতে হবে দু'টি ফর্ম । তারপর সেটি জমা দিলে পাওয়া যাবে বুকিং কোড সহ স্লিপ । এই ফর্ম তোলা, জমা নেওয়া ও স্লিপ তোলার লাইনেই আজ ভিড় দেখা গেল রায়গঞ্জে ।
উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত প্রত্যেককে আগামী তিন মাস বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । চলতি মাসের শুরু থেকে এর জন্য উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অ্যাকাউন্টে 767 টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে । নিয়ম অনুযায়ী, নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছ থেকে দু'টি ফর্ম নিয়ে, তা ফিলআপ করে সঙ্গে 767 টাকা জমা দিতে হবে । তাহলেই মিলবে বুকিং কোড । সেই মতো গ্যাল সিলিন্ডার পৌঁছে যাবে বাড়ি বাড়ি । এর জন্য প্রতিটি গ্যাস ডিস্ট্রিবিউটরের থেকেই ফর্ম তুলতে হবে । আজ রায়গঞ্জে সামাজিক দূরত্ব না মেনে এই ফর্ম তোলা, জমা দেওয়া ও স্লিপ তোলার জন্য লাইন দিলেন অনেকে । গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে এসে গ্রাহকদের লাইন দেখে রীতিমত বিরক্তি প্রকাশ করেন রায়গঞ্জের মহকুমাশাসক । বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর জেলার গ্যাসের নোডাল অফিসারের কাছে অভিযোগ জানান তিনি ।
এবিষয়ে মহকুমাশাসক অর্ঘ ঘোষ বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে গ্যাস সরবরাহের কাজ দু-তিন দিন সঠিকভাবে চলছিল । আজ সেই নিয়ম ভেঙে অতিরিক্ত গ্রাহক গ্যাস সিলিন্ডারের দোকানে হাজির হয়েছেন । লকডাউনে মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বিভিন্নভাবে আবদন জানানো হচ্ছে । কিন্তু কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণার পর ব্যাঙ্ক এবং গ্যাসের দোকানে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে। অনেকেই সামজিক দূরত্ব মানছেন না। তবে, প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।