ETV Bharat / state

গোয়ালপোখরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি - shot

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেসের গ্রামপঞ্চায়েত সদস্য মহম্মদ ভুটু আলম ।

মহম্মদ ভুটু আলম
author img

By

Published : Jul 21, 2019, 3:07 PM IST

রায়গঞ্জ, 21 জুলাই : তৃণমূল কংগ্রেসের গ্রামপঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টার । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার অন্তর্গত মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রামের ঘটনা ।

জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম মহম্মদ ভুটু আলম । গতরাতে খাবার খাওয়ার পর শুয়ে পড়েন তিনি । কিন্তু গরমের জন্য ঘরের জানালা খোলা ছিল । অভিযোগ, জানালার ফাঁক দিয়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগে তাঁর পায়ে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

ভুটু আলমের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল । আবদুল হাসিব আশরাফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে মাঝে মধ্যেই চাপ দেওয়া হত । কিন্তু তিনি অনড় থাকায় গতরাতে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

রায়গঞ্জ, 21 জুলাই : তৃণমূল কংগ্রেসের গ্রামপঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টার । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার অন্তর্গত মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রামের ঘটনা ।

জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম মহম্মদ ভুটু আলম । গতরাতে খাবার খাওয়ার পর শুয়ে পড়েন তিনি । কিন্তু গরমের জন্য ঘরের জানালা খোলা ছিল । অভিযোগ, জানালার ফাঁক দিয়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগে তাঁর পায়ে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

ভুটু আলমের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল । আবদুল হাসিব আশরাফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে মাঝে মধ্যেই চাপ দেওয়া হত । কিন্তু তিনি অনড় থাকায় গতরাতে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

Intro:রায়গঞ্জ, ২১ জুলাই, প্রসুন মৈত্র: তৃনমূল কংগ্রেস গ্রামপঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টা দুস্কৃতীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রামে। গুলিবিদ্ধ গুরুতর জখম পঞ্চায়েত সদস্য ভুটু আলম কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রাম সংসদের তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম অন্যান্য দিনের মতো কাজকর্ম সেড়ে বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। গরমের কারনে ঘরের জানালা খোলাই ছিল। জানালার ফাঁক দিয়ে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ভুটু আলমের পায়ে লাগে। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গুলিবিদ্ধ তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম অভিযোগ করে বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল। সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল হাসিব আসরাফী নামে এক ব্যাক্তির নামে খুনের মামলা দায়ের করা হয়। অভিযোগ সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য ভুটু আলম কে মাঝেমধ্যেই চাপ দেওয়া হত। কিন্তু তিনি অনড় থাকায় গতকাল রাতে দুস্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়ে প্রাননাশের চেষ্টা করেছিল বলে জানান তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

বাইট ১) ভুটু আলম ( গুলিবিদ্ধ তৃনমূল গ্রাম পঞ্চায়েত সদস্য)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.