রায়গঞ্জ, 21 জুলাই : তৃণমূল কংগ্রেসের গ্রামপঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টার । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার অন্তর্গত মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রামের ঘটনা ।
জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম মহম্মদ ভুটু আলম । গতরাতে খাবার খাওয়ার পর শুয়ে পড়েন তিনি । কিন্তু গরমের জন্য ঘরের জানালা খোলা ছিল । অভিযোগ, জানালার ফাঁক দিয়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগে তাঁর পায়ে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।
ভুটু আলমের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল । আবদুল হাসিব আশরাফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে মাঝে মধ্যেই চাপ দেওয়া হত । কিন্তু তিনি অনড় থাকায় গতরাতে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।