রায়গঞ্জ, 27 সেপ্টেম্বর : বৃষ্টি কমলেও এখনও জলে থৈথৈ করছে রায়গঞ্জ পৌরসভার চারটি ওয়ার্ড । বৃষ্টির জল আটকে জলবন্দী হয়ে চরম দুর্ভোগে শহরের বাসিন্দারা । বেহাল জল নিকাশি ব্যবস্থাকেই দায়ি করেছেন এলাকার মানুষ ।
মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত একটানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে রায়গঞ্জ শহরের অশোকপল্লি, রবীন্দ্রপল্লি, পূর্ব নেতাজিপল্লি ও হাইরোড সংলগ্ন এলাকা । গতকাল সন্ধেয়র পর থেকে আর বৃষ্টি না হলেও এলাকাগুলি থেকে একটুও জল সরেনি । বেশকিছু বাড়িঘরে বৃষ্টির জল ঢুকে গিয়েছে । চার-পাঁচ দিন ধরে এলাকায় জল দাঁড়িয়ে থাকায় নানা রোগ ব্যধির প্রকোপের সম্ভাবনা দেখা দিচ্ছে । নোংরা জল পেরিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ।
যদিও আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মেলায় কিছুটা স্বস্তিতে রায়গঞ্জের মানুষ । পৌরসভা কর্তৃপক্ষের দাবি, অতি বৃষ্টির কারণেই এলাকাগুলিতে জল জমে গিয়েছে । আজ থেকে এলাকায় জল নামতে শুরু হয়েছে ।