ETV Bharat / state

রায়গঞ্জ পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং শুরু - corona virus news

বেশ কয়েকদিন ধরে প্রতিদিন সকাল থেকেই রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করছেন ।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 11:00 PM IST

রায়গঞ্জ, 12 মে : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদে ইতিমধ্য়েই তিনজনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । এই পরিস্থিতিতে রায়গঞ্জ পৌরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করা শুরু হয়েছে ।

প্রতিদিন সকাল থেকেই রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করছেন । এবিষয়ে, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, পৌরকর্মী থেকে শুরু করে কাউন্সিলর ও সাধারণ মানুষ প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি যাঁরা বাইরে থেকে এসে হোম কোয়ারানটিনে রয়েছেন, তাঁদেরও তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ।

সন্দীপ বিশ্বাস বলেন, "পৌরসভার স্বাস্থ্য কর্মীরা যেন ঠিকমতো থার্মাল স্ক্রিনিং করতে পারে, সেজন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে । মাস্ক পরা যেমন বাধ্যতামূলক, তেমনই থার্মাল স্ক্রিনিং অবশ্যই করা দরকার। জেলায় ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । যেহেতু কোরোনা সংক্রমের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল উচ্চ তাপমাত্রা। তাই থার্মাল গানের মাধ্যমে কারও উচ্চ তাপমাত্রা ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় সংক্রমণ রুখতে এভাবেই নজরদারি চলছে ।"

রায়গঞ্জ, 12 মে : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদে ইতিমধ্য়েই তিনজনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । এই পরিস্থিতিতে রায়গঞ্জ পৌরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করা শুরু হয়েছে ।

প্রতিদিন সকাল থেকেই রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করছেন । এবিষয়ে, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, পৌরকর্মী থেকে শুরু করে কাউন্সিলর ও সাধারণ মানুষ প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি যাঁরা বাইরে থেকে এসে হোম কোয়ারানটিনে রয়েছেন, তাঁদেরও তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ।

সন্দীপ বিশ্বাস বলেন, "পৌরসভার স্বাস্থ্য কর্মীরা যেন ঠিকমতো থার্মাল স্ক্রিনিং করতে পারে, সেজন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে । মাস্ক পরা যেমন বাধ্যতামূলক, তেমনই থার্মাল স্ক্রিনিং অবশ্যই করা দরকার। জেলায় ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । যেহেতু কোরোনা সংক্রমের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল উচ্চ তাপমাত্রা। তাই থার্মাল গানের মাধ্যমে কারও উচ্চ তাপমাত্রা ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় সংক্রমণ রুখতে এভাবেই নজরদারি চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.