রায়গঞ্জ, 26 ফেব্রুয়ারি: একদিকে বিজেপি যখন এ রাজ্যে পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রতিটি জেলার প্রতিটি প্রান্তে ছুটিয়ে চলেছে তাদের রথ। ঠিক তখনই দুধের ড্রামের রং বদলে বিজেপির হয়ে অভিনব প্রচার শুরু করলেন রায়গঞ্জের দুধওয়ালা রাজা দত্ত। সম্পূর্ণ নিজের উদ্যোগে এই কাজ শুরু করেছেন তিনি ৷
ক’দিন আগেও নীল রঙের প্লাস্টিকের ড্রামে গ্রাহকদের বাড়িতে, মিষ্টির দোকানে দুধ বিলি করতেন রাজা ৷ এখন সেই ড্রামের রং বদলে হয়েছে গেরুয়া ! রাজা জানান, আগে তাঁর দুধের ড্রামের রং ছিল নীল ৷ কিন্তু এখন হাওয়া বদলেছে। রাজ্য রাজনীতিতে বেড়েছে গেরুয়া প্রভাব ৷ তাই নীলের বদলে গেরুয়ায় দুধের ড্রাম রাঙিয়ে নিয়েছেন রাজা ৷
আরও পড়ুন: 28-এ বামেদের ব্রিগেড সমাবেশ, হাইকোর্ট চত্বরে বর্ণময় পথনাটকে প্রচার
2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকেই বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রীরা দল ছেড়ে গেরুয়াশিবিরে নাম লেখাচ্ছেন ৷ এই গেরুয়া প্রভাব পড়েছে রায়গঞ্জের দুধ সরবরাহকারী রাজা দত্তের দুধের ড্রামেও। কাজের চাপে বিজেপির হয়ে সরাসরি প্রচার করতে না পারলেও তাঁর দুধের ড্রামের গেরুয়া রং বার্তা দিচ্ছে, ফের একবার পরিবর্তনের পক্ষে রায় দিক বাংলার মানুষ ৷ দুধওয়ালা রাজা দত্তের এই অভিনব প্রচার চমকে দিয়েছে রায়গঞ্জবাসীকেও ৷