রায়গঞ্জ, 5 জুন : কেরালায় গর্ভবতী হাতিকে আনারসের সাথে বারুদ মিশিয়ে খাইয়ে মেরে ফেলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । রায়গঞ্জ মেডিকাল কলেজ গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাস্কের উপর কালো কাপড় বেঁধে মোমবাতি নিয়ে মৌন প্রতিবাদ করেন তাঁরা।
কিছুদিন আগে পালাক্কড় জেলায় খাবার খুঁজতে আসা এক গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বারুদ মিশিয়ে খেতে দিয়েছিল কয়েকজন এলাকাবাসী ৷ তারপরই হাতিটির মৃত্যু হয় ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে সাধারণ মানুষ ৷ সেই নৃশংস ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেন রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷
বিষয়টি নিয়ে রায়গঞ্জ মেডিকাল কলেজের চিকিৎসক শুভম বন্দ্যোপাধ্যায় বলেন,"হাতিটির সঙ্গে নির্মম আচরণ করেছে মানুষ। এই অন্যায় মেনে নেওয়া কোনওভাবেই যায় না। আমরা দোষীদের শাস্তি কামনা করছি।" প্রসঙ্গটি নিয়ে রায়গঞ্জ মেডিকাল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংগঠনের তরফে প্রশান্ত মল্লিক বলেন,"লকডাউনের জেরে আমরা রাস্তায় মিছিল না করলেও প্রতিবাদে সরব হয়েছি। এইভাবে প্রাণীজগতের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না।"