রায়গঞ্জ, 12 মে : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদে ইতিমধ্য়েই তিনজনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । এই পরিস্থিতিতে রায়গঞ্জ পৌরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করা শুরু হয়েছে ।
প্রতিদিন সকাল থেকেই রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করছেন । এবিষয়ে, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, পৌরকর্মী থেকে শুরু করে কাউন্সিলর ও সাধারণ মানুষ প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি যাঁরা বাইরে থেকে এসে হোম কোয়ারানটিনে রয়েছেন, তাঁদেরও তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ।
সন্দীপ বিশ্বাস বলেন, "পৌরসভার স্বাস্থ্য কর্মীরা যেন ঠিকমতো থার্মাল স্ক্রিনিং করতে পারে, সেজন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে । মাস্ক পরা যেমন বাধ্যতামূলক, তেমনই থার্মাল স্ক্রিনিং অবশ্যই করা দরকার। জেলায় ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । যেহেতু কোরোনা সংক্রমের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল উচ্চ তাপমাত্রা। তাই থার্মাল গানের মাধ্যমে কারও উচ্চ তাপমাত্রা ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় সংক্রমণ রুখতে এভাবেই নজরদারি চলছে ।"