রায়গঞ্জ, 24 সেপ্টেম্বর : মঙ্গলবার থেকে একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলার জনজীবন । কখনও ভারী বৃষ্টি আবার কখনও হালকা বৃষ্টিতে জলমগ্ন শহর ও শহতলির বিভিন্ন এলাকা ।
টানা বৃষ্টির জেরে একাধিক নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে বহু এলাকা । নাজেহাল বাসিন্দারা । রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে ।
গত তিনদিন ধরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার সর্বত্র একটানা প্রবল বৃষ্টি চলছে । হালকা থেকে মাঝারি, আবার কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েই চলেছে । অতিবৃষ্টির কারণে ফুলেফেঁপে উঠছে মহানন্দা, ডাউক, নাগর, কুলিক, টাঙন ও সুই নদীর জল । চোপড়া ব্লকের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে ।
এদিকে লাগাতার অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের কয়েকটি এলাকা । সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ।