রায়গঞ্জ,28 ডিসেম্বর : আটদিন ধরে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক-অধ্যাপিকারা ৷ এবার তাঁদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিলেন ইটাহার ও রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিধায়করা । অতিথি অধ্যাপক-অধ্যাপিকাদের আন্দোলন সোমবার আটদিনে পড়ল। এদিন সকালে প্রথমে তৃণমূল কংগ্রেসের ইটাহারে বিধায়ক অমল আচার্য্য অতিথি অধ্যাপকদের অবস্থান মঞ্চে যান। তাঁদের সঙ্গে সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন অমলবাবু। তার কিছুক্ষণ পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানরত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে তাঁদের দাবি উত্থাপন করতে পারলে এতদিন পর্যন্ত এই সমস্যা পোহাতে হত না বলে দাবি করেন তিনি।
আগামীদিনে 2 বিধায়কই শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন । এই বিষয়ে অমলবাবু বলেন, "অতিথি অধ্যাপক অধ্যাপিকারা টানা আটদিন ধরে একইভাবে অবস্থান বিক্ষোভ করছেন । যা সত্যি বেদনাদায়ক। দিনরাত অবস্থান মঞ্চে বসে নিজেদের দাবি পূরণ করানোর জন্য তাঁরা বলছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করছি। তাঁদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে অবশ্যই কথা বলব।" মোহিতবাবু বলেন," বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারও সঙ্গে আজ দেখা হয়নি ৷ তবে আন্দোলনরত অধ্যাপক অধ্যাপিকাদের দাবি নিয়ে আমি শিক্ষামন্ত্রীকে চিঠি দেব। বিধানসভা খোলার পর তাঁর সঙ্গে সরাসরি এই বিষয়ে আলোচনা করব। কেন এতদিনেও তাঁদের দাবি পূরণ হল না সে বিষয়ে জানতে চাইবো। আমি তাঁদের পাশে রয়েছি।"
আরও পড়ুন : বুধবার ফের কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, 2 বিধায়ক এই সমস্যা মেটাতে যা উদ্যোগ নিচ্ছেন সে বিষয়ে আমরা সাধুবাদ জানাই ঠিকই। কিন্তু 2019 সালের আগে পর্যন্ত অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের জন্য আলাদা করে কোনও ব্যবস্থা ছিল না । আমরা তাঁদের বিষয়ে যেভাবেই হোক সমস্যা মেটানোর চেষ্টা করেছি।